জনপ্রশাসন সংস্কারে থাকছে শতাধিক সুপারিশ, বুধবার প্রতিবেদন হস্তান্তর
Published: 4th, February 2025 GMT
জনপ্রশাসন সংস্কারের জন্য শতাধিক সুপারিশসম্বলিত প্রতিবেদন আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে। কিন্তু, আমরা আমাদের কাজের কারণে পারিনি। কারণ, আমরা মাঠে গিয়েছি, লোকজনের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে কথা বলেছি। অনলাইনে আমরা মতামত নিয়েছি। এগুলোর ভিত্তিতে আজকে প্রতিবেদন চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে (বুধবার) দুপুর সাড়ে ১২টায় আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তার কাছে প্রতিবেদন হস্তান্তর করব। একই সঙ্গে কালকে আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে।”
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ওয়ালটনের কর্মীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) গাজীপুরে হেলিপ্যাড ময়দানে কোম্পানির এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি বিভাগের (ইএইচএস) আয়োজনে এবং গাজীপুরের ল্যাব ওয়ান হাসপাতালের তত্ত্বাবধানে ক্যাম্পেইন হয়।
আরো পড়ুন:
ওয়ালটন নাম ব্যবহার করে উপহারের স্ক্যাম লিংক, প্রতারণা থেকে সাবধান
মার্সেল পণ্য কিনে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যানসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
ক্যাম্পেইনে ওয়ালটনের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী উপস্থিত সকলের উদ্দেশে বলেন, “একজন সুস্থ কর্মীই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি— এই ভাবনা থেকে কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। কর্মীদের সর্বোচ্চ সুস্থতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।’’
ক্যাম্পেইনে রক্তচাপ, ওজন এবং উচ্চতার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা; রক্তের গ্রুপ সনাক্তকরণ এবং ডায়াবেটিস পরীক্ষা; স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে পরামর্শ এবং কর্মজীবনে সুস্থ ও ফিট থাকার জন্য প্রয়োজনীয় টিপস ও নির্দেশনা দেওয়া হয়।
ওয়ালটনের ইএইচএস বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু উদ্যোগের সফলতা সম্পর্কে বলেন, ‘‘কর্মীদের নিরবচ্ছিন্ন উৎপাদনশীলতা এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করাই আমাদের বিভাগের প্রধান লক্ষ্য।’’
ল্যাব ওয়ান হাসপাতালের পক্ষ থেকে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘‘দেওয়া পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা কর্মীদের দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য সহায়ক হবে। স্বাস্থ্যকর শিল্প পরিবেশ বজায় রাখতে ওয়ালটনের এই পদক্ষেপ অন্যদের জন্যও অনুপ্রেরণা।’’
এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কর্মীদের মাঝে সাড়া জাগায়। বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে পারেন এবং মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান কাউসার উদ্দীন চৌধুরী, প্রশাসন বিভাগীয় প্রধান তানভির আহমেদ এবং ওয়ালটন মেডিকেল সেন্টারের ইনচার্জ সাজ্জাদ হোসেন লেলিন ক্যাম্পেইনে বক্তব্য রাখেন।
ঢাকা/বকুল