কাগজে-কলমে এত বেশি শক্তিশালী দল ছিল না চিটাগং কিংস। তবে তারা এখন পৌঁছে গেছে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হারলেও দ্বিতীয়টিতে খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ বলে পেয়েছে রোমাঞ্চকর জয়। এমন ম্যাচের পর ফাইনালের আগের দিন চিটাগং কোনো অনুশীলন করেনি।

তাদের সময় কেটেছে টিম হোটেলেই। এদিন সন্ধ্যায় বিপিএল ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ শন টেইট ও তাঁর সহকারী এনামুল হক।

তুলনামূলকভাবে শক্তিতে পিছিয়ে থেকেও কীভাবে তারা ফাইনালে, এমন প্রসঙ্গে টেইট বলেছেন, ‘স্কোয়াডের মধ্যে আমরা বিশ্বাস ছড়িয়ে দিতে পেরেছি। ম্যাজিক হতেই পারে। ভালো জিনিস হলো, টুর্নামেন্টজুড়ে আমরা খুব বেশি কিছু পরিবর্তন আনিনি। আমরা এভাবেই টুর্নামেন্টে খেলেছি। কিছুটা ভাগ্যের সহায়তা আছে। তবে আমার মনে হয়, আমরা এখানে থাকার যোগ্য।’

আরও পড়ুনশেষ বলে ৪ মেরে ফাইনালে চিটাগং, খুলনার বিদায়০৫ ফেব্রুয়ারি ২০২৫

ফাইনালে চিটাগংয়ের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, যারা গতবারের চ্যাম্পিয়ন। এবারও বরিশাল লিগ পর্বে সবার ওপরে থাকার পর প্রথম কোয়ালিফায়ারে হারিয়েছে চিটাগংকেই।

নাটকীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছিল চিটাগং কিংস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নওগাঁয় গরুবাহী ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত

নওগাঁর ধামইরহাটে গরুবহনকারী ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন। 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার বিহারীনগর জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু মিয়া (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূরে আলম মওলা (৩০)

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুট্টু ও মওলা গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় জোড়া ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এসময় ভটভটিতে থাকা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

ঢাকা/সাজু/এস

সম্পর্কিত নিবন্ধ