কাগজে-কলমে এত বেশি শক্তিশালী দল ছিল না চিটাগং কিংস। তবে তারা এখন পৌঁছে গেছে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হারলেও দ্বিতীয়টিতে খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ বলে পেয়েছে রোমাঞ্চকর জয়। এমন ম্যাচের পর ফাইনালের আগের দিন চিটাগং কোনো অনুশীলন করেনি।

তাদের সময় কেটেছে টিম হোটেলেই। এদিন সন্ধ্যায় বিপিএল ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ শন টেইট ও তাঁর সহকারী এনামুল হক।

তুলনামূলকভাবে শক্তিতে পিছিয়ে থেকেও কীভাবে তারা ফাইনালে, এমন প্রসঙ্গে টেইট বলেছেন, ‘স্কোয়াডের মধ্যে আমরা বিশ্বাস ছড়িয়ে দিতে পেরেছি। ম্যাজিক হতেই পারে। ভালো জিনিস হলো, টুর্নামেন্টজুড়ে আমরা খুব বেশি কিছু পরিবর্তন আনিনি। আমরা এভাবেই টুর্নামেন্টে খেলেছি। কিছুটা ভাগ্যের সহায়তা আছে। তবে আমার মনে হয়, আমরা এখানে থাকার যোগ্য।’

আরও পড়ুনশেষ বলে ৪ মেরে ফাইনালে চিটাগং, খুলনার বিদায়০৫ ফেব্রুয়ারি ২০২৫

ফাইনালে চিটাগংয়ের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, যারা গতবারের চ্যাম্পিয়ন। এবারও বরিশাল লিগ পর্বে সবার ওপরে থাকার পর প্রথম কোয়ালিফায়ারে হারিয়েছে চিটাগংকেই।

নাটকীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছিল চিটাগং কিংস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৫ সিনেমার আয় ১ হাজার ৩০০ কোটি, রাশমিকাকে থামাবে কে

২০২৫ সাল রাশমিকা মন্দানার ক্যারিয়ারের সবচেয়ে বৈচিত্র্যময় ও সাফল্যমণ্ডিত বছর। ভিকি কৌশলের বিপরীতে ব্লকবাস্টার ‘ছাবা’ থেকে শুরু করে সামালোচকদের কাছে প্রশংসিত ‘দ্য গার্লফ্রেন্ড’ দিয়ে বছর শেষ করেছেন রাশমিকা। পাঁচটি ভিন্ন ঘরানার ছবিতে কাজ করে এই বছরে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক অন্তরঙ্গ আড্ডায় রাশমিকা জানান তাঁর সাফল্যের গল্প।

অভিনয়ের পথে আত্মবিশ্বাস খুঁজে পাওয়া
রাশমিকা বলেন, ৯ বছর ধরে তিনি সব সময় মনে করতেন, নিজেকে প্রমাণ করতেই হবে। আর ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায় ভুমা দেবীর চরিত্র সেই চাপ থেকে তাঁকে মুক্তি দিয়েছে। ‘এই চরিত্রটা করতে গিয়ে প্রথমবার মনে হয়েছে, ঠিক আছে, আমি পারছি,’ বলেন তিনি। রাশমিকার ক্যারিয়ারে ‘অ্যানিমেল’ আর ‘দ্য গার্লফ্রেন্ড’ দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী ছবি। তাই স্বাভাবিকভাবে ওঠে আসে সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন। রাশমিকার উত্তর সোজা, ‘প্রতিটি ছবির গল্প আলাদা। “অ্যানিমেল” একজন খ্যাপাটে মানুষকে কেন্দ্র করে বানানো একটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা আর “দ্য গার্লফ্রেন্ড” এক দ্বিধাগ্রস্ত নারীর নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা। দুটোই থাকা জরুরি, কারণ দুটোই বাস্তব।’

রাশমিকা জোর দিয়ে বলেন, এমনকি ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে নানা সমালোচনা হলেও তাঁর করা ‘গীতাঞ্জলি’ চরিত্রটি কোনোভাবেই দুর্বল ছিল না। ‘সে নিজের অবস্থান জানত, সে প্রতিবাদ করেছে,’ বলেন রাশমিকা। অভিনেত্রীর মতে, প্রায় সব ছবিতেই তিনি শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন।

‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায় রাশমিকা। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ