প্রতিদিন জনপ্রতি জমা করা হয় ১০ টাকা, মাসে ৩০০ টাকা। এক বছরে এ হিসাব দাঁড়ায় ৩৬০০ টাকায়। এই টাকায় ঈদের আগে একেক সদস্য গরুর মাংস পাবেন ৬ কেজি।
ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামে ১০ বছর ধরে ২৫টি ‘মাংস সমিতি’র ৮০০ সদস্য এভাবে ঈদুল ফিতরের আগে গরুর মাংস সংগ্রহ করে থাকেন। দিনমজুর থেকে শুরু করে অবস্থাসম্পন্ন সবাই এ সমিতির সদস্য হন। প্রতিটি সমিতিতে ২৫ থেকে ৫০ জন সদস্য রয়েছেন।
এবার ঈদুল ফিতরের আগে বৃহস্পতিবার সাঁড়াগোপালপুর গ্রামের পাড়ায় পাড়ায় সমিতির পক্ষ থেকে ৪০টি গরু জবাই হয়েছে। সকাল থেকেই স্কুলপাড়া, ফরাজীপাড়া, বাঘইল মন্নবীপাড়া, মৌলভীপাড়া, বকশিরচক, মধ্যপাড়ায় সব বয়সী মানুষের মধ্যে মাংস ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে ঈদের আনন্দ।
সাঁড়াগোপালপুর স্কুলপাড়ার মাংস সমিতির উদ্যোক্তা হাসান চৌধুরী বলেন, ৮-৯ বছর ধরে এভাবে ঈদের মাংস সংগ্রহ করি। এতে কম দামে টাটকা ও নির্ভেজাল মাংস পাচ্ছি। অনেকেরই নগদ ৭০০ টাকা দিয়ে এক কেজি গরুর মাংস কিনতে কষ্ট হয়। তারা প্রতিদিন ১০ টাকা করে বছর শেষে ৬ কেজি করে মাংস পাচ্ছেন।
বাঘইল মন্নবীপাড়ার নবাব মোড়ে এক স্থানেই জবাই হচ্ছিল কয়েকটি গরু। নবাব মোড়ের এ সমিতির সদস্য আনোয়ার হোসেন রিপন জানান, আমাদের সমিতিতে ধনী-গরিব সবাই সদস্য। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে শামিল হই। এতে বন্ধন মজবুত হয়।
সাঁড়াগোপালপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় বন্ধু-স্বজন মিলে ঈদের আগে হাট থেকে গরু কিনে এনে মাঠে জবাই করি। এই আয়োজনের উদ্দেশ্য একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।
উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম
রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন মাইমুনা মম। নাটক, ধারাবাহিক এবং চলচ্চিত্র-সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। অবশেষে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী।
শুক্রবার (২১ নভেম্বর) মম বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে।
আরো পড়ুন:
বিয়েতে কনে উপহার পেলেন ১০০ খাটাশ
ভিন্ন ধর্মের একটি বিয়ে নিয়ে গাইবান্ধায় শোরগোল
ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
রাফায়েল ও মম জানান, দেড় বছর আগে তাদের পরিচয়। এই সময়টায় তারা একে অপরকে জানার সুযোগ পান—ঘোরাঘুরি, কথা বলা, মানসিক বোঝাপড়া সবই হয়েছে পরস্পরের সঙ্গে। প্রায় দেড় মাস আগে সম্পর্কটি প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারকে জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরিবারও তাদের সিদ্ধান্তে সম্মতি জানায়।
রাফায়েল আহসান ২০১৪ সালে নির্মাণ করেন ‘নয়ছয়’ নামের সিনেমা। কয়েক বছর ধরে তিনি প্রযোজনায় নিয়মিত। তার প্রযোজিত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে—‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’। এ ছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কাঠপেন্সিল’ চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।
মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বলেন, “মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। খুব স্বাভাবিক, সবার থেকে আলাদা। তাই মনে হয়েছে, ওকে নিয়ে ভবিষ্যতের পথচলা সহজ ও সুন্দর হবে।”
২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন মম। এর আগে, তিনি টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেখানে সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
রাফায়েলকে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে মম বলেন, “রাফায়েলের সততা আমাকে সবচেয়ে বেশি টানে। কথাবার্তায় কোনো রাখঢাক নেই। খুব স্ট্রেট ফরোয়ার্ড মানুষ। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে নতুন পরিকল্পনা করার তার স্বভাবটা আমার খুব ভালো লাগে।”
এ মুহূর্তে দেশের দুই টিভি চ্যানেলে মম অভিনীত তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে—আরটিভিতে ‘ঘুরিতেছে পাঙ্খা’ ও ‘ম্যানেজ মাস্টার’, দীপ্ত টিভিতে ‘খুশবু’।
ঢাকা/রাহাত