ঈদে শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজ নিলেন বেরোবি উপাচার্য
Published: 31st, March 2025 GMT
জুলাইয়ে অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী।
ঈদের আগের দিন রবিবার (৩০ মার্চ) আবু সাঈদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন উপাচার্য শওকাত আলী।
উপাচার্য শওকাত আলী বলেন, জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার করা গেলে শহীদদের পরিবার ও দেশবাসী ঈদের চেয়েও বেশি আনন্দ অনুভব করবে।
রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন উপাচার্য শওকাত আলী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের কাছে ঈদসামগ্রী হস্তান্তর করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.
বেরোবি উপাচার্য শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য। শহীদ আবু সাঈদকে ছাড়া তার পরিবার প্রথমবারের মতো ঈদ করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে শহীদ আবু সাঈদের পরিবারকে ঈদসামগ্রী দেওয়ার জন্য এখানে এসেছি।
ঢাকা/সাজ্জাদ/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঈদ র পর ব র র পর ব র র
এছাড়াও পড়ুন:
রবীন্দ্রসংগীতও এমনভাবে করি যেন জেন-জিরাও শোনে
ছবি: খালেদ সরকার