শ্রম সংস্কার কমিশন প্রতিবেদন দেবে কাল, ট্রেড ইউনিয়নের নিয়ম শিথিলের সুপারিশ থাকবে
Published: 20th, April 2025 GMT
শ্রম সংস্কার কমিশন আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে। এই কমিশনের একাধিক সদস্য আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে গত নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে কমিশন একাধিকবার সময় বাড়িয়ে নিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো, ট্রেড ইউনিয়ন করার নিয়মকানুন শিথিলকরণ, শ্রমিকদের তথ্যভান্ডার, কর্মক্ষেত্রে আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণের নতুন মানদণ্ড প্রণয়ন, নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করাসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করবে শ্রম সংস্কার কমিশন।
নাম প্রকাশ না করার শর্তে কমিশনের একজন সদস্য প্রথম আলোকে বলেন, সব শ্রমিকের স্বীকৃতির বিষয়ে সুপারিশ করা হবে। ট্রেড ইউনিয়ন করার নিয়মকানুন শিথিলের ক্ষেত্রে শ্রমিকের সম্মতির হারটি শতকরা নয়, সংখ্যায় করার সুপারিশ থাকবে।
১৯ সদস্যের এই কমিশনে সদস্য হিসেবে আছেন সাবেক সচিব মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সাবেক সভাপতি কামরান টি রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।
গত ফেব্রুয়ারি মাসে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘মাঠপর্যায়ে যত বেশি মতামত সংগ্রহ করা যায়, তার ওপর আমরা জোর দিয়েছি। প্রথমেই আমরা এমন শ্রমিকদের কথা শুনেছি, যাঁরা আইনের আওতায় নেই; যাঁদের কথা বলার জায়গা নেই। গৃহশ্রমিক ও মৎস্যজীবীদের কাছেও আমরা যাওয়ার চেষ্টা করেছি। দীর্ঘদিন ধরে শ্রমিকদের নিয়ে কাজ করার পরও আমার অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ হচ্ছে—শ্রম খাতে বৈষম্য ও বঞ্চনা এত বেশি গভীর যে এই স্বল্প সময়ে সবটা তুলে আনা সম্ভব নয়। তবু যতটা সম্ভব আমরা তুলে আনার চেষ্টা করব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি, জেনে নিন বিস্তারিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে স্কুল শাখায় ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে ভর্তি করা হবে। আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কোন শ্রেণিতে আবেদন করা যাবে—# বাংলা মাধ্যম:
১. তৃতীয় শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায়।
২. ষষ্ঠ শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
৩. নবম শ্রেণি (ছাত্রছাত্রী): বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক: প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ৬ ঘণ্টা আগে# ইংলিশ ভার্সন:
১. তৃতীয় শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায় ছাত্রছাত্রী।
২. ষষ্ঠ শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
৩. সপ্তম শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
৪. নবম শ্রেণি (ছাত্রছাত্রী): বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা: প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
আরও পড়ুনমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পছন্দক্রম–সংরক্ষিত আসন-আবেদন ফিসহ সব তথ্য২১ নভেম্বর ২০২৫আবেদন পাওয়া যাবে—১. সরকারি (মাউশি) ব্যবস্থাপনায় লটারির মাধ্যমে ছাত্রছাত্রী নির্বাচন করা হবে।
২. ভর্তির আবেদন শুধু অনলাইনে এই ঠিকানায় পাওয়া যাবে। অনলাইনে ভর্তির আবেদন গ্রহণের সময় মাউশির তারিখ অনুযায়ী হবে।
৩. থানা হিসেবে ‘লালবাগ’ নির্বাচন করতে হবে।
দরকারি তথ্য—# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট
আরও পড়ুনভিকারুননিসা স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি, আসন ২০২০টি২২ ঘণ্টা আগে