শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের ৬টি প্রতিষ্ঠানে আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ গতকাল শনিবার ওই ছুটির নোটিশ দিয়েছে।

ছুটি হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড।

কারখানা গেটে সাঁটানো নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স, তুসুকা ডেনিম, তুসুকা প্রসেসিং, তুসুকা ওয়াশিং এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারখানার ভেতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত ৩ দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।’

গত শনিবার তুসুকা গ্রুপের শ্রমিকেরা বকেয়া পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। সব দাবি পূরণ না হলে এই বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও তাঁরা আন্দোলন করছেন। মূলত বহিরাগতদের ইন্ধনে এ আন্দোলন করা হচ্ছে।

আরও পড়ুনগাজীপুরে বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ২২ ঘণ্টা আগে

তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, ‘শ্রমিকদের যে দাবিদাওয়া ছিল, তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছিলাম। শ্রম আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে। শ্রমিকদের এই দাবির পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। এই পরিস্থিতে কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে ছুটি ঘোষণা করা হয়েছে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘বোমা আসছে...’—ধর্মশালার ভীতিকর পরিস্থিতি নিয়ে আতঙ্কিত আইপিএলের চিয়ারলিডার

জম্মুসহ ভারত-পাকিস্তান সীমান্তবর্তী কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালানোর পর গতকাল রাতে ধর্মশালায় নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় আইপিএলের পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। দর্শকদের তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তেও বলা হয়। এমনকি নিভিয়ে দেওয়া হয় স্টেডিয়ামের তিনটি টাওয়ারের বাতিও।

এর আগে বৃষ্টির কারণে ম্যাচটা শুরুই হয়েছিল দেরিতে। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ম্যাচ যখন বন্ধ হয়, তখন পাঞ্জাবের রান ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২।

আকস্মিকভাবে ম্যাচ বন্ধ হওয়ার কারণে পুরো স্টেডিয়াম এলাকায় সৃষ্টি হয় ভীতিকর পরিস্থিতি। ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামের পরিবেশ সেই সময় কেমন ছিল, তা উঠে এসেছে আইপিএলের এক চিয়ারলিডারের ভিডিও বার্তায়।

আরও পড়ুনভারত–পাকিস্তান সংঘাত: পিএসএল সরিয়ে নেওয়া হলো আরব আমিরাতে৪ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাউন্ডারি লাইনের বাইরে হাঁটতে হাঁটতে পরিস্থিতি বর্ণনা করছেন সেই চিয়ারলিডার। কথা বলার শুরুতে আলো থাকলেও কিছুক্ষণের মধ্যে আলো নিভে যাওয়ায় স্টেডিয়ামের পুরো এলাকা প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

৩৭ সেকেন্ডের সেই ভিডিওতে গোটা পরিস্থিতিকে ‘খুবই ভীতিকর’ উল্লেখ করেন সেই চিয়ারলিডার। এ সময় তিনি বলেন, ‘ম্যাচের মাঝেই পুরো স্টেডিয়াম খালি করা হয়। পরিস্থিতি খুবই ভীতিকর ছিল। সবাই বোমা আসছে বলে চিৎকার করছিল।’

আতঙ্কিত এই চিয়ারলিডার আরও বলেন, ‘পরিস্থিতি এখনো খুবই ভীতিকর। আমরা ধর্মশালা থেকে বেরোতে উন্মুখ হয়ে আছি। আমি আশা করব, আইপিএল কর্তৃপক্ষ আমাদের দিকটা দেখবে। পরিস্থিতি সত্যিই খুব ভীতিকর। জানি না কেন আমি এখনো কাঁদছি না। আমার ধারণা, এখনো স্তব্ধ অবস্থায় আছি।’

আরও পড়ুনজম্মুতে পাকিস্তানের হামলা, ধর্মশালায় বন্ধ হলো আইপিএলের ম্যাচ১৫ ঘণ্টা আগে

হিমাচল প্রদেশের ধর্মশালায় আগামী রোববার আইপিএলের আরেকটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সেটি গতকাল বিকেলে আহমেদাবাদে সরিয়ে নেওয়া হয়। শ্রেয়াস আইয়ার-লোকেশ রাহুলদেরও ধর্মশালা থেকে নিরাপদে দিল্লিতে পৌঁছে দেওয়া হয়েছে। এখন অবশ্য শুধু ম্যাচ নয়, আইপিএলই অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেন, ‘বিশেষ ট্রেনে আমরা সবাইকে বের করে আনার ব্যবস্থা নিয়েছি। ধর্মশালার ম্যাচ বাতিল করা হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ