নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট
Published: 8th, May 2025 GMT
রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট। তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হলেন। পোপ হিসাবে রবার্টের নাম হবে পোপ লিও। খবর রয়টার্সের
বিস্তারিত আসছে...
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাত পেরিয়ে ভোর, অবস্থানে অনড় ছাত্র-জনতা
রাত পেরিয়ে ভোর। ঘড়ির কাটায় ৪টা বেজে ২৫ মিনিট। কাকরাইল মসজিদ থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের আজানের ধ্বনি। সময় বলে দিচ্ছে সময়টা ফজরের আজানের। তবুও যমুনার সামনের রাস্তায় আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধে দাবিতে ছাত্র-জনতার অনড় অবস্থান।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে ভোর রাতেও। কখনো গান, কখনো কবিতা, আবার কখনো স্লোগানে স্লোগানে উজ্জীবিত রাখা হচ্ছে কর্মসূচিকে। রাত ১০টা থেকে ভোর পর্যন্ত ১ মিনিটের জন্যও থামেনি স্লোগান, গান, কবিতা। ক্লান্ত হয়ে পড়েনি জুলাই যোদ্ধারা। শেষ রাতে তাদের কন্ঠ আরো জোড়ালো। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করে তারা সরবেন না।
ফজরের নামাজের জন্য দেওয়া হয়েছে নামাজের বিরতি। তবে, সবাই একসাথে নামাজে যায়নি। পর্যায়ক্রমে তারা যাচ্ছেন নামাজে। তারা রাজপথ ছাড়বেন না। তাই এই ব্যবস্থা। তবে, কাউকে কাউকে দেখা গেছে, রমনা পার্ক ঘেষা ফুটপাতের গাছের গোড়ায় বসে বা শুয়ে বিশ্রাম নিতে। আবার কেউ ফুটপাতে বা কেউ রাস্তায় শুয়ে পড়েছেন। তবুও ছাড়ছেন না রাজপথ।
আরো পড়ুন:
যমুনার সামনে অবস্থান নিলো শিবিরের নেতাকর্মীরাও
যমুনার সামনে রাজপথে জুলাই আহতরা
ঢাকা/সুকান্ত/ফিরোজ