তরুণদের দক্ষতা বাড়াতে বরিশালে কিরন প্রেজেন্টস ‘ক্যারিয়ার ফেস্ট’
Published: 5th, May 2025 GMT
তরুণদের ক্যারিয়ার সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো কিরন প্রেজেন্টস ‘বরিশাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫’। শনিবার বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, নবীন পেশাজীবী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এক্সিলেন্স বাংলাদেশ, জেসিআই ঢাকা হেরিটেজ, বিজ্ঞান ও গবেষণা ক্লাব বিটেক এবং ক্যারিয়ার ক্লাব বিটেকের যৌথ উদ্যোগে এই ইভেন্টে দেশের শীর্ষ কর্পোরেট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিপেশ নাগ, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, বরিশালে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান উপস্থাপক রাশেদ ইমাম, ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান, এম টেক্স.
অনুষ্ঠানের বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের কর্পোরেট নেতৃত্ব গড়ে তুলবে। শুধু ডিগ্রি নয়, ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং লক্ষ্য স্থির রেখে কাজ করার মানসিকতা। তারা বলেন, এমন আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তার পরিসর বিস্তৃত এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার একটি বড় সুযোগ।
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল অন ষ ঠ বর শ ল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৬ মে ২০২৫)
আইপিএল ও উয়েফা চ্যাম্পিয়নস লিগে আছে একটি করে ম্যাচ।আইপিএল????
মুম্বাই ইন্ডিয়ানস–গুজরাট টাইটানস
রাত ৮টা ???? স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস
সেমিফাইনাল: ফিরতি লেগ
ইন্টার মিলান–বার্সেলোনা
রাত ১টা ???? সনি স্পোর্টস টেন ২