খুলনায় সাংবাদিক মামুন রেজার মৃত্যু
Published: 21st, June 2025 GMT
চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের খুলনা ব্যুরোপ্রধান মামুন রেজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা সদরের হাজী মেহের আলী সড়কে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মামুন রেজা। পরে অচেতন অবস্থায় খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতিসংঘ শিশুপার্ক মাঠে মামুন রেজার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে খুলনা প্রেসক্লাব চত্বরে সহকর্মী, ক্লাবের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর প্রতি শ্রদ্ধা জানান। আজ শনিবার দুপুরে দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানের সঙ্গে সিঙ্গাপুর ও মালয়েশিয়া ঘুরে গতকাল ভোরে ঢাকায় ফেরেন মামুন রেজা। এরপর সকাল ১০টার দিকে খুলনায় নিজ বাসায় ফিরে যান। রাতে তিনি মারা যান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন