ভিসা পাওয়ার জাল নথিপত্র দাখিল না করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ সুইডেনের দূতাবাস।  

মঙ্গলবার (৬ মে) ঢাকার সুইডিশ দূতাবাস এক বার্তায় এ আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়, আপনার ভিসার আবেদনের সঙ্গে শুধু মূল নথি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। জালিয়াতি, জাল বা কারসাজি করা নথিপত্র তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হবে। আপনি যদি মূল নথিপত্র জমা না দেন, তবে সেটা সব শেনজেন সদস্য দেশ জানবে।

ঢাকা/হাসান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নারীর প্রতি অবমাননাকর ভাষা ব্যবহারের নিন্দা গণসংহতির

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নারীদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহারের নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলেছে, তারা যেকোনো নাগরিকের প্রতি যেকোনো ধরনের সংঘবদ্ধ শারীরিক, মানসিক ও ভাষাগত নিপীড়নের বিরুদ্ধে।

মঙ্গলবার এক বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান এ কথা বলেন।

নারীর জীবনকে মর্যাদাপূর্ণ, মানবিক ও নিরাপদ করার জন্য নারীবিষয়ক সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন দুই নেতা। পাশাপাশি তাঁরা সুপারিশগুলো নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা এবং আরও যেসব প্রস্তাবনা এতে অন্তর্ভুক্ত করা দরকার, সে বিষয়েও সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

নারীর ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য সরকারকে সর্বোচ্চ ভূমিকা রাখার দাবি জানিয়ে গণসংহতি আন্দোলন বলেছে, সংস্কারের সব সিদ্ধান্ত যাতে প্রতিনিধিত্বমূলক হয় এবং দেশের সব মানুষ যাতে এই সংস্কারের আওতায় অন্তর্ভুক্ত হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। মব সৃষ্টির (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) মানসিকতা সব সময়ই অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পদ্ধতি বলেও মনে করে দলটি।

গণসংহতি আন্দোলন বলেছে, অন্তর্বর্তী সরকারের অন্যান্য কমিশন যেমন বাতিলের প্রশ্ন আসে না, তেমনি নারীবিষয়ক সংস্কার কমিশনও বাতিলের প্রসঙ্গ না এনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটিকে সবার জন্য প্রতিনিধিত্বমূলক করে তোলার ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত। অন্যান্য কমিশনের মতোই নারীবিষয়ক সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশই যেমন অত্যন্ত জরুরি, তেমনি বেশ কিছু সুপারিশের ক্ষেত্রে বিতর্ক ও প্রশ্ন উঠেছে, দ্বিমত এসেছে। দ্বিমত ও বিতর্কের জায়গা থাকাটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমেই সব অংশীদারের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে বহু অপ্রাতিষ্ঠানিক খাতে এই মুহূর্তে অসংখ্য নারী কর্মরত রয়েছেন। তাঁদের কর্মস্থলের নিরাপত্তা এবং কর্মজীবন ও অবসরকালীন জীবনের কোনো নিশ্চয়তার বিধান আজ পর্যন্ত করা সম্ভব হয়নি। একই কথা অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত পুরুষদের ক্ষেত্রেও খাটে। তবে সামাজিক ও আইনি সুরক্ষা বলয়ের বিবেচনায় নারীই সর্বক্ষেত্রে অধিকতর অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে।

জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতিকে পেছনে ফেলে আসার সুযোগ পাওয়া গেছে বলেও মনে করে গণসংহতি আন্দোলন। বিবৃতিতে দলটি বলেছে, বহুবার বহুভাবে এ দেশের মানুষকে বিভাজিত করে পরস্পরের প্রতি আক্রমণাত্মক ও হিংসাত্মক অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, যার পরিণতি হলো ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন। তাঁরা কোনোভাবেই এই ধরনের বিভাজনের পুনরাবৃত্তি দেখতে চান না।

যাঁরা সংঘবদ্ধভাবে নারীর প্রতি সহিংস ভাষা প্রয়োগ করছেন, তাঁরা যেন নতুন করে দেশের মানুষকে বিভাজিত না করেন, সেই আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। গণসংহতি আন্দোলন বলেছে, বরং গঠনমূলক আলোচনার পথ তৈরি করুন। নারীর প্রতি সহিংস ভাষা ও মনোভাব কখনোই ইনসাফ প্রতিষ্ঠা করবে না।

সম্পর্কিত নিবন্ধ