ঝালকাঠির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে দালালরা পালিয়ে যায়। দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র তল্লাশি করেন।

তারা আবেদনকারীদের প্রস্তুতকৃত ড্রাইভিং লাইসেন্স তিন দিনের মধ্যে ঘুষ ছাড়াই দেয়ার পরামর্শ দেন। অন্যথায় এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় দুদক। 

অভিযানকালে বিআরটিএ ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান অফিসে ছিলেন না। তিনি পিরোজপুরেরও দায়িত্বে থাকায়, সেখানে ছিলেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন:

চট্টগ্রামে সিনিয়র এসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে ‘সুইসাইড নোট’

কক্সবাজারে যুবলীগের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩

দুদক পিরোজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, অভিযান চালিয়ে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এগুলো সমাধান করার জন্য তিন দিনের সময় দেয়া হয়েছে। এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সঠিক সময়ে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় না বলে অভিযোগ ছিল। প্রস্তুতকৃত লাইসেন্স তিন দিনের মধ্যে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 
 

ঢাকা/অলোক/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য ন ব আরট এ

এছাড়াও পড়ুন:

মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদন অনুসারে, মানব উন্নয়ন সূচকে এবার ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম। এর আগের প্রতিবেদনে বাংলাদেশ ছিল ১৩১তম। 

মাথাপিছু আয়, শিক্ষা এবং জন্মের সময় প্রত্যাশিত গড় আয়– এই তিনটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে মূলত হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স বা মানব উন্নয়ন সূচক (এইচডিআই) গণনা করে থাকে ইউএনডিপি। এবারের তথ্য-উপাত্ত ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী তৈরি করা হয়েছে। এর আগে প্রতিবেদনটি ছিল ২০২২ সালের তথ্য-উপাত্তের ভিত্তিতে।

ইউএনডিপির এবারের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৭ বছর। গড় স্কুল শিক্ষা ৬ দশমিক ৮ বছর। ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর মানব উন্নয়ন সূচকের প্রবৃদ্ধি হয়েছে গড়ে ১ দশমিক ৬৭ শতাংশ। তবে প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে এখনও দরিদ্র ৪০ ভাগ মানুষের হাতে আছে মাত্র ২০ দশমিক ৪ শতাংশ আয়। ধনী ১০ ভাগ মানুষের কাছে আছে ২৭ দশমিক ৪ ভাগ আয়। সর্বোচ্চ ধনীদের ১ শতাংশের হাতে আছে ১৬ দশমিক ২ শতাংশ আয়।

প্রতিবেদনে থাকা দেশগুলোকে মানব উন্নয়নের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে– অতি উচ্চ, উচ্চ, মাঝারি ও নিম্ন পর্যায়ের মানব উন্নয়ন। মাঝারি মানব উন্নয়ন ক্যাটেগরিতে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতও এবার বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৩০তম অবস্থানে আছে। এর আগের প্রতিবেদনে ভারত ছিল ১৩৩তম স্থানে।
 

সম্পর্কিত নিবন্ধ