নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ১৫০ মণ ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। যার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। এ সময় ৩টি ট্রলার জব্দ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে হাতিয়া কোস্ট গার্ড স্টেশন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩টি ট্রলার তল্লাশি করে প্রায় ১ ৫০ মণ ইলিশ জব্দ করে। পরে জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয়। ট্রলার মালিককে জরিমানা ও মুচলেকা নিয়ে ৫৬ জেলেকে ছেড়ে দেওয়া হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিট নাগাদ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছিল এবং সমুদ্রে পড়ার আগে ৮০০ কিলোমিটার পর্যন্ত উড়েছিল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র লি সুং-জুন সনাক্ত করা ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে উৎক্ষেপণটি রপ্তানির উদ্দেশ্যে তৈরি ক্ষেপণাস্ত্রের কর্মক্ষমতা এবং উড়ানের স্থিতিশীলতা পরীক্ষা করার জন্য হতে পারে বলে জানানো হয়েছে।
জাপান সরকার জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সনাক্ত করেছে, যা অনিয়মিত গতিপথে উড়েছিল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং সব পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
ঢাকা/শাহেদ