যুদ্ধবিরতির জন্য নিরপেক্ষ স্থানে বসছে ভারত-পাকিস্তান: রুবিও
Published: 10th, May 2025 GMT
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেছেন, “একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তারা।”
এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে রুবিও বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শরিফের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কসুলভ মনোভাবের প্রশংসা করি, যারা শান্তির পথ বেছে নিয়েছেন।”
রুবিও আরো বলেন, তিনি ও জেডি ভ্যান্স (ভাইস প্রেসিডেন্ট) গত ৪৮ ঘণ্টা ভারত ও পাকিস্তানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে,এমন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফের সঙ্গেও আলোচনা করেছেন।
আরো পড়ুন:
যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করলো ভারত
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেনিনে সামরিক অভ্যুত্থান
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। শনিবার দেশটির সরকারি টেলিভিশনে একদল সেনা উপস্থিত হয়ে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে।
সামরিক কমিটি ফর রিফাউন্ডেশন নামে পরিচিত এই দলটি রবিবার রাষ্ট্রপতি এবং সব রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তাকে অপসারণের ঘোষণা দিয়েছে।
সেনারা জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল প্যাসকেল টিগ্রিকে সামরিক কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে।
১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর পশ্চিম আফ্রিকার এই দেশটি একাধিক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে। ১৯৯১ সাল থেকে, মার্কসবাদী-লেনিনবাদী ম্যাথিউ কেরেকোর দুই দশকের শাসনের পর দেশটি রাজনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে।
রাষ্ট্রপতি প্যাট্রিস ট্যালন ২০১৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের পর আগামী এপ্রিলে পদত্যাগ করার কথা ছিল।
ট্যালনের দলের মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী রোমাল্ড ওয়াদাগনি সবচেয়ে জনপ্রিয় ছিলেন। বিরোধী প্রার্থী রেনাউড আগবোডজোরের পর্যাপ্ত পৃষ্ঠপোষক না থাকার কারণে নির্বাচন কমিশন তাকে প্রত্যাখ্যান করে।
ঢাকা/শাহেদ