যুদ্ধবিরতির জন্য নিরপেক্ষ স্থানে বসছে ভারত-পাকিস্তান: রুবিও
Published: 10th, May 2025 GMT
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেছেন, “একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তারা।”
এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে রুবিও বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শরিফের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কসুলভ মনোভাবের প্রশংসা করি, যারা শান্তির পথ বেছে নিয়েছেন।”
রুবিও আরো বলেন, তিনি ও জেডি ভ্যান্স (ভাইস প্রেসিডেন্ট) গত ৪৮ ঘণ্টা ভারত ও পাকিস্তানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে,এমন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফের সঙ্গেও আলোচনা করেছেন।
আরো পড়ুন:
যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করলো ভারত
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আ.লীগের ‘শাটডাউন’ কর্মসূচি: টুঙ্গিপাড়ায় ৪৬ জনকে আসামি করে মামলা
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ‘শাটডাউন’ কর্মসূচি পালনের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৪৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
এ মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহাকে প্রধান আসামি করা হয়েছে। ২১ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ওসি জানিয়েছেন, গত ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলার কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঢাকা/বাদল/রফিক