যুদ্ধবিরতির জন্য নিরপেক্ষ স্থানে বসছে ভারত-পাকিস্তান: রুবিও
Published: 10th, May 2025 GMT
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেছেন, “একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তারা।”
এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে রুবিও বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শরিফের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কসুলভ মনোভাবের প্রশংসা করি, যারা শান্তির পথ বেছে নিয়েছেন।”
রুবিও আরো বলেন, তিনি ও জেডি ভ্যান্স (ভাইস প্রেসিডেন্ট) গত ৪৮ ঘণ্টা ভারত ও পাকিস্তানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে,এমন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফের সঙ্গেও আলোচনা করেছেন।
আরো পড়ুন:
যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করলো ভারত
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ দাবি করেন।
আরো পড়ুন:
খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় কি না, দেখার পর তারেকের ফেরার সিদ্ধান্ত
বরগুনায় বিএনপির ৪৬৬ ইউনিটের কমিটি বিলুপ্ত
সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে আমি নিজে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের মতো নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। বিভিন্ন রিপোর্ট আমাদের হাতে এসেছে—বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”
তিনি বলেন, “ইজ্জত ও মর্যাদার মালিক আল্লাহ। তিনি যাকে ইজ্জত দেন, তাকেই সম্মানিত রাখেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার মর্যাদা বৃদ্ধি করেন এবং দেশের উন্নতি, গণতন্ত্র ও মানুষের ঐক্যের স্বার্থে তাকে জীবিত রাখেন।”
পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সালাহউদ্দিন আহমেদ। পরে তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশের শান্তি, আইনশৃঙ্খলা, জাতীয় ঐক্য ও জনগণের কল্যাণ কামনা করেন।
ঢাকা/তারেকুর/মাসুদ