ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেছেন, “একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তারা।”

এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে রুবিও বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শরিফের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কসুলভ মনোভাবের প্রশংসা করি, যারা শান্তির পথ বেছে নিয়েছেন।”

রুবিও আরো বলেন, তিনি ও জেডি ভ্যান্স (ভাইস প্রেসিডেন্ট) গত ৪৮ ঘণ্টা ভারত ও পাকিস্তানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে,এমন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফের সঙ্গেও আলোচনা করেছেন।

আরো পড়ুন:

যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করলো ভারত

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যশোরে মধ্যরাতে যুবককে হত্যা

যশোরে তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছন থেকে তার মরদেহ উদ্ধার হয়। তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।

আরো পড়ুন:

কালীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

‘আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টা ৫৫ মিনিটের দিকে আনছার ক্যাম্পের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তানভীর। স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি ছুরি উদ্ধার করেছে। 

থানা সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচটি বোমা ও একটি চাকু উদ্ধার করে। এসময় নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটক দুই যুবকের ভাষ্যমতে, উদ্ধার হওয়া বোমাফগুলো তানভীরের ছিল। পুলিশ ধারণা করছে, পালিয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিলে সেখানে তানভীরকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকে অভিযান চলছে।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ