যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তুরস্কে অনুষ্ঠেয় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে তাঁর উচ্চাশা নেই। অগ্রগতি অর্জনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন।

গতকাল বৃহস্পতিবার তুরস্কে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর মার্কো রুবিও এসব কথা বলেন।

আজ শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় সকাল ১০টায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হতে যাচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল তুরস্কে বলেন, তিনি মনে করেন না যে ট্রাম্প-পুতিনের সরাসরি আলোচনায় না বসা পর্যন্ত এই বিষয়ে (রাশিয়া-ইউক্রেন শান্তি) উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ আলোচনার জন্য মস্কোর একটি ‘নিম্ন পর্যায়ের’ প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন জেলেনস্কি।

আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। তিনি জোর দিয়ে বলেছেন, ক্রেমলিনের এই প্রতিনিধিদলের ‘সব প্রয়োজনীয় দক্ষতা’ রয়েছে।

আরও পড়ুনবৈঠকে পুতিনকে চান জেলেনস্কি, কী বলছে রাশিয়া১৩ মে ২০২৫আরও পড়ুনপুতিন-জেলেনস্কি নন, বৈঠক দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে ৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গতকালের মন্তব্যের আগে মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ইঙ্গিত দেন, তিনি ও পুতিন ব্যক্তিগতভাবে বৈঠকে না বসা পর্যন্ত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা নেই।

কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে বিবিসির সাংবাদিক জানতে চেয়েছিলেন, তিনি রাশিয়ার প্রতিনিধিদলের স্তর নিয়ে হতাশ কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘দেখুন, কোনো কিছুই ঘটবে না, যতক্ষণ না আমি ও পুতিন একসঙ্গে বসি।’

আরও পড়ুনতুরস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতে রাজি জেলেনস্কি ১২ মে ২০২৫আরও পড়ুনইস্তাম্বুলে রাশিয়া–ইউক্রেনের আলোচনায় প্রতিনিধি তালিকায় নাম নেই পুতিনের১৪ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট রমন ত র ইউক র ন র র জন য ত রস ক

এছাড়াও পড়ুন:

ভিক্ষা না ছাড়ায় বাবাকে হত্যা, ছেলে আটক

কিশোরগঞ্জের ভৈরবে নিজ ঘর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের রিকশাচালক ছেলে আল আমিনকে (২৬) আটক করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী এ তথ্য জানান।

রবিবার (২২ জুন) রাত দেড়টার দিকে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় হত্যার শিকার হন হাফিজ উদ্দিন (৬৫) নামে ওই ব্যক্তি।

নিহত হাফিজ উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি ভৈরবপুর উত্তরপাড়ার জালাল মিয়ার বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। একসময় কাঠমিস্ত্রির কাজ করা হাফিজ উদ্দিন বার্ধক্যজনিক কারণে ভিক্ষা করতে শুরু করেন।

আরো পড়ুন:

জামিনে মুক্তি পেলেন বেরোবির শিক্ষক মাহমুদুল হক

নারায়ণগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে জোড়া খুন

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, রাত দেড়টার দিকে পাশের রুমের বাসিন্দারা চিৎকার শুনে গিয়ে দেখেন, নিহতের রুম ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায়, রুমের ভেতরে নিহত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে। পাশেই তার ছেলে বসে আছেন। 

ছেলে আল আমিনকে আটক করে থানায় আনার পর জিজ্ঞাসাবাদে করলে, তিনি তার বাবাকে হত্যার কথা স্বীকার করেন। ছেলে জানায়, তারা বাবা ভিক্ষা করে এটা তিনি মানতে পারছিলেন না। নিষেধ করলেও মানছিলেন না তিনি। এ কারণে গলাটিপে এবং খাটের সঙ্গে মাথা থেতলে বাবার মৃত্যু নিশ্চিত করেন আল আমিন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ