রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির জন্য ট্রাম্প-পুতিনের বৈঠক প্রয়োজন: রুবিও
Published: 16th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তুরস্কে অনুষ্ঠেয় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে তাঁর উচ্চাশা নেই। অগ্রগতি অর্জনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন।
গতকাল বৃহস্পতিবার তুরস্কে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর মার্কো রুবিও এসব কথা বলেন।
আজ শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় সকাল ১০টায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হতে যাচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল তুরস্কে বলেন, তিনি মনে করেন না যে ট্রাম্প-পুতিনের সরাসরি আলোচনায় না বসা পর্যন্ত এই বিষয়ে (রাশিয়া-ইউক্রেন শান্তি) উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ আলোচনার জন্য মস্কোর একটি ‘নিম্ন পর্যায়ের’ প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন জেলেনস্কি।
আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। তিনি জোর দিয়ে বলেছেন, ক্রেমলিনের এই প্রতিনিধিদলের ‘সব প্রয়োজনীয় দক্ষতা’ রয়েছে।
আরও পড়ুনবৈঠকে পুতিনকে চান জেলেনস্কি, কী বলছে রাশিয়া১৩ মে ২০২৫আরও পড়ুনপুতিন-জেলেনস্কি নন, বৈঠক দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে ৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গতকালের মন্তব্যের আগে মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ইঙ্গিত দেন, তিনি ও পুতিন ব্যক্তিগতভাবে বৈঠকে না বসা পর্যন্ত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা নেই।
কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে বিবিসির সাংবাদিক জানতে চেয়েছিলেন, তিনি রাশিয়ার প্রতিনিধিদলের স্তর নিয়ে হতাশ কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘দেখুন, কোনো কিছুই ঘটবে না, যতক্ষণ না আমি ও পুতিন একসঙ্গে বসি।’
আরও পড়ুনতুরস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতে রাজি জেলেনস্কি ১২ মে ২০২৫আরও পড়ুনইস্তাম্বুলে রাশিয়া–ইউক্রেনের আলোচনায় প্রতিনিধি তালিকায় নাম নেই পুতিনের১৪ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরর ষ ট রমন ত র ইউক র ন র র জন য ত রস ক
এছাড়াও পড়ুন:
চাকসু: ৩ পদ শূন্য রেখে বামপন্থিদের ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিভিন্ন বাম সংগঠনের সমন্বয়ে ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে তিনটি পদে প্রার্থী দেয়নি তারা।
‘বৈচিত্র্যের ঐক্য’ ব্যানারে এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ধ্রুব বড়ুয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জাকিরুল ইসলাম জসিম মনোনয়ন পেয়েছেন।
আরো পড়ুন:
এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় নেওয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ
দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৫টায় বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে এ প্যানেল ঘোষণা করেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা।
প্যানেলের অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লালৎলান সাং বম, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের দপ্তর সম্পাদক এমদাদ উল্লাহ সাকিব, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে কলতানের সভাপতি শামসুন্নাহার রুমী, দপ্তর সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, সহ-দপ্তর সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সজিব চন্দ্র দাস, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক নিত্যানন্দ কুমার, ক্যারিয়ার ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক মাহিদুল ইসলাম (ইবাদ), যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মোশরেফুল হক রাকিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে চবি জুম্ম শিক্ষার্থী পরিবারের আহ্বায়ক শর্ত খীসা, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি ধন রঞ্জন ত্রিপুরা, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নারী অঙ্গনের সংগঠক মোসা. সুমাইয়া, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সাধারণ সম্পাদক উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা, স্বাস্থ্য সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক রিশাদ আমীন বর্ণ এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মোহাম্মদ আকিব মনোনয়ন পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য সোমা চাকমা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী তিষ্য চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য ও প্রচার সম্পাদক শিউলি ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) সাংস্কৃতিক কমিটির সাধারণ সম্পাদক সিংয়ইপ্রু মারমা ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য অংক্যচিং মারমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে সম্পাদকীয় পদের মধ্যে সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি।
ঢাকা/মিজান/মেহেদী