সাত বছরের পথচলা পূর্ণ করল লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০১৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে ফ্যাশনপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। সাশ্রয়ী দামে গুণগত পোশাক বিক্রি করার লক্ষ্য নিয়ে ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে স্নোটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘সারা’ লাইফস্টাইল। আজ দেশজুড়ে ক্রেতাদের কাছে একটি জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য সারা আয়োজন করেছে পিকচার কনটেস্ট, বাই ওয়ান গেট ওয়ান অফার এবং কুইজ প্রতিযোগিতা।
পিকচার কনটেস্টে সারা’র ফেসবুক পেজে ব্র্যান্ডটির পোশাক পরে ছবি আপলোড করে যে কেউ অংশ নিতে পারবে এবং জিতে নিতে পারবে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া ন্যূনতম এক হাজার টাকার কেনাকাটায় নির্দিষ্ট একটি পণ্য দ্বিতীয়বার মাত্র সাত টাকায় কেনার সুযোগ থাকবে বাই ওয়ান গেট ওয়ান অফারে। কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েও গ্রাহকরা জিতে নিতে পারবেন দারুণ সব পুরস্কার।
এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্র্যান্ডটি রাজধানীর গুলশানের কদমতলী লেকের পাড়ে ৭০০ গাছ রোপণ করেছে। কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই উদ্যোগ প্রাণ-প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।
স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের পরিচালক শরিফুন রেবা বলেন, ‘সাত বছরের এই পথচলায় আমরা আমাদের গ্রাহক, অংশীদার ও টিমের কাছে ঋণী। সবার ভালোবাসা ও সমর্থন আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জুগিয়েছে। সামনে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬-এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক-এ-এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট। ধীরে ধীরে আউটলেট সারাদেশে সম্প্রসারণ করা হয়। সারার সর্বশেষ আউটলেট নারায়ণগঞ্জে। এছাড়াও খুব শীঘ্রই খুলনা শহরের শিববাড়ী মোড়ে সারা'র আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।
আউটলেটে কেনাকাটার পাশাপাশি দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে ভিজিট করুন সারা’র নিজস্ব ওয়েবসাইট- saralifestyle.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত
‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। ফলে বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তানজিনা রইসকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এনবিআর সূত্র জানায়, সন্তানের চিকিৎসা করাতে ছুটি নিয়ে থাইল্যান্ড যান তানজিনা। সেখান থেকে দেশে না ফিরে তিনি অস্ট্রেলিয়া যান এবং এখন পর্যন্ত ফিরে আসেননি। কর্মস্থলে অনুপস্থিত, ছুটি না নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিল এনবিআর।
সূত্র আরও জানায়, অস্ট্রেলিয়া পড়তে গিয়ে তানজিনা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য পিআর (পারমানেন্ট রেসিডেন্ট) পেয়েছেন। এর পর দেশে এসে একবার জিপি ফান্ডসহ অন্যান্য টাকা তুলে নিয়ে আবারও তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন।