Samakal:
2025-05-18@16:00:33 GMT

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Published: 18th, May 2025 GMT

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

সাত বছরের পথচলা পূর্ণ করল লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০১৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে ফ্যাশনপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। সাশ্রয়ী দামে গুণগত পোশাক বিক্রি করার লক্ষ্য নিয়ে ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে স্নোটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘সারা’ লাইফস্টাইল। আজ দেশজুড়ে ক্রেতাদের কাছে একটি জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য সারা আয়োজন করেছে পিকচার কনটেস্ট, বাই ওয়ান গেট ওয়ান অফার এবং কুইজ প্রতিযোগিতা। 

পিকচার কনটেস্টে সারা’র ফেসবুক পেজে ব্র্যান্ডটির পোশাক পরে ছবি আপলোড করে যে কেউ অংশ নিতে পারবে এবং জিতে নিতে পারবে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া ন্যূনতম এক হাজার টাকার কেনাকাটায় নির্দিষ্ট একটি পণ্য দ্বিতীয়বার মাত্র সাত টাকায় কেনার সুযোগ থাকবে বাই ওয়ান গেট ওয়ান অফারে। কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েও গ্রাহকরা জিতে নিতে পারবেন দারুণ সব পুরস্কার। 

এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্র্যান্ডটি রাজধানীর গুলশানের কদমতলী লেকের পাড়ে ৭০০ গাছ রোপণ করেছে। কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই উদ্যোগ প্রাণ-প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।

স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের পরিচালক শরিফুন রেবা বলেন, ‘সাত বছরের এই পথচলায় আমরা আমাদের গ্রাহক, অংশীদার ও টিমের কাছে ঋণী। সবার ভালোবাসা ও সমর্থন আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জুগিয়েছে। সামনে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬-এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক-এ-এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট। ধীরে ধীরে আউটলেট সারাদেশে সম্প্রসারণ করা হয়। সারার সর্বশেষ আউটলেট নারায়ণগঞ্জে। এছাড়াও খুব শীঘ্রই খুলনা শহরের শিববাড়ী মোড়ে সারা'র আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।

আউটলেটে কেনাকাটার পাশাপাশি দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে ভিজিট করুন সারা’র নিজস্ব ওয়েবসাইট- saralifestyle.

com। ফেসবুক পেজ facebook.com/saralifestyle.bd এবং ইনস্টাগ্রাম instagram.com/saralifestyle.bd। এছাড়াও সহজে কেনাকাটার জন্য সারা অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে- https://play.google.com/store/apps/details?id=com.saralifestyle। আর দেশের যেকোনো জায়গায় বসে কুরিয়ারের মাধ্যমে আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পেয়ে যান সহজে। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ য শন আউটল ট

এছাড়াও পড়ুন:

আইপিএলে চ্যাম্পিয়ন হলেই বিপদ, পরের মৌসুমে পুড়বে কপাল

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে তুমুল বৃষ্টি। তাতে ম্যাচ হয়ে গেল পণ্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল স্বস্তি। আইপিএলের প্লে-অফে খেলার আশা আরও উজ্জ্বল হলো দলটার। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য সেই বৃষ্টিই ছিল বিদায়ের ঘণ্টাধ্বনি। মাঠ ভেজা পড়ে রইল, শেষ হয়ে গেল কলকাতার আইপিএল ২০২৫ অভিযান।

এই মৌসুমে এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচ পরিত্যক্ত হলো কলকাতার। কলকাতার ছিটকে যাওয়ার পেছনে বড় ভূমিকা ছিল এই দুটি ম্যাচের। অথচ শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে গত বছর কলকাতা ছিল দুর্দান্ত। একেবারে একপেশে ফাইনালে তারা উড়িয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। আর এবার? এবার তারা সেই রাজসিংহাসন হারিয়ে লিগ পর্ব থেকেই বিদায়।

এই অভিজ্ঞতা অবশ্য কলকাতার এবারই প্রথম নয়। তৃতীয়বারের মতো তারা শিরোপা জেতার পরের বছর লিগ পর্ব থেকেই ছিটকে পড়ল। কলকাতা প্রথম শিরোপা জিতেছিল ২০১২ সালে, গৌতম গম্ভীরের নেতৃত্বে। কিন্তু পরের বছর তারা প্লে-অফেও উঠতে পারেনি। ২০১৪ সালে আবার চ্যাম্পিয়ন, ২০১৫-তে আবার একই পরিণতি। এই বছরও সেই ইতিহাসটা ফিরল।

পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। এর মধ্যে তিনবার শিরোপা জেতার পরের মৌসুমে (২০১৬, ২০১৮ ও ২০২১) তাদের বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকেই।

অবশ্য লজ্জার এই রেকর্ডে কলকাতা একাই নয়, তাদের আগেই এই অভিজ্ঞতা হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের। পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। এর মধ্যে তিনবার শিরোপা জেতার পরের মৌসুমে (২০১৬, ২০১৮ ও ২০২১) তাদের বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকেই। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়েরও এই অভিজ্ঞতা হয়েছে দুবার। তবে সবার আগে এই দুর্ভাগ্যের শিকার হয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা পরের আসরেই ছিটকে পড়েছিল লিগ পর্ব থেকে।

আগের মৌসুমে চ্যাম্পিয়ন, পরের মৌসুমে লিগ পর্ব থেকে বিদায়

সম্পর্কিত নিবন্ধ

  • কাকতালের জনপ্রিয় তিনটি গান
  • আইপিএলে চ্যাম্পিয়ন হলেই বিপদ, পরের মৌসুমে পুড়বে কপাল
  • নজরুলের জন্মোৎসবে- রঙ বাংলাদেশ 
  • আবার আড্ডা হবে জমবে শান্ত দুপুর
  • কে হবেন মম, মিম, বাঁধন, মেহজাবীনদের উত্তরসূরি
  • সুন্দরী বিচার করবেন জয়া-মেহজাবীন-রাফী
  • কর্মী থেকে নিজেই এখন শতাধিক রেস্তরাঁর মালিক শামীম, যেখানে কাজ করে দুই হাজারের বেশি মানুষ
  • ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন গ্রাহকরা
  • স্মরিব ‘কাল নিরবধি’