ভূমি আপিল বোর্ডে নিয়োগ, ৬ পদে ১৫ জনের সুযোগ
Published: 20th, May 2025 GMT
ভূমি আপিল বোর্ড রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬টি পদে মোট ১৫ জন নিয়োগের এ বিজ্ঞপ্তি ১৪ মে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার।
পদের নাম ও পদসংখ্যা১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ৪
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
মন্তব্য: বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
আরও পড়ুন৪৩তম বিসিএস: গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ প্রার্থী৩ ঘণ্টা আগে২.
সহকারী লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেটধারী হতে হবে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে হবে।
৩. ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
৪. ড্রাইভার (গাড়িচালক)
পদসংখ্যা: ৪
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ হালকা ও ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
৫. ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৮
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী; (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
গ্রেড: ১৮
বেতন স্কেল: টাকা-৮,২৫০-২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুনসরকারি ব্যাংকে নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, ৬০৮ পদের জন্য করুন আবেদন৯ ঘণ্টা আগে* আবেদনের বয়সসাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৫ তারিখে বয়স ১৮ (আঠারো) থেকে ৩২ (বত্রিশ) বছর। তবে সাধারণ/বিভাগীয়/কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নির্দেশনা অনুযায়ী বয়সসীমা প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
* আবেদন পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণে কয়েকটি শর্ত
ক. নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি–বিধান, কোটা পদ্ধতি এবং এ–সংক্রান্ত পরবর্তী কোনো সংশোধনী মানা হবে।
খ. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
গ. আবেদনকারী প্রার্থীকে তাঁর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
ঘ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
আরও পড়ুনকারা অধিদপ্তরে বড় নিয়োগ, ১৭৪ পদে চাকরির সুযোগ১৯ মে ২০২৫আবেদন ফি কতপরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ১১২/- (একশত বারো) টাকা (পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/-) দিতে হবে প্রার্থীকে। ৫ ও ৬ নম্বর পদের জন্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (পরীক্ষার ফি ৫০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/-) জমা দিতে হবে প্রার্থীকে। আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দেবেন আবেদনকারী প্রার্থীরা। তবে সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk–এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ কবে: আগামী ২৬ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।
আরও পড়ুনচীনের মফকম বৃত্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আইইএলটিএসে প্রয়োজন ৬৮ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র ফ র জন য
এছাড়াও পড়ুন:
এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ১ ও ২ জুন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন সব কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ছাত্রছাত্রীদের প্রবেশপত্র বিতরণের সময় ও তারিখ ঘোষণা করেছে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ কার্যক্রমের আদেশ জারি করেছেন।
দরকারি তথ্য১. ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর ‘প্রাধিকারপত্র’প্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
২. কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না।
৩. কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি/জেলা প্রশাসক/ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তাঁর কেন্দ্রাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন।
আরও পড়ুনচীনের মফকম বৃত্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আইইএলটিএসে প্রয়োজন ৬৫ ঘণ্টা আগে৪. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি/কম/বেশি হলে সংশোধন করে নেওয়ার জন্য অবশ্যই আগামী ১৫ থেকে ২২ জুন ২০২৫ তারিখের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক)-এর কাছ থেকে নির্ধারিত ছক অনুযায়ী (ছক বোর্ডের ওয়েবসাইটে রয়েছে) আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। পরীক্ষায় কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা দায়ী থাকবেন।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: মানবিক শাখা—মডেল টেস্ট-২০৪ মে ২০২৫বিভিন্ন জেলার প্রবেশপত্র বিতরণের তারিখ১. জেলার নাম: টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলা—প্রবেশপত্র বিতরণের তারিখ ও সময়: ১ জুন ২০২৫ (রোববার), সকাল ১০টা ৩০ মিনিট।
২. জেলার নাম: ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা—প্রবেশপত্র বিতরণের তারিখ ও সময়: ২ জুন ২০২৫ (সোমবার), সকাল ১০টা ৩০ মিনিট।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.dhakaeducationboard.gov.bd
আরও পড়ুনএসএসসি–এইচএসসির বোর্ডসেরাদের ১০ ও ২৫ হাজার টাকা দেবে সরকার, যেভাবে আবেদন ১৯ মে ২০২৫