রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা। এরপর তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
২৭ মাস ধরে বাসায় আটকে ধর্ষণের অভিযোগ নোবেলের বিরুদ্ধে, ৯৯৯ নম্বরে কল পেয়ে নারীকে উদ্ধার: পুলিশকণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে স্ত্রী জোহরা গাজীর বই
প্রখ্যাত কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী একসময় চলচ্চিত্র প্রযোজক ছিলেন। উপস্থাপনাও করেছেন। গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকালের পর জোহরা গাজী তাকে নিয়ে প্রকাশ করেছিলেন বই ‘আগুনের সাথে বসবাস’। এবার মাজহারুল আনোয়ারের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবন ও কর্ম নিয়ে প্রকাশ করেছেন ওই বইয়ের দ্বিতীয় খন্ড।
গত ২০ রাতে রাজধানীর তেজগাঁওতে একটি কফিশপে ‘আগুনের সাথে বসবাস ২’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে চিত্রনায়ক নাঈম,বাপ্পারাজ,সম্রাট,কন্ঠশিল্পী আঁখি আলমগীর,হুমায়রা বশীর,সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এটি বের হয়েছে প্রকাশনা সংস্থা ‘জার্নিম্যান’ থেকে।
বইটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী,সন্তান সরফরাজ আনোয়ার উপল,দিঠি আনোয়ার। বইটি প্রসঙ্গে জোহরা গাজী বলেন, ‘আগুেনর সাথে বইটি গাজী মাজহারুল আনোয়ারের ব্যক্তি জীবন ও কর্ম জীবন নিয়ে লেখা। পাঠক এতে অজানা কিছু জানতে পারবেন। বইটি পাঠকের মনে দাগ কাটবে বলে আশা করছি।
দিঠি আনোয়ার বলেন,‘ আব্বু এবং আম্মুর দাম্পত্য জীবন নিয়ে আম্মুর লেখা আগুনের সাথে বসবাস বইটি অনেকের পাঠকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই বারবার জিজ্ঞেস করেছিলেন যে দ্বিতীয় খ-টি কবে আসবে। তাদের জন্যই দ্বিতীয় খন্ড প্রকাশ করা হলো। এই বইটি মূলত পারিবারিক উদ্যোগ নিয়ে প্রকাশ করেছি। এ কাজে সহযোগিতা করেছেন কন্ঠশিল্পী মোমিন বিশ্বাস। আশা করছি, প্রথম খন্ডের মতো দ্বিতীয় খন্ডটিও সাড়া ফেলবে।’