Samakal:
2025-05-21@12:50:23 GMT

‘এভাবে কোনো শহর চলতে পারে না’

Published: 21st, May 2025 GMT

‘এভাবে কোনো শহর চলতে পারে না’

রাজধানীর রাজপথ অবরোধ করে বিভিন্ন দল ও সংগঠনের দাবি আদায়ের আন্দোলন থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবিতে রাজপথ দখল করে বিক্ষোভ হচ্ছে। ফলে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে নাজুক পরিস্থিতি তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে গলদঘর্ম হতে হচ্ছে নানা কাজে বাইরে বের হওয়া মানুষকে। বিশেষ করে অফিসগামী ও অফিস ফেরত মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, রোগী, নারী ও শিশুরা বেশি ভোগান্তি পোহাচ্ছেন। ক্ষুব্ধ মানুষ বলছেন, প্রতিদিনই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে একটা না একটা আন্দোলন লেগে আছে। এভাবে কোনো শহর চলতে পারে না। পুলিশও বলছে, রাজধানীতে যান চলাচল ঠিক রাখতে তাদের হিমশিম খেতে হচ্ছে। 

গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ছিল আন্দোলনকারীদের দখলে। ফলে তীব্র যানজট ছিল রাজধানীর বেশির ভাগ এলাকায়। এর মধ্যে টানা বৃষ্টি ভোগান্তির মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে ভিজেই অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

সড়কে যানজটের কারণে মেট্রোরেলে ছিল যাত্রীদের বাড়তি চাপ। কিন্তু ভিড়ের কারণে অনেকে প্রথম দফায় ট্রেনে উঠতে ব্যর্থ হন।

গুলিস্তান থেকে বঙ্গবাজার অবরোধ
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ আয়োজনের দাবিতে টানা ছয়দিন ধরে চলছে নগরভবন অবরোধ। গতকালও ইশরাক অনুসারীরা সকাল ১০টায় গোলাপশাহ মাজার থেকে বঙ্গবাজার মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন। এ সময় কাকরাইল থেকে গুলিস্তান হয়ে পুরান ঢাকার সর্বত্র যানজট ভয়াবহ আকার ধারণ করে। ১০ মিনিটের পথ চলতে লেগে যায় কয়েক ঘণ্টা। নারী ও শিশুদের দুর্ভোগ ছিল সীমাহীন।

সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, বাংলামোটর, মৎস্য ভবনসহ আশপাশের সব এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। শাহবাগ দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর মধ্যে বৃষ্টি শুরু হলে পথ চলতি মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।

কাকরাইল মোড়ে পোশাক শ্রমিকদের অবস্থান
দুপুর ৩টার দিকে পল্টনের শ্রম ভবন থেকে মিছিল নিয়ে কয়েকশ পোশাকশ্রমিক ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করে। কিন্তু কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। শ্রমিকরা পরে রাস্তাতেই বসে পড়েন। বৃষ্টির মধ্যেই তারা নানা স্লোগান দিয়ে বকেয়া ১৪ মাসের বেতন আদায়ের আন্দোলন চালিয়ে যান। বিক্ষোভরতরা জানান, তারা গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজ করেন। তাদের ১৪ মাস ধরে বেতন ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে।

শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে কাকরাইলে অবস্থান নেন বামপন্থি কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ফলে আশপাশের সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। অলিগলিতেও ভয়াবহ অবস্থা ধারণ করে। সেগুনবাগিচা, কাকরাইল, নয়াপল্টন, মালিবাগ, মগবাজার ও আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল হান্নান খান বলেন, শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। অনেক কৌশল করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

গুলশানে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গণঅধিকার পরিষদের উদ্যোগে ডিএনসিসি নগরভবনের সামনে বিক্ষোভ হয়েছে। ফলে গুলশান ২ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করে।

বাবুবাজারের বাসিন্দা আরিফ হোসেন বলেন, একটা প্রয়োজনে কুড়িল যাওয়ার প্রয়োজন ছিল। সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। এক ঘণ্টায় গুলিস্তান পর্যন্ত পৌঁছান। এর পর আর যেন গাড়ি আগায় না। এক পর্যায়ে বাসায় ফিরে যেতে বাধ্য হন।

ভোগান্তি ছিল অফিস শেষে ঘরমুখো মানুষেরও। মতিঝিলের অফিস থেকে বের হয়ে মহাখালী যাওয়ার একটি বাসে ওঠেন মুক্তার হোসেন। তিনি জানান, মহাখালীর ওয়্যারলেস গেট পর্যন্ত পৌঁছতে তাঁর সময় লেগেছে দুই ঘণ্টা। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রতিদিনই একটা না একটা আন্দোলন লেগেই আছে। এভাবে কোনো শহর চলতে পারে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল য নজট অবর ধ ব ক ষ ভ সম ব শ অবস থ ন আশপ শ র এল ক য় অবর ধ য নজট

এছাড়াও পড়ুন:

দুদকে দুই ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও ও এনসিপি নেতাকে

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শতকোটি টাকার তদবির–বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

গতকাল মঙ্গলবার তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের হাজির হওয়ার নির্ধারিত তারিখ থাকলেও তাঁরা হাজির হননি। আর গাজী সালাউদ্দিন তানভীরের আজই হাজির হওয়ার তারিখ নির্ধারিত ছিল।

তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে চিকিৎসক বদলি, টেন্ডার ও প্রশাসনিক তদবিরের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ আছে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমে কথা বলেননি তুহিন ফারাবী। তবে মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। আমি পদত্যাগ করছি উপদেষ্টার পিও পদ থেকেও।’

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগের ভিত্তিতে পাওয়া তথ্য-উপাত্ত ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দুদকের কর্মকর্তারা জানান, সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবিতে কাগজ সরবরাহে মোটা অঙ্কের কমিশন নেওয়া, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে জেলা প্রশাসক নিয়োগসহ একাধিক তদবিরের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সালাউদ্দিন তানভীর সাংবাদিকদের বলেন, ‘আমি নির্দোষ। অভিযোগ প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত।’

এদিকে স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

সম্পর্কিত নিবন্ধ