দুটি প্যাকেজের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করল স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। সরকারের প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের দ্রুততম স্টারলিংক চালু হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে যাওয়ায় বাড়বে ক্ষুদ্র উদ্যোক্তা। তবে ব্যবসা হারানোর শঙ্কা প্রকাশ করেছেন দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্থানীয় উদ্যোক্তারা।

গতকাল মঙ্গলবার স্টারলিংক তাদের এক্স হ্যান্ডেলে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর কথা জানায়। পরে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে জানান, শুরুতে দুটি প্যাকেজ দিয়ে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হলো।
স্টারলিংকের আগ্রহে ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসার বিষয়ে আলোচনা শুরু করে। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বিশেষ উদ্যোগে দ্রুত লাইসেন্সের মাধ্যমে স্টারলিংককে ব্যবসার সুযোগ করে দিয়েছে। সরকার গত ২৯ মার্চ স্টারলিংককে বিনিয়োগের নিবন্ধন দেয়। আর ২৯ এপ্রিল বিটিআরসি ১০ বছরের জন্য লাইসেন্স দেয়।

জানা যায়, তিন মাস পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম চালাবে স্টারলিংক। মাসিক দুটি প্যাকেজের মধ্যে রেসিডেন্সে ৬ হাজার এবং রেসিডেন্স লাইটে খরচ পড়বে ৪ হাজার ২০০ টাকা। তবে সেবা পেতে যন্ত্রপাতি স্থাপনে লাগবে ৪৭ হাজার টাকা। যদিও স্টারলিংকের ওয়েবসাইটে ঢাকার ঠিকানায় যন্ত্রাংশের অর্ডারে খরচ দেখাচ্ছে ৪৯ হাজার ৮০০ টাকা। অতিরিক্ত ২ হাজার ৮০০ টাকা শিপিং ও হ্যান্ডেলিং চার্জ।

নাম প্রকাশ না করার শর্তে টেলিযোগাযোগ খাতের দু’জন উদ্যোক্তা ও এক বিশ্লেষক সমকালকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার অংশ হিসেবে ইলন মাস্কের প্রতিষ্ঠানকে বাংলাদেশে ব্যবসার সুযোগ করে দিয়েছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে স্টারলিংকের সেবা ঘিরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

সরকার কেন স্টারলিংক নিয়ে তড়িঘড়ি করছে– প্রশ্নে ফয়েজ আহমদ বলেন, তিন বছর ধরে স্টারলিংক বাংলাদেশে আসার আগ্রহ দেখাচ্ছিল। ২০২৩ সালের জুলাইয়ে এর প্রযুক্তি পরীক্ষা হয়েছিল। গত জুলাইয়ে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের কারণে বিনিয়োগ ক্ষতি হয়। তাই উচ্চ গতি ও মানের একটি টেকসই বিকল্প সরকার খুঁজছিল। সেখান থেকে স্টারলিংক এসেছে। এটি তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নয়। সরকার বিশ্বকে দেখাতে চেয়েছে, বাংলাদেশ বিনিয়োগবান্ধব এবং স্টারলিংক এলে অন্যরাও আসবে। ইতোমধ্যে অ্যামাজনের ‘কুইপার’, কানাডার ‘টেলিস্যাট’, যুক্তরাজ্যের ‘ওয়ানওয়েব’সহ কয়েকটি প্রতিষ্ঠান ব্যবসার আগ্রহ দেখিয়েছে।

তিনি জানান, বাংলাদেশে মাত্র ৩০ শতাংশ মোবাইল টাওয়ারে ফাইবার সংযোগ আছে। বাকিগুলোর সংযোগ লো-ক্যাপাসিটি মাইক্রোওয়েভের মাধ্যমে, যা গ্রাহকের জন্য দুর্বল গতির ইন্টারনেট তৈরি করে। কিন্তু মাত্র একটি স্টারলিংক যন্ত্র দিয়ে কোনো এলাকার ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত উচ্চগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে।

সূত্র জানায়, স্টারলিংক বাংলাদেশে সেবা দিতে ফাইবার অ্যাট হোমের অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে। একাধিক আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সঙ্গেও তাদের চুক্তি করতে হবে।

বাসাবাড়ির গ্রাহকদের বিশ্বের অন্যান্য দেশের মতো স্টারলিংকের ওয়েবসাইট থেকে প্যাকেজ কিনতে হবে। তবে করপোরেট গ্রাহকসহ অন্যান্য আনুষঙ্গিক খুচরা সেবা পরিচালনার ক্ষেত্রে ছয়-সাত কোম্পানিকে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে স্টারলিংক। এর মধ্যে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর– গ্রামীণ, রবি ও বাংলালিংকের সঙ্গে তারা প্রাথমিক আলোচনা করেছে বলে জানা গেছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে সাশ্রয়ী

প্যাকেজ মূল্য নিয়ে প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে স্টারলিংকের দাম কম। প্রস্তাবিত মূল্য ছিল ৭ হাজার টাকার বেশি; আমরা কিছুটা কমাতে সক্ষম হয়েছি। দাম পরে বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে; সরকার নিয়ন্ত্রণ করবে না।
স্টারলিংককে উদ্যোক্তাবান্ধব উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই, ক্ষুদ্র উদ্যোক্তারা যেন সহজে স্টারলিংক নিয়ে ব্যবসা করতে পারেন। এ ইন্টারনেট শেয়ার এবং সেবাও বিক্রি করা যাবে– এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আমরা চেষ্টা করব, আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন স্টারলিংক উদ্যোক্তাদের অর্থের সংস্থান করে। এতে ‘ওয়াইফাই লেডি’ হিসেবে নতুন একটি উদ্যোক্তার ধারা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন ফয়েজ আহমদ।

স্টারলিংক ব্যবহারে জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, ‘স্টারলিংকের স্থানীয় গেটওয়ে ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যন্ত্রপাতি আমদানিতে রেট, মূল্য সংযোজন কর ও শুল্ক প্রযোজ্য হবে। বিটিআরসি থেকে অনুমোদন নিতে হবে। ফলে কোনোভাবেই জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না।’

যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব

বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রমে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব পড়বে কিনা– প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, ‘বাংলাদেশ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায়। দেশে বহু প্রকল্প চীনা অর্থায়নে চলছে; মোবাইল অপারেটরের অনেক প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানও তাদের। আমরা চাই, চীন-আমেরিকা উভয়ের কোম্পানি এখানে স্বাধীনভাবে ব্যবসা করুক। আমরা সবাইকে সমান সুবিধা দিচ্ছি।’

দেশি উদ্যোক্তারা উদ্বিগ্ন

স্টারলিংক বাংলাদেশে ব্যবসা শুরু করায় দেশি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম সমকালকে বলেন, ‘আমাদের মূল গ্রাহক করপোরেট প্রতিষ্ঠান। বাসাবাড়িতে ইন্টারনেট সেবা অনেকটাই ভর্তুকিমূলক। স্টারলিংক আসায় আমরা করপোরেট গ্রাহক হারানোর শঙ্কায় রয়েছি। ব্যবসা টিকিয়ে রাখতে আমরা সরকারের কাছে প্রযুক্তিগত এবং কর-সংক্রান্ত সহযোগিতা চাইব। বিষয়টি নিয়ে শিগগির আমরা বিটিআরসি, এনবিআরসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস র ব যবহ র গ র হক সরক র

এছাড়াও পড়ুন:

মাদ্রাসায় তালা দিয়ে জামায়াত প্রার্থীর পথসভায় শিক্ষকরা

সুনামগঞ্জের তাহিরপুরে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে মাদ্রাসা তালাবদ্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থীদের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পথসভায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে সীমান্তবর্তী কলাগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এমন ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়। 
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা ও গণসংযোগ ছিল। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান। তিনি জামায়াতের জেলা আমিরও। এই সভা সফল করার লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে জামায়াতের কর্মী-সমর্থকরা আসেন। বেলা ১১টার দিকে কলাগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নানের নেতৃত্বে কর্মী-সমর্থকরা সমাবেশস্থলে আসেন। 
অভিযোগ উঠেছে, মাদ্রাসার চলমান অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ করে, মাদ্রাসা তালাবদ্ধ রেখে সব শিক্ষক-শিক্ষার্থী বাদাঘাট বাজারের জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকার শিক্ষার্থী, অভিভাবকদের কেউ কেউ প্রতিবাদ জানান। ওইদিন মাদ্রাসার সপ্তম শ্রেণির বাংলা, অষ্টম শ্রেণির বিজ্ঞান এবং দশম শ্রেণির আরবি পরীক্ষা নেওয়ার কথা ছিল বলে দাবি করেন প্রতিবাদকারীরা।
কলাগাঁও গ্রামের আজহার ইসলাম বলেন, বৃহস্পতিবার মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা ছিল। মাদ্রাসার সুপার শিক্ষার্থীদের চলমান পরীক্ষা না নিয়ে নির্বাচনী পথসভায় অংশ নেন। এ সময় মাদ্রাসার দরজা তালাবদ্ধ রেখে যান তিনি। পরে কয়েকজন পরীক্ষার্থী তাদের বিষয়টি জানালে, গ্রামবাসীসহ স্থানীয় নেতাকর্মীরা মাদ্রাসায় গিয়ে এর সত্যতা পান।
জঙ্গলবাড়ীর মোর্শেদ আলম সাদ্দাম বলেন, এই মাদ্রাসার একজন শিক্ষক জামায়াতের স্থানীয় আমির। তিনি হয়তোবা তাঁর দলের কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গেছেন। 
মাদ্রাসার সুপার আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার মাদ্রাসায় কোনো বিষয়ে পরীক্ষা ছিল না। মাদ্রাসা বন্ধ ছিল কিনা, এই প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান তিনি। 
এ বিষয়ে জেলা জামায়াতের জেলা আমির ও সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী তোফায়েল আহমদ খান বললেন, বিষয়টি তাঁর জানা নেই। বাদাঘাটের সমাবেশে বিভিন্ন এলাকা থেকে দলের হাজারো কর্মী-সমর্থক, সুধী ও শুভাকাঙ্ক্ষী এসেছেন। তারা নিজ নিজ উদ্যোগে সমাবেশে যোগ দিয়েছেন। কে কীভাবে এসেছেন বিষয়টি জানেন না তিনি।  
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বললেন, মাদ্রাসা বোর্ড আলাদা। বিষয়টি দেখভাল করে মাদ্রাসার ম্যানেজিং কমিটি। এখানে তাদের কিছুই বলার থাকে না।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ আবুল হাসেম বললেন, খোঁজ নিয়ে যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নপ্রত্যাশী সাতজন। তারা আলাদা সভা সমাবেশ ও শোডাউন করছেন। অপরদিকে জামায়াতে ইসলামীর জেলা আমিরকে এ আসনে তাঁর সংগঠন ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। তিনি দলের একক প্রার্থী হিসেবে এলাকা চষে বেড়াচ্ছেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • সালাহউদ্দিন আহমদকে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন
  • যারা পিআর পদ্ধতির কথা বলে, তাদের ভোট নেই: সালাহউদ্দিন আহমদ
  • সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে চরের দল: সালাহউদ্দিন আহমদ
  • দেশে এখন রাজনৈতিক দলের অভাব নেই: সালাহউদ্দিন আহমদ
  • মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি, সড়কে ভোগান্তি
  • মাদ্রাসায় তালা দিয়ে জামায়াত প্রার্থীর পথসভায় শিক্ষকরা
  • দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিতের দাবি
  • জুলাই গণ-অভ্যুত্থান ছিল অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ
  • উচ্চ ও নিম্ন আদালতকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিচারের দাবিতে বিএনপির ঝাড়ুমিছিল