আইপিএলের মঞ্চে প্রতিটি ম্যাচ যে শুধুই ট্রফি জয়ের লড়াই নয়, তার প্রমাণ হয়ে রইল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার শেষ লিগ ম্যাচটি। তাদের প্লে-অফের স্বপ্ন অনেক আগেই ফিকে হলেও মর্যাদা ও ভবিষ্যতের প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি দুই দলই। আর সেই মঞ্চেই নিজের জাত চিনিয়ে গেল একঝাঁক তরুণ ক্রিকেটার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবারের এই ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠে হলেও, মাঠ ও কন্ডিশন দুটোই ছিল নিরপেক্ষ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। সেটা অবশ্য পরে দারুণভাবে কাজে লেগে যায়। শুরুতেই পেসার যুধবীর সিংয়ের দুর্দান্ত স্পেলে ধাক্কা খায় চেন্নাই। ডেভন কনওয়ে ও উর্বিল প্যাটেলকে দ্রুত ফিরিয়ে দেন তিনি।

তবে সেখানে এক নতুন নাম তুলে নেয় দর্শকদের নজর—তরুণ ওপেনার আয়ুষ মাহাত্রে। মাত্র ২০ বলে ৪৩ রানের ইনিংসে ছিল ঝড়ের গতি ও ভবিষ্যতের প্রতিশ্রুতি। এরপর নেমে এল চমক। ব্যাট হাতে নামেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। যদিও তার ইনিংস বেশি দূর এগোয়নি। শেষদিকে জ্বলে ওঠেন দক্ষিণ আফ্রিকার উদীয়মান তারকা ডিওয়াল্ড ব্রেভিস। মাত্র ২৫ বলে করেন ৪২ রান। তাতে চেন্নাই ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে। যদিও শুরুতে তারা ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে অনেকটাই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল।

আরো পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর-শাহিন-রিজওয়ান

ক্রিকেটের গোড়াতেই সমস্যা!

রান তাড়া করতে নামা রাজস্থান শুরু থেকেই ছিল গোছালো। ওপেনার বৈভব সূর্যবংশী আগের ম্যাচে যেভাবে ঝড় তুলেছিলেন, এবার ঠিক ততটাই সংযত। সময় নিয়ে খেলেন, গড়েন ইনিংস। পরিণত মানসিকতায় খেলা ৩৩ বলে ৫৭ রানের ইনিংসটি স্পষ্ট ইঙ্গিত দেয়, তিনি ভবিষ্যতে দলের মূল স্তম্ভ হয়ে উঠতে পারেন। তাকে যোগ্য সঙ্গ দেন যশস্বী (১৯ বলে ৩৬), সঞ্জু (৩১ বলে ৪১) এবং ধ্রুব জুরেল (১২ বলে ৩১*)। তাতে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭ বল হাতে রেখেই রাজস্থান পৌঁছে যায় জয়ের বন্দরে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। আজ শনিবার মার্কিন সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপের ২৭ দেশের জোট ইইউ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। জোটের নেতারা সম্প্রতি আশা প্রকাশ করে বলেছিলেন, ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পরবেন। এরই মধ্যে ইইউর ওপর চড়া শুল্ক আরোপ করলেন ট্রাম্প। বাণিজ্যিক অংশীদারেরা পাল্টা পদক্ষেপ নিলে তাদের ওপর শুল্কের হার আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের ওপরও নতুন শুল্ক আরোপ করবে বলে গত কয়েক দিনে জানিয়েছেন ট্রাম্প। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ছোট ছোট বাণিজ্য অংশীদার আরও বেশ কয়েকটি দেশকে নতুন শুল্কহার উল্লেখ করে চিঠি দিয়েছে তাঁর প্রশাসন। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।

শুল্কের বিষয়ে গতকাল শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দীর্ঘ সময় ছিল। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে যে ইইউর শুল্ক নীতি এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে সৃষ্টি হওয়া দীর্ঘমেয়াদি বাণিজ্যঘাটতি থেকে ওয়াশিংটনকে সরে আসতে হবে।

গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় ইইউর ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে বাণিজ্য নিয়ে আলোচনার সুযোগ দিয়ে বিভিন্ন দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময়সীমা ৯ জুলাই শেষ হয়েছে।

এই সময়ের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন ইইউর নেতারা। তবে ৯ জুলাই পেরিয়ে গেলেও আলোচনায় তেমন কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প।

আরও পড়ুনকানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প১১ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২৩৫ বিলিয়ন ডলারের বেশি। এই বাণিজ্যঘাটতি কমাতেই মূলত পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। নতুন শুল্কহার নিয়ে চিঠি পাওয়ার পর ইউরোপীয় কমিশনের প্রধান বলেছেন, ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছেন তাঁরা। আর শুল্ক আরোপের পর মেক্সিকো বলেছে, ‘এটি অন্যায্য।’

আরও পড়ুনব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ১০ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ