পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের উপকণ্ঠে রাঙ্গাপানি সেতুসংলগ্ন তালতলী-মরাতল্লী এলাকার একটি সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের কাছে হয়ে উঠেছে আকর্ষণের জায়গা। সড়কের দুই পাশে সবুজ বাগানে ফুটেছে সারি সারি জারুল ফুল। রঙিন হয়ে উঠেছে পুরো এলাকা। ফুলের সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউবা ভিডিও কলে প্রিয়জনকে দেখাচ্ছেন দৃশ্যটি।

দেবীগঞ্জ-টেপ্রীগঞ্জ সড়কের তালতলী-মরাতল্লী এলাকার এই বাগানকে স্থানীয়ভাবে ‘খয়েরবাগান’ বলা হয়। বন বিভাগের আওতায় থাকা প্রায় ২৫ একর জায়গাজুড়ে একসময় খয়েরগাছে ভরা ছিল এলাকা। এখন সেখানে জারুলসহ নানা গাছের সমারোহ।

সম্প্রতি স্থানীয় কিছু কনটেন্ট নির্মাতা এই এলাকার জারুল ফুলে ঘেরা সড়ক এবং প্রকৃতির দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এর পর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ আসছেন এই ফুল দেখতে ও ছবি তুলতে।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের উপকণ্ঠে রাঙ্গাপানি সেতুসংলগ্ন তালতলী-মরাতল্লী এলাকার খয়ের বাগানে জারুল ফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। গত সোমবার বিকেলে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক র

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলির ঘটনায় কে এই ফয়সাল করিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গতকাল পুরানা পল্টনে গুলি করা হয়েছে। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তাঁর পুরো নাম ফয়সাল করিম দাউদ খান।

সম্পর্কিত নিবন্ধ