আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ–সংক্রান্ত এক নির্দশনায় এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের (কাস্টম ও নীতি) সই করা এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন করা হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। তবে ঈদের ছুটির মধ্যেও কাস্টম হাউসগুলো সীমিত পরিসরে খোলা থাকছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক স টম

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত 

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৬ষ্ঠ পর্যায়) এর উদ্যোগে মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ মে) বিকেল তিনটায় শহরের আমলাপাড়া শ্রী শ্রী বালা জিউর বিগ্ৰহ মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়ে মাতৃ পূজায় অর্ধশতাধিক শিশু ও তা মাকে নিয়ে অংশগ্রহণ করেন এবং মাতৃ পূজা করেন। পূজা শেষে শিশুরা তাদের মাকে উৎসর্গ করে মায়ের প্রশংসা করে নানা ধরনের বক্তব্যে উপস্থাপন ধরেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সহকারী প্রকল্প পরিচালক শ্রী শ্যামল কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি ফিল্ড সুপারভাইজার মো. ইমরান হোসেন, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল, শ্রী শ্রী বালা জিউর বিগ্ৰহ মন্দির সভাপতি শ্রী বিপ্লব কুমার সাহা, সদস্য শ্রী বিশ্বনাথ কর্মকার, নারায়ণগঞ্জ জেলা শারদাঞ্জলি ফোরামের সভাপতি শ্রী আশিষ কুমার দাস, সহ-সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক উৎপল সাহা, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কার্তিক সূত্রধর, শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, জয়ন্ত কুমার সাহা পিংকু, ভুবন বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুজন কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবক অভিজিৎ কর্মকার, গীতা শিক্ষক সঞ্জিত দাস, স্কুল শিক্ষিকা সুস্মিতা সরকার, শ্যামলী রানী দাস, লক্ষী চক্রবর্তী, নুপুর দাস। 

সার্বিক তত্ত্বাবধানে আমলাপাড়া শ্রী শ্রী বালা জিউর বিগ্রহ মন্দিরের গীতা শিক্ষিকা মমতা কর্মকার। সঞ্চালনায় শ্রাবন্তী কর্মকার ও হৃদীতা সাহা মেঘলা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদুল আজহা উপলক্ষে কাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি
  • টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জবি
  • ঈদুল আজহা উপলক্ষে ২২ দিন ছুটি পাচ্ছেন জগন্নাথের শিক্ষার্থীরা
  • ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে
  • জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি বিএনপির
  • ঢাকায় ইব্রাহিম রায়িসির শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
  • সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে: ফখরুল
  • ঈদে ভিশন নিয়ে এলো নতুন মডেলের ফ্রিজার
  • আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত