গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে অনবরত ভেসে আসছিল শিশুর কান্না। কৌতূহল নিয়ে এগিয়ে যান এক প্রতিবেশী। দেখেন, ঘরের দরজা খোলা। বিছানার একপাশে আট মাস বয়সী শিশুটি থেকে থেকে কাঁপছে আর কান্না করছে। পাশেই পড়ে আছে তার মায়ের মরদেহ।

আজ বুধবার সকালে পৌনে আটটার দিকে শ্রীপুরের আবদার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আকলিমা আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী ও একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। ঘটনার পর থেকেই পলাতক আছেন তাঁর স্বামী।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে স্বামী ও আট মাসের কন্যাশিশুটিকে নিয়ে ভাড়ায় থাকতেন আকলিমা। ওই গৃহবধূ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সকাল থেকে তাঁর স্বামী আদনানের খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনা প্রসঙ্গে প্রতিবেশীরা জানিয়েছেন, আজ সকালে নুরুন্নাহার নামের এক ভাড়াটে কাজ থেকে সকালে বাসায় ফেরেন। পাশের কক্ষ থেকে তিনি বারবার শিশুর কান্না শুনতে পান। কৌতূহলবশত এগিয়ে গিয়ে দেখতে পান, ঘরটির দরজা খোলা। ধাক্কা দিতেই ভেতরে দেখেন, বিছানার ওপর শুয়ে শিশুটি ভয়ে কাঁপছে। পাশেই নিথর পড়ে আছে তার মা আকলিমার মরদেহ। এ সময় আকলিমার নাকের কাছে কিছুটা রক্ত ছিল। পরে নুরুন্নাহারের চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

আকলিমার ভাই শামীম মুঠোফোনে জানিয়েছেন, খবর পেয়ে তিনি গ্রামের বাড়ি থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। আকলিমার তিনটি সন্তান। দুজন তাঁদের সঙ্গে বাড়িতেই থাকে। আর আট মাস বয়সী ছোট সন্তানকে নিয়ে শ্রীপুরে স্বামীর সঙ্গে থাকতেন আকলিমা। বিয়ের পর থেকে আদনান প্রায়ই তাঁর বোনকে নির্যাতন করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক বলেন, ‘ওই দম্পতির মধ্যে কলহ-বিবাদের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আকলিমার স্বামী ঘটনার পর থেকেই পলাতক। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা এটিকে হত্যাকাণ্ড ধরে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আকল ম র মরদ হ

এছাড়াও পড়ুন:

বিআইটি গঠনের দাবিতে সড়ক অবরোধ

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে রহমতপুর বাইপাস মোড়ে অবস্থান নেন তারা।

অবরোধ কর্মসূচির কারণে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কের রহমতপুর বাইপাস মোড়ে যানজট তৈরি হয়। মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিন মোল্লার ভাষ্য, শিক্ষার্থীদের পক্ষে ময়মনসিংহের জেলা প্রশাসক শিক্ষা উপদেষ্টা বরাবর একটি চিঠি দিয়েছেন। উপদেষ্টার সঙ্গে আগামী সোমবারের আগে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করতে চান তারা। যদি উপদেষ্টা সোমবারের মধ্যে আলোচনায় না বসেন, তাহলে মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনে পুলিশ-সেনাবাহিনীর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন করা হবে।

জানা গেছে, গত ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ধ্রুবজিৎ চলমান শিক্ষা ব্যবস্থাকে তাঁর আত্মহত্যার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০ মে থেকে একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালমানুর রহমান সাব্বির জানান, কলেজটির সমস্যার মূলে তীব্র শিক্ষক সংকট। নীতিমালা অনুযায়ী, প্রতিটি প্রকৌশল প্রতিষ্ঠানে একজন স্থায়ী অধ্যক্ষ, প্রতিটি বিভাগে একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক এবং দু’জন প্রভাষক থাকার কথা। কিন্তু আজ পর্যন্ত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন সমকালকে বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪টার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • সারা দেশে আরো ১০ দিন বৃষ্টির পূর্বাভাস
  • কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন শুক্রবার
  • ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭
  • বৃষ্টি কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  • ফলাফলে ধস নামলেও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এগিয়ে মেয়েরা
  • ময়মনসিংহের শশী লজে এক বেলা
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টি, দুপুরের পর কমে যেতে পারে
  • ডেঙ্গু রোগীর অবস্থা দ্রুত জটিল হচ্ছে
  • বিআইটি গঠনের দাবিতে সড়ক অবরোধ
  • ময়মনসিংহে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, ভোগান্তি