চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দিবে সরকার
Published: 21st, May 2025 GMT
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা, পশু আনা–নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য চামড়া সংরক্ষণে এতিমখানা, লিল্লাহবোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ দিবে সরকার।
কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে আজ বুধবার সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, অনেক সময় লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যায়, তাই তাড়াহুড়া করে কম মূল্যে চামড়া বিক্রি করে দেয়। তাই সঠিকভাবে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। সরকার এতিমের হক নিশ্চিত করতে চায়। আগামীকাল বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক রব ন ব ণ জ য উপদ ষ ট সরক র
এছাড়াও পড়ুন:
অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ সমর্থনে কিংস পার্টি ইসি ঘেরাও করেছে: বাংলাদেশ এলডিপি
অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ সমর্থনে কিংস পার্টি (এনসিপি) বিনা কারণে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ এলডিপি)।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন ও মহাসচিব তমিজ উদ্দিন এ অভিযোগ করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন এবং পরে বিক্ষোভ সমাবেশ করেন।
দেশের সার্বিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয়, কয়েক দিন ধরে রাজধানী ঢাকা স্থবির হয়ে পড়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত রায় দিলেও সরকারের ছাত্র উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে তাঁকে পদায়ন থেকে বিরত রয়েছে মন্ত্রণালয়। ফলে ঢাকার নাগরিকেরা রাস্তায় নেমে এসেছেন। এই ইস্যু আলোচনার মধ্য দিয়ে সমাধান করা গেল না কেন, এমন প্রশ্ন রাখেন তাঁরা।
আরও পড়ুনউপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের৪৭ মিনিট আগেবাংলাদেশ এলডিপির বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় দেশের সামগ্রিক অবস্থা ভেঙে পড়েছে। একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। অধ্যাপক ইউনূসকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু এই সমর্থনের অপব্যবহার করে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার। উপরন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজনৈতিক দল নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে যাচ্ছেন। বাংলাদেশ এলডিপি সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।
বিদেশি শক্তির কাছে মাথানত করে চট্টগ্রাম বন্দর তাদের হাতে তুলে দিলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলে বিবৃতিতে বলা হয়।
আরও পড়ুনইসি আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, বিএনপির দলীয় কার্যালয় হয়েছে: নাসীরুদ্দীন পাটোয়ারী৫ ঘণ্টা আগে