পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলোতে আর থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। লিগ ফের শুরু হলেও এই প্রযুক্তি সরবরাহকারী হক-আই টিম পাকিস্তানে ফিরে আসেনি। চলতি মাসের শুরুতে ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনার কারণে পিএসএল সাময়িকভাবে স্থগিত হয়। আর সেই বিরতির পর ডিআরএসবিহীন চলছে খেলা।

২০১৭ সাল থেকে পিএসএলের প্রতিটি আসরে ডিআরএস ব্যবহৃত হয়ে আসছে। এবারের আসরেও ৭ মে পর্যন্ত সেটি ছিল। কিন্তু যুদ্ধের পর নতুন করে পিএসএল শুরু হওয়ার পর অনুষ্ঠিত হওয়া পাঁচটি ম্যাচ ডিআরএস ছাড়াই পরিচালিত হয়েছে। আশা জাগানিয়া বিষয় হলো এখন পর্যন্ত কোনো বড় বিতর্ক বা সমস্যার খবর পাওয়া যায়নি। তবে ডিআরএস না থাকায় পিএসএল কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি তীব্র হয়ে ওঠায় এবারের পিএসএলে সূচি নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দেয়। টুর্নামেন্ট চালিয়ে নিতে প্রযোজনা টিমের সময়সীমাও এক সপ্তাহ বাড়াতে হয়। এরই মধ্যে মুলতানের একটি ম্যাচ লাহোরে সরিয়ে নেওয়া হয় ভ্রমণ ও ক্যামেরা সরঞ্জাম স্থানান্তরের ঝামেলা কমাতে।

আরো পড়ুন:

পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ

এলোমেলো ক্রিকেট, দুরবস্থা মানসিকতাতেও

অন্যদিকে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজও এই পরিস্থিতির প্রভাব থেকে বাদ যায়নি। শুরুতে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে থেকে। কিন্তু এখন সেদিন ফাইনাল নির্ধারিত হয়েছে পিএসএলের। ফলে সিরিজের সময় পিছিয়ে ২৮ মে করা হয়েছে এবং ম্যাচ সংখ্যা পাঁচ থেকে কমিয়ে তিনটিতে আনা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২২ মে) গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে করাচি কিংস ও লাহোর কালান্দার্স। এর আগের দিন কোয়েটা গ্ল্যাডিয়েটরস ২০১৯ সালের পর প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে। তারা গতবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে ৩০ রানে হারায়। ফাইনালে উঠার লড়াইয়ে ইউনাইটেডকে আগামীকাল শুক্রবার খেলতে হবে আজকের ম্যাচের জয়ী দলের সঙ্গে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসএল ড আরএস

এছাড়াও পড়ুন:

পিএসএল প্লে–অফে সাকিব–মিরাজদের প্রতিপক্ষ কারা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এখন শেষের পথে। গ্রুপ পর্বের আর কোনো ম্যাচ বাকি নেই। নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের চার দল।

এই চার দলের একটি লাহোর কালান্দার্স। যে দলে খেলেছেন রিশাদ হোসেন। পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, যোগ দেবেন মেহেদী হাসান মিরাজও।

স্বাভাবিকভাবেই লাহোর কালান্দার্সকে নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ একটু বেশি। এখন সমর্থকদের মনে নিশ্চয় ঘুরপাক খাচ্ছে, প্লে–অফে লাহোরের প্রতিপক্ষ কারা।

আরও পড়ুনআবার ঝামেলায় জড়িয়ে নিষিদ্ধ লক্ষ্ণৌ স্পিনার১৬ ঘণ্টা আগে

শেষ চারের লড়াইয়ে লাহোর কালান্দার্স খেলবে ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের বিপক্ষে। করাচি পয়েন্ট তালিকার তিনে ও লাহোর চারে থেকে লিগ পর্ব শেষ করেছে।

তাই প্লে–অফে এই দুই দলের লড়াইয়ের নাম হবে এলিমিনেটর। অর্থাৎ যে দল হারবে, সেই দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যে দল জিতবে, সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে।

করাচি কিংসে খেলার কথা লিটনের

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য, বদলি মিরাজ 
  • পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ
  • সাকিব-মিরাজের সঙ্গে পিএসএলে খেলতে পাকিস্তানে রিশাদ
  • রিশাদকে উড়িয়ে নিলো লাহোর
  • পাকিস্তান সফরে যাবেন না নাহিদ রানা ও দুই কোচ
  • পাকিস্তান যাচ্ছেন না নাহিদ রানা, কারণ কী পুরোনো ভয়
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে আবার পরিবর্তন 
  • বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে একের পর এক চমক, আছেন রেকর্ডগড়া এক ছক্কামেশিন
  • পিএসএল প্লে–অফে সাকিব–মিরাজদের প্রতিপক্ষ কারা