পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলোতে আর থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। লিগ ফের শুরু হলেও এই প্রযুক্তি সরবরাহকারী হক-আই টিম পাকিস্তানে ফিরে আসেনি। চলতি মাসের শুরুতে ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনার কারণে পিএসএল সাময়িকভাবে স্থগিত হয়। আর সেই বিরতির পর ডিআরএসবিহীন চলছে খেলা।

২০১৭ সাল থেকে পিএসএলের প্রতিটি আসরে ডিআরএস ব্যবহৃত হয়ে আসছে। এবারের আসরেও ৭ মে পর্যন্ত সেটি ছিল। কিন্তু যুদ্ধের পর নতুন করে পিএসএল শুরু হওয়ার পর অনুষ্ঠিত হওয়া পাঁচটি ম্যাচ ডিআরএস ছাড়াই পরিচালিত হয়েছে। আশা জাগানিয়া বিষয় হলো এখন পর্যন্ত কোনো বড় বিতর্ক বা সমস্যার খবর পাওয়া যায়নি। তবে ডিআরএস না থাকায় পিএসএল কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি তীব্র হয়ে ওঠায় এবারের পিএসএলে সূচি নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দেয়। টুর্নামেন্ট চালিয়ে নিতে প্রযোজনা টিমের সময়সীমাও এক সপ্তাহ বাড়াতে হয়। এরই মধ্যে মুলতানের একটি ম্যাচ লাহোরে সরিয়ে নেওয়া হয় ভ্রমণ ও ক্যামেরা সরঞ্জাম স্থানান্তরের ঝামেলা কমাতে।

আরো পড়ুন:

পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ

এলোমেলো ক্রিকেট, দুরবস্থা মানসিকতাতেও

অন্যদিকে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজও এই পরিস্থিতির প্রভাব থেকে বাদ যায়নি। শুরুতে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে থেকে। কিন্তু এখন সেদিন ফাইনাল নির্ধারিত হয়েছে পিএসএলের। ফলে সিরিজের সময় পিছিয়ে ২৮ মে করা হয়েছে এবং ম্যাচ সংখ্যা পাঁচ থেকে কমিয়ে তিনটিতে আনা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২২ মে) গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে করাচি কিংস ও লাহোর কালান্দার্স। এর আগের দিন কোয়েটা গ্ল্যাডিয়েটরস ২০১৯ সালের পর প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে। তারা গতবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে ৩০ রানে হারায়। ফাইনালে উঠার লড়াইয়ে ইউনাইটেডকে আগামীকাল শুক্রবার খেলতে হবে আজকের ম্যাচের জয়ী দলের সঙ্গে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসএল ড আরএস

এছাড়াও পড়ুন:

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট-বলে উজ্জ্বল সাকিব

গায়ানায় গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। তাদের জয়ের নায়ক বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। 

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট-বল হাতে সমানতালে জ্বলে উঠেছেন সাকিব। ব্যাটিংয়ে ৩৭ বলে ৫৮ রান করেন। ৭ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। পরবর্তীতে বোলিংয়ে ৪ ওভারে ১ মেডেনে ১৩ রানে তার শিকার ৪ উইকেট। 

অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব বুঝিয়ে দিয়েছেন ৩৮ পেরিয়ে গেলেও এখনও ধার কমেনি তার। 

আরো পড়ুন:

গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব

সিপিএলে সাকিব

পিএসএলে গত ২৩ মে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। লম্বা সময় পর তার সুযোগ হয় গ্লোবাল সুপার লিগে খেলার। শেষ মুহূর্তের ডাকে জিএসএলে দুবাই ক্যাপিটালসে যোগ দেন। 

প্রথম সুযোগেই বাজিমাত করলেন। সাকিব যখন ব্যাটিংয়ে আসেন তখন দলের রান ৩ উইকেটে ৫৮। থিতু হওয়ার সময়ও পাননি স্কোরবোর্ডের চিত্রটা হয়ে যায় এরকম, ৫ উইকেটে ৭৭। সেখান থেকে সাকিবের বীরত্বে দুবাই ক্যাপিটালসের রান ৭ উইকেটে ১৬৫। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে দলের রানকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান। 

এরপর বোলিংয়েও শুরুতে মুগ্ধতা ছড়ান। নিজের প্রথম ওভারে কোনো রান দেননি। উইল ইয়ং এবং ডিন ফক্সক্রফটের উইকেট নেন। পরের স্পেলে ফিরে তার শিকার হন জন ক্লার্কসন। সরাসরি বোল্ড করেন ১২ রান করা ক্লার্কসনকে। শেষ ওভার করতে এসে উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেন বাঁহাতি স্পিনার। ৪ ওভারে মাত্র ১টি বাউন্ডারি হজম করেন। ১৪ বলই ছিল ডট। 

জবাব দিতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্স ১৪৩ রানে থেমে যায়। সাকিবদের দল ম্যাচ জেতে ২২ রানে।  ব্যাট বল হাতে দারুণ সময় কাটিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান সাকিব।

পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘‘শেষ মুহূর্তে আমাকে ডাকা হয়েছে এই দলে। দলের কেউ হয়তো নিজেকে সরিয়ে নিয়েছে বা ইনজুরিতে পড়েছে। আমি ভাগ্যবান সুযোগ পেয়েছি দুবাই ক্যাপিটালসে খেলার।’’

নিজের বোলিং নিয়ে সাকিব বলেছেন, ‘‘ক্যারিবীয়ানে আমি আসছি ২০০৭ সাল থেকে। দীর্ঘ সময়। এটা আমার সেকেন্ড হোম। আমি এখনকার কন্ডিশন সম্পর্কে অবগত এবং জানি কিভাবে বোলিং করতে হয়। এছাড়া আমাজন ওয়ারিয়র্সে খেলার কারণে আমার সাহায্য হয়েছে। নিশ্চিতভাবেই আমার ভালো সময় কেটেছে। দলের জন্য অবদান রাখতে পেরে খুশি।’’

‘‘ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটিংয়ে আমার টিকে থাকা দরকার ছিল। কারণ আমরা উইকেট হারাচ্ছিলাম। আমাদের জুটি গড়ার দরকার ছিল। ভাগ্য ভালো, আমরা ১৬০ রানের মতো করতে পেরেছি। গায়ানার উইকেটে ১৬০ রানের বেশি হলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে।’’ - যোগ করেন সাকিব। 

নিজের দল নিয়ে সাকিব বেশ আত্মবিশ্বাসী, ‘‘আমরা ভালো শুরু পেয়েছি। এটা অল্প দিনের টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচ জয় পাওয়ায় পরবর্তীতে আত্মবিশ্বাস বাড়াবে। আশা করছি এখান থেকে ছন্দ নিতে পারবো।’’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • জিএসএলে গায়ানাকে হারাল রংপুর রাইডার্স 
  • প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট-বলে উজ্জ্বল সাকিব
  • গ্লোবাল সুপার লিগে সাকিব ও রংপুর রাইডার্সের ম্যাচ কবে, কখন