ব্যাট-বলে নিষ্প্রভ সাকিব, রিশাদের ৩ উইকেটে ফাইনালে লাহোর
Published: 24th, May 2025 GMT
পাকিস্তান সুপার লিগে দ্বিতীয়বার ব্যাটিংয়ের সুযোগ পেয়েও রানের খাতা খুলতে পারেননি সাকিব আল হাসান। ছয় দিনের ব্যবধানে এটি তার দ্বিতীয় ডাক। এদিন বল হাতেও সাকিব পাননি উইকেট।
বাংলাদেশের আরেক খেলোয়াড় রিশাদ হোসেন নিজের কাজটা ঠিকঠাক করেছেন। বল হাতে পেয়েছেন ৩ উইকেট। দলকে ফাইনালে তুলতে রেখেছেন বিরাট অবদান।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্স ৯৫ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে। এই জয়ে পিএসএলের ফাইনালে উঠেছে লাহোর। ২৫ মে লাহোরেই ফাইনালে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
আগে ব্যাটিংয়ে নেমে লাহোর ৮ উইকেটে ২০২ রানের বিশাল পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় ইসলামাবাদ ১০৭ রানের বেশি করতে পারেনি।
লাহোরের হয়ে ব্যাট হাতে ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন কুশল পেরেরা। ৭ চারের সঙ্গে ২ ছক্কা হাঁকান তিনি। এছাড়া ২৫ বলে ৫০ রান করেন মোহাম্মদ নাঈম।
সাকিব ব্যাটিংয়ে নেমেছিলেন আট নম্বরে, শাহীন শাহ আফ্রিদির পরও। ইনিংসের চার বল বাকি থাকতে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক হওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু ইংলিশ পেসার টাইমাল মিলসের বল ব্যাটে ছোঁয়াতে পারেননি। পরের বল উড়াতে গিয়ে ক্যাচ তুলে দেন আকাশে। সাকিব না পারলেও রিশাদ ব্যাটিংয়ে নেমে ২ বলে ১ বাউন্ডারিতে ৫ রান তুলে দলের রান দুইশতে নিয়ে যান।
পরবর্তীতে বল হাত রিশাদ ৩ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন। সব মিলিয়ে পিএসএলে রিশাদের উইকেট সংখ্যা ৬ ম্যাচে ১২টি। সাকিবও ৩ ওভার হাত ঘুরিয়েছেন। ২৭ রান খরচ করে কোনো উইকেট পাননি বাঁহাতি স্পিনার।
লাহোরের জয়ের নায়ক নির্বাচিত হন সালমান মির্জা। ১৬ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার। আরেক বাঁহাতি পেসার ৩.
বড় রান তাড়া করতে নেমে ইসলামাবাদের কেউই হাল ধরতে পারেননি। সালমান আগা ২৬ বলে ৩৩ ও শাবাদ খান ১৪ বলে ২৬ রান করেন।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ৩ উইক ট ফ ইন ল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৩ মে ২০২৫)
মিরপুরে চলছে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বেসরকারি টেস্ট। আছে আইপিএল ও পিএসএলের ম্যাচও।
২য় বেসরকারি টেস্টবাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’
সকাল ১০টা, টি স্পোর্টস
বাংলাদেশ ইমার্জিং-দ. আফ্রিকা ইমার্জিং
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব
মোহামেডান-ব্রাদার্স
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব
ওয়ান্ডারার্স-ফকিরেরপুল
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব
ইংল্যান্ড-জিম্বাবুয়ে
বিকেল ৪টা, সনি স্পোর্টস ৫
বেঙ্গালুরু-হায়দরাবাদ
রাত ৮টা, টি স্পোর্টস
ইসলামাবাদ-লাহোর
রাত ৯টা, নাগরিক টিভি
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
রাত ১১-৩৫ মি., সনি স্পোর্টস ১