গোখাদ্যের লাগামহীন দাম বাড়াতে রাজবাড়ীর গোয়ালন্দে গরু পালনকারী খামারিরা বিপদে পড়েছেন। আসছে ঈদুল আজহার জন্য প্রস্তুত গরু বিক্রি করে লোকসানের আশঙ্কা করছেন অনেকে। 
গরুর জন্য প্রস্তুত খাবারে ব্যবহৃত কাঁচামালের দাম বাড়ার কারণে খাবারের উচ্চমূল্যের কথা জানিয়েছেন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা।
কিছুদিন পরে কোরবানির ঈদ। এরই মধ্যে দফায় দফায় বেড়েছে গোখাদ্যের দাম। এতে বেকায়দায় পড়েছেন খামারিরা। উপজেলার অনেক খামারেই দানাদার খাবারের পরিবর্তে ঘাস জাতীয় খাবার দেওয়া হচ্ছে গবাদি পশুকে। অপরদিকে হঠাৎ গোখাদ্যের দাম বাড়ার ফলে দিশেহারা হয়ে পড়েছেন দুগ্ধ উৎপাদনকারী খামারিরাও। দীর্ঘদিন ধরে দুধের দাম না বাড়লেও বেড়েছে খাদ্যের দাম। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তুত গোখাদ্যের দাম কেজিপ্রতি ৫৫ থেকে ৬৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। এর দাম এক মাসের ব্যবধানে কেজিপ্রতি ৭-৮ টাকা বেড়েছে। গোখাদ্য হিসেবে ব্যবহৃত ঘাস বড় গোলাই (আঁটি) ৯৫ থেকে ১০০ টাকা এবং ছোট গোলাই ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দুই মাস আগে একই পরিমাণ ঘাস ৬৫ থেকে ৭০ এবং ছোট গোলাই ৩৫ টাকা দরে বিক্রি হতো।
গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজয়বাবুর পাড়া মহল্লার খামারি আব্দুল বারেক মোল্লা জানান, বিগত কয়েক বছর ধরে দুধের দাম ৫০-৬০ টাকা লিটার চলছে। দুধের দাম বাড়েনি। অথচ গোখাদ্যের দাম প্রতিনিয়ত বেড়ে চলছে। দুই সপ্তাহ আগেও এক বস্তা (৩৭ কেজি) ভুসির দাম ছিল এক হাজার ৫০০ টাকা, তা এখন এক হাজার ৮০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। অর্থাৎ কেজিপ্রতি আট টাকার বেশি বেড়েছে। তিনি আরও জানান, তাঁর মোট ৯টি গাভি রয়েছে। এর মধ্যে চারটি গাভি দুধ দেয়। এ পরিস্থিতিতে তিনি প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন। এভাবে চলতে থাকলে খামার টিকিয়ে রাখা সম্ভব হবে না।
একই এলাকার খামারি তাজেল মোল্লা জানান, তৈরি গোখাদ্যের দাম বেশি হওয়ায় তিনি তা গরুকে খাওয়াতে পারেন না। ভুসিরও অনেক দাম। এছাড়া খড় তো পাওয়াই যাচ্ছে না। তিনি আরও জানান, তাঁর কোনো আবাদি জমি নেই। ছয়টি গাভির ছোট একটি খামার তাঁর। খামার থেকে যা আয় হয়, তা দিয়ে চলে সংসার। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। গরুগুলোকে আগের মতো খাবার দিতে পারছেন না। গরুকে ঠিকমতো খাবার দিতে গেলে সংসারে টানাপোড়েন শুরু হয়ে যায়। গোখাদ্যের দাম বাড়ায় তাদের মতো অনেক খামারি খামারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। 
উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চরপাঁচুরিয়া গ্রামের কৃষক হাবিব শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে গরু পালন করেন। তাঁর খামারে ১৪টি ষাঁড় গরু রয়েছে। সবক’টিই এবারের কোরবানির ঈদে বিক্রির আশা করছেন। গোখাদ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় গরু পালনে খরচ বেড়ে গেছে, সেই তুলনায় দাম পাবেন কিনা জানেন না। কাঙ্ক্ষিত দাম না পেলে আগামীতে হয়তো গরুর খামার টিকিয়ে রাখা সম্ভব হবে না।
উপজেলার তেনাপচা গ্রামে প্রতিষ্ঠিত অ্যামপ্রোল অ্যাগ্রো কমপ্লেক্সের স্বত্বাধিকারী এসএম জসিম উদ্দিন বলেন, তিনি তাঁর খামারের গরুর জন্য নানান ধরনের পুষ্টির সংমিশ্রণে নিজেই গোখাদ্য তৈরি করে থাকেন। এরজন্য তাঁকে বাজার থেকে বিভিন্ন ধরনের কাঁচামাল কিনতে হয়। গোখাদ্যের দাম বাড়ার জন্য কোনো সিন্ডিকেট নেই। কাঁচামালের দাম বেড়ে গেলে এমনিতেই গোখাদ্যের দাম বেড়ে যায়। 
গোয়ালন্দ ফিড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো.

নজরুল ইসলাম জানান, কোরবানির ঈদ আসছে। প্রতিটি খামারিই তাদের গরুর খাবার বাড়িয়েছেন। এ কারণে স্বাভাবিকের চেয়ে গোখাদ্যের চাহিদাও বেড়েছে। এছাড়া গোখাদ্যসংশ্লিষ্ট অন্যান্য পণ্যের দামও বেড়েছে। এসব কারণে গোখাদ্যের দাম কিছুটা বেড়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের বিভিন্ন প্রতিষ্ঠানের গোখাদ্যের পরিবর্তে কাঁচা ঘাস ও অন্যান্য খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: গর র জন য উপজ ল

এছাড়াও পড়ুন:

পঞ্চগড় সীমান্ত দিয়ে পুশইন ২১ জনকে পরিবারের কাছে হস্তান্তর

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন হওয়া নারী-শিশুসহ ২১ জনকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ডোলোপুকুর আশ্রয়ণ প্রকল্পে পুলিশ ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতি পরিবারের সদস্যদের কাছে তাদের তুলে দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইন করে।

পুশইন হওয়া ২১ জনের বাড়ি খুলনা জেলার দিঘলিয়া ও নড়াইল জেলার কালিয়া উপজেলায়। তারা দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ভারতের গুজরাটে বসবাস করছিলেন। তারা সেখানে বাসা বাড়ি ও ওয়ার্কসপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। 

ভারত থেকে আসা ফরহাদ হোসেন বলেন, ‘আমি একটি কোম্পানিতে কাজ করতাম। হঠাৎ করে আমাদের সবাইকে বাড়ি থেকে তুলে নেয় ভারতীয় পুলিশ। পরে আমাকে আলাদা স্থানে ছেড়ে দেয়। আমার স্ত্রী ও সন্তান সেখানেই ছিল। তাদের কোনো খবর না নিতে পারিনি। পরে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে তাদের ছবি দেখি। এরপর পঞ্চগড়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরিবারকে ফেরত পেয়েছি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম ছিদ্দিক বলেন, ‘বৃহস্পতিবার ভোরে শিশুসহ ২১ জন আটকের পর ইউএনও মহোদয়ের নির্দেশনায় তাদের আশ্রয়ণ প্রকল্পে রাখার ব্যবস্থা করা হয়। এখানে তাদের থাকার ও খাবার ব্যবস্থা করা হয়। তিনদিনের মাথায় প্রশাসনের মাধ্যমে সবাইকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।’

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সবাইকে তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় উপজেলা সদরের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০নং নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারত থেকে নারী, শিশুসহ ২১ জনকে বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে নীলফামারী ৫৬ বিজিবির জয়ধরভাঙ্গা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সম্পর্কিত নিবন্ধ