ফ্যাসিবাদের সব স্থানীয় ও জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণার পর নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘নির্বাচন আমরাও চাই। তবে ফ্যাসিবাদদের বিচার নিশ্চিত করতে হবে। মৌলিক সংস্কার করতে হবে। ফ্যাসিবাদের সব স্থানীয় ও জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। তারপর নির্বাচন।’

আজ রোববার বিকেল ৫টার দিকে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্বশেষ লোহাগাড়ার পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, ‘যখনই জাতীয় সংকট এসেছে, দেশি-বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে, আমরা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিরোধ করেছি। জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি।’ 

তিনি আরও বলেন, ‘পলিসির জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকট আসে, তখন বিভেদ কাটিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। ফলে পলিসির জায়গা থেকে বিভেদ-মতপার্থক্য, এ বিষয়গুলো যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবেই আমরা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করবো।’

এনসিপির এই নেতা বলেন, ‘বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা মানুষকে জানানোর জন্য এবং গণমানুষের ভাবনা জানতে জাতীয় নাগরিক পার্টি পথসভা করছে। তিনি এ সময় জুলাই আন্দোলনে নিহত লোহাগাড়ার শহীদ ইশমাম ও শহীদ অ্যাডভোকেট আলিফের আত্মার মাগফেরাত কামনা করেন। 

দক্ষিণাঞ্চলের মুখ্য এই সংগঠক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের যে দাবি রয়েছে। সেটি আমরা লিখিতভাবে সরকারকে জানাব। এটি বাস্তবায়নের জন্য কাজ করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা.

তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী প্রমুখ। এছাড়াও এনসিপির লোহাগাড়ার আহ্বায়ক জহির উদ্দিন, লেহাগাড়ার সংগঠক আরিয়ান হাসান, সৃজন সাকিব, মিনহাজ উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প জ ত য় ন গর ক প র ট র জন ত ক র জন য স গঠক এনস প

এছাড়াও পড়ুন:

আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশ সংস্কার না করে কোনো নির্বাচন নয়। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদে সামিল হতে চাই, আমরা তার বিরুদ্ধে যাব। বাংলাদেশের মানুষ চাই সংস্কার হোক।”

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার পাঁচরাস্তা মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যু প্রতিবাদের মিছিলে দিল্লী না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়।”

আরো পড়ুন:

বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে: নাহিদ

বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না: হাসনাত আব্দুল্লাহ

তিনি বলেন, বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সব শহীদকে আমরা স্মরণ করি। তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।”

দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা। এর আগে, আজ দুপুর ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কবর জিয়ারত শেষে কুষ্টিয়া বড়বাজার এলাকা থেকে পদযাত্রা পাঁচরাস্তা মোড় পর্যন্ত যায়। এসময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করে। গত ১লা জুলাই রংপুর থেকে পদযাত্রা শুরু করে এনসিপি।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঝিনাইদহে এনসিপির পথসভায় নেতারা বললেন, হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়
  • নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মানবে না: রিজভী
  • এনসিপির জুলাই যাত্রা খুলনায় যাবে শুক্রবার, দুটি স্থানে হবে পথসভা
  • ভাত-কাপড়ের নিশ্চয়তা থাকবে, এমন রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে: আখতার হোসেন
  • আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি: নাহিদ
  • আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি: নাহিদ
  • চাঁদাবাজির অভিযোগ, খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতাকে শোকজ
  • বর্তমানে সময়ে একটি শক্তি এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : সজল
  • সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস 
  • যদি হাসিনার পতন না হতো, এই ডিসি-এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত: হাসনাত আবদুল্লাহ