অনেকের কাছ থেকেই আজকাল জিমেইল অ্যাকাউন্টে অনাহূত বা অযাচিত ই-মেইল প্রবেশের কথা বেশি শোনা যাচ্ছে। কারণ, জিমেইলে কীভাবে বাড়তি সুরক্ষা বলয় তৈরি করা সম্ভব, তা অনেকে নিয়মিত চর্চা করেন না।
নিজের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষায় আগে থেকেই কয়েকটি পদক্ষেপ জানা প্রয়োজন। অন্যদিকে আপনার ই-মেইল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা, সেটিও জানা জরুরি। প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে যাবেন গুগল অপশনে। এর পর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট অপশনে নির্বাচন করলে স্ক্রিনে সিকিউরিটি অপশন নামে বিশেষ বিভাগ খুঁজে পাবেন।
তার মধ্যে স্ক্রল করে নেমে দেখতে পাবেন ইয়োর ডিভাইস নামে অপশন। সেখানে সিলেক্ট করে তার পর ম্যানেজ অল ডিভাইসেস অপশনে যেতে হবে। ঠিক এ অংশেই দেখা মিলবে কোন কোন
ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন রয়েছে। যদি ওই তালিকায় এমন কোনো ফোন, ডেস্কটপ, ল্যাপটপ বা ডিভাইস পাওয়া যায়, যেখানে আপনি লগইন করেননি, তা হলে ওই
নাম ট্যাপ করে ক্লিকের পর সাইনআউট বাটন ক্লিক করে বেরিয়ে যেতে হবে।
সতর্ক হবেন যেভাবে
নিজের ব্যবহৃত ডিভাইস নয়; কিন্তু এমন ডিভাইসে লগইন দেখালে, আপনি লেখেননি এমন ই-মেইল বক্সে থাকলে, আপনি পড়েননি এমন ই-মেইল ইতোমধ্যে পড়া হয়ে গেলে, হঠাৎ ট্রাশ বা স্প্যাম বক্সে প্রচুর অজানা আর অচেনা ই-মেইল দৃশ্যমান হলে বুঝবেন আপনার ই-মেইল কেউ না কেউ ক্লোন করে ফেলেছে। শুধু তাই নয়, রীতিমতো ব্যবহার করছে। অথচ আপনি জানতেই পারেননি এতদিন।
সুরক্ষার জন্য কী করবেন
চিহ্নিত হওয়া মাত্রই অচেনা ডিভাইস থেকে আগে সাইনআউট হয়ে যাবেন। এর পর থেকে কিছুদিন পরপর পাসওয়ার্ড বদলে নেবেন। যতটা সম্ভব পাসওয়ার্ডের আগে বা পরে হ্যাশ বা স্টার চিহ্ন জুড়ে দেবেন। অজানা বা খুব বেশি পরিচিত নয় এমন কারও ফোনে, ল্যাপটপে বা ডিভাইসে নিজের ই-মেইল অ্যাকাউন্ট লগইন করা বিরত থাকবেন। যত দ্রুত সম্ভব একেবারেই দেরি না করে টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার সচল করে নেবেন। তাহলে জিমেইলে বাড়তি সুরক্ষা পদ্ধতি কাজ করবে। সহজে হ্যাক বা ক্লোন করা সম্ভব হবে না। জিমেইল নিয়ে যারা ভুক্তভোগী বা নিয়মিত বিরতিতে সমস্যায় পড়ছেন, তাদের কয়েকটি নিরাপত্তা পদ্ধতি মেনে চলার পরামর্শ দিয়েছে গুগল কর্তৃপক্ষ।
রিভিউর প্রয়োজন
নিজের ব্যবহৃত গুগল অ্যাকাউন্টটি বর্তমানে কোন কোন ডিভাইসে লগইন রয়েছে, তা জানার সঙ্গে নজরদারি এখন বিশেষ প্রয়োজন। নিজের অজান্তে কোনো বিপত্তি ঘটছে কিনা, তা জানতে হবে। ইতোমধ্যে গুগল অ্যাকাউন্ট যেসব ডিভাইসে লগইন হয়ে আছে, তার তথ্য জানতে (https://myaccount.
পরামর্শ দিয়েছে গুগল।
লিঙ্কে প্রবেশের পর যে ডিভাইস দিয়ে লিঙ্ক ভিজিট করেছেন, সেটি ছাড়াও লগইন থাকা অন্য সব ডিভাইস প্রদর্শিত হবে। সন্দেহজনক কিছু সামনে এলে কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্ট রিমুভ, অর্থাৎ লগআউট করতে চাইলে, ওই ডিভাসের পাশে থাকা থ্রি-ডট মেন্যু থেকে সাইনআউট
হয়ে যেতে হবে।
গুগল সিকিউরিটি
জিমেইল অ্যাকাউন্টের সুরক্ষা ও গোপনীয়তার প্রয়োজনে প্রাইভেসি ও সিকিউরিটি বিষয়ে সব তথ্য পাওয়া যাবে গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি চেকআপ লিঙ্কে। জিমেইল অ্যাকাউন্টের সিকিউরিটি চেকআপ পেজে প্রবেশ করে (https://myaccount.google.com/security-checkup) লিঙ্কে সিকিউরিটি কেমন, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অ য ক উন ট র প রব শ স রক ষ র পর ম ব যবহ
এছাড়াও পড়ুন:
এক জিমেইল অ্যাকাউন্টের তথ্য অন্য জিমেইল অ্যাকাউন্টে পাঠাবেন যেভাবে
দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন অসংখ্য ই-মেইল আদান-প্রদান করেন অনেকেই। এসব ই-মেইলের অ্যাটাচমেন্টে ছবি, ভিডিও ও পিডিএফ ফাইল থাকায় গুগল অ্যাকাউন্টে অনেক জায়গা দখল করে রাখে। গুগল অ্যাকাউন্টে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখার সুযোগ থাকলেও জিমেইলের পাশাপাশি গুগলের বিভিন্ন সেবার তথ্য সেখানে নিয়মিত জমা হতে থাকে। ফলে গুগল অ্যাকাউন্টের জায়গা দ্রুত কমে যায়। গুগল অ্যাকাউন্টের জায়গা খালি না থাকলে জিমেইলে নতুন ই-মেইল আসে না। তবে চাইলেই নতুন ‘আর্কাইভ অ্যাকাউন্ট’ খুলে সেখানে জিমেইল অ্যাকাউন্টের তথ্য স্থানান্তর করে এ সমস্যার সমাধান করা যায়।
এক জিমেইল অ্যাকাউন্টের তথ্য অন্য জিমেইল অ্যাকাউন্টে স্থানান্তরের আগে সেগুলো অবশ্যই সংরক্ষণ করতে হবে। এতে কোনো তথ্য হারিয়ে গেলেও পরে তা উদ্ধার করা যাবে। এ জন্য প্রথমে গুগলের ‘গুগল টেইকআউট’ সুবিধা চালু করে কোন কোন তথ্য স্থানান্তর করতে চান, তা নির্বাচন করে ‘এক্সপোর্ট’ অপশনে ক্লিক করলেই গুগল একটি ডাউনলোড লিংক পাঠাবে, যেখান থেকে ই–মেইলগুলো সংরক্ষণ করা যাবে। এরপর পুরোনো অ্যাকাউন্টে পিওপি সুবিধা চালু করতে হবে। এ জন্য প্রথমে পুরোনো জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করে ওপরের ডান পাশে থাকা ‘গিয়ার’ আইকনে ক্লিক করে ‘সি অল সেটিংস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘ফরোয়ার্ডিং পিওপি/আইএমএপি’ ট্যাবে ক্লিক করে ‘এনাবল পিওপি ফর অল মেইল’ অপশন চালু করতে হবে। এবার নিচে থাকা ‘হোয়েন মেসেজ অ্যাকসেসেস উইথ পিওপি’ বিভাগে গিয়ে ‘ডিলিট জিমেইল কপি’ নির্বাচনের পর ‘সেভ চেঞ্জেস’ অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪নতুন অ্যাকাউন্টে ই–মেইল পাঠানোর জন্য এবার একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, যেটি হবে আর্কাইভ অ্যাকাউন্ট। এরপর নতুন অ্যাকাউন্টে সাইন ইন করে আবার ‘অল সেটিংস’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘অ্যাকাউন্টস অ্যান্ড ইমপোর্ট’ ট্যাবে ক্লিক করে ‘চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস’ অপশনের পাশে থাকা ‘অ্যাড এ মেইল অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এবার পপআপ উইন্ডোতে পুরোনো জিমেইল অ্যাকাউন্টের ঠিকানা লিখে পরবর্তী ধাপে প্রবেশের পর ‘ইমপোর্ট ই–মেইলস ফ্রম মাই আদার অ্যাকাউন্ট পিওপি৩’ অপশন নির্বাচনের পাশাপাশি পুরোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে হবে। এবার পোর্ট নম্বর হিসেবে ৯৯৫ নির্বাচন করে নিচে থাকা তিনটি অপশন থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ বাটনে ক্লিক করলেই নতুন অ্যাকাউন্টে পুরোনো জিমেইল অ্যাকাউন্টের তথ্য স্থানান্তর শুরু হবে।
আরও পড়ুনজিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে পাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৫