সন্দেহজনক লেনদেন রিপোর্টিং বেড়েছে ৫৬ শতাংশ
Published: 27th, May 2025 GMT
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানিসহ রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলোর সন্দেহজনক লেনদেন রিপোর্টিং (এসটিআর) বেড়েছে ৫৬ দশমিক ৪১ শতাংশ। চলতি অর্থবছরের ১৫ মে পর্যন্ত সাড়ে ১০ মাসে ২৭ হাজার ১৩০টি। ২০২৩-২৪ অর্থবছর যেখানে বিএফআইইউতে এসটিআর হয়েছিল ১৭ হাজার ৩৪৫টি। মূলত জুলাই বিপ্লবের পর এ ধরনের রিপোটিং ব্যাপক বেড়েছে।
২০২২-২৩ এসটিআর ছিল ১৪ হাজার ১০৬টি। এর মানে গত অর্থবছর রিপোটিংয়ে বেড়েছিল ২৩ শতাংশ।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউর কর্মকর্তারা।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অর্থবছর বিএফআইইউ ১১৪টি গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় পাঠিয়েছে। এছাড়া বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রণক সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সাথে ১ হাজার ২২০টিতথ্য বিনিময় করেছে। আগের অর্থবছরের তুলনায় যা ১৩ দশমিক ৯১ শতাংশ বেশি। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ জোরদারের কারণে ব্যাসেল এএমএল ইনডেক্স-২০২৪ র্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৪৬ নম্বর থেকে ৫৯ নম্বরে উন্নীত হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এফআইইউ
এছাড়াও পড়ুন:
অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠক।
জাতীয় সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ সচিবালয়ের আগামী অর্থবছরসহ পরবর্তী দুই অর্থবছরের বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার।
আরো পড়ুন:
বাজেটে ‘কৃষি-শিল্প-পাট-সুন্দরবন’ রক্ষায় পর্যাপ্ত বরাদ্দের দাবি
বাজেট: এসএমই ফাউন্ডেশনের ১৪০ প্রস্তাবনা
বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় সংসদের পরিচালন ও উন্নয়ন খাতে মোট ১৫৪ কোটি ৪ লাখ ৫ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৩২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন এবং ২০২৬-২৭ অর্থবছরে ২৪৩ কোটি ৬০ লাখ টাকা ও ২০২৭-২৮ অর্থবছরে ২৫৫ কোটি ৭৮ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠকের শুরুতে ৩৫তম সংসদ সচিবালয় কমিশনের বৈঠকের কার্যবিবরণী উপস্থাপন করা হয় এবং সে বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পগুলোর বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মোঃ মিজানুর রহমান এনডিসি।
ঢাকা/এএএম/রাসেল