পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঘোষিত সরকারি ছুটি পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ জন্য তারা আগামী ১১ ও ১২ জুনের সরকারি ছুটি পুনর্বিন্যাস করে ৩ ও ৪ জুন এগিয়ে আনার দাবি জানিয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের ঈদুল আজহায় সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করলেও তা যাত্রীদের ভোগান্তি লাঘব করবে না। কারণ, ৭ জুন ঈদ উদ্‌যাপিত হলে ঈদের আগে মানুষ ছুটি পাবেন মাত্র দুই দিন। ঈদ ৬ জুন উদ্‌যাপিত হলে মানুষ ঈদের আগে ছুটি পাবেন মাত্র এক দিন। এই স্বল্প সময়ে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বেন। কাজেই এবারের ঈদযাত্রায় চরম দুর্ভোগের আশঙ্কা আছে।

আরও পড়ুনঈদযাত্রায় নিহত ৩৫২, দুর্ঘটনা ও হতাহত গত বছরের তুলনায় কম: যাত্রী কল্যাণ সমিতি০৯ এপ্রিল ২০২৫

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমরা ঈদের ছুটির পুনর্বিন্যাস চাই। জনগণের স্বস্তির জন্য এটা জরুরি।’

মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ঈদুল ফিতরে লোকজন স্বস্তিতে যাতায়াত করতে পেরেছিলেন। এর কারণ ছিল ঈদের আগে পর্যাপ্ত ছুটি থাকা। কিন্তু আসন্ন ঈদুল আজহার পর লম্বা ছুটি থাকলেও আগে ছুটি সর্বোচ্চ দুই দিন। তাই তাঁরা বলতে চান, ঈদের পর ১১ ও ১২ জুনের সরকারি ছুটি পুনর্বিন্যাস করে ৩ ও ৪ জুন এগিয়ে আনা হোক।

ইতিমধ্যে সরকারের দায়িত্বশীল মহলে ছুটি পুনর্বিন্যাসের দাবি জানানো হলেও সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেন মোজাম্মেল হক চৌধুরী।

মানুষের এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অন্তর্বর্তী সরকারের কাছে ১১ দফা দাবি উত্থাপন করেছে যাত্রী কল্যাণ সমিতি। দাবিগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় বাস ও লঞ্চ চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া। অতিরিক্ত ভাড়া আদায় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া। সড়কে চাঁদাবাজি বন্ধ করা। সড়কে চলাচলকারী পশুবাহী ট্রাক থামিয়ে যানজট সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সড়কে ডাকাতি ও ছিনতাই বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো।

আরও পড়ুনঈদযাত্রায় পরিবহনে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত আদায় হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি২৬ মার্চ ২০২৫

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাশ, যাত্রী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকা আফরোজ।

আরও পড়ুনসড়ক দুর্ঘটনায় গত বছর নিহত ৮ হাজার ৫৪৩ জন: যাত্রী কল্যাণ সমিতি০৪ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঈদয ত র সরক র

এছাড়াও পড়ুন:

পালিয়ে থাকা নেতারা রামপালে ঘের দখলের রাজনীতি করছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতা ঘেরের দখল নিতে চায়। 

শনিবার জাতীয় নাগরিক পার্টির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে ১২তম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।

আখতার আরও বলেন, বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। রামপালে কয়লা বিদ্যুতের নামে মানুষদের জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামনের বাংলাদেশ এ যেন কোনো গুম খুন না হয় সে জন্য সবক্ষেত্রে সংস্কার দরকার।

তিনি বলেন, একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করা না হয়, পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায় শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে।

এছাড়া কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, এসি রুমে বসে তারা বলে বাংলাদেশের মানুষ সংস্কার বুঝে না, আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই। আমরা রাজপথে নেমেছি। লড়াই শুরু হয়ে গেছে। আমাদের নতুন খেলা খেলতে হবে।

তিনি বলেন, পুরাতন বন্দোবস্তের সাথে আমরা নেই। যারা পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজি, লুটপাটে ফিরতে চায় তাদের আপনারা লাল কার্ড দেখাবেন।

এর আগে পথসভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২৪-এর আকাঙ্ক্ষা এখনো শেষ হয়নি, চাঁদাবাজি সন্ত্রাসী প্রতিহত করতে এখনো আমরা রাজপথে রয়েছি।

এনসিপির দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সাতক্ষীরা থেকে বাগেরহাটে আসেন দলটির শীর্ষ নেতারা। শহরের রেলরোডে দ্বিতীয় সভা শেষে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার উদ্দেশে যাত্রা করবেন তারা।

সম্পর্কিত নিবন্ধ