পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঘোষিত সরকারি ছুটি পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ জন্য তারা আগামী ১১ ও ১২ জুনের সরকারি ছুটি পুনর্বিন্যাস করে ৩ ও ৪ জুন এগিয়ে আনার দাবি জানিয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের ঈদুল আজহায় সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করলেও তা যাত্রীদের ভোগান্তি লাঘব করবে না। কারণ, ৭ জুন ঈদ উদ্‌যাপিত হলে ঈদের আগে মানুষ ছুটি পাবেন মাত্র দুই দিন। ঈদ ৬ জুন উদ্‌যাপিত হলে মানুষ ঈদের আগে ছুটি পাবেন মাত্র এক দিন। এই স্বল্প সময়ে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বেন। কাজেই এবারের ঈদযাত্রায় চরম দুর্ভোগের আশঙ্কা আছে।

আরও পড়ুনঈদযাত্রায় নিহত ৩৫২, দুর্ঘটনা ও হতাহত গত বছরের তুলনায় কম: যাত্রী কল্যাণ সমিতি০৯ এপ্রিল ২০২৫

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমরা ঈদের ছুটির পুনর্বিন্যাস চাই। জনগণের স্বস্তির জন্য এটা জরুরি।’

মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ঈদুল ফিতরে লোকজন স্বস্তিতে যাতায়াত করতে পেরেছিলেন। এর কারণ ছিল ঈদের আগে পর্যাপ্ত ছুটি থাকা। কিন্তু আসন্ন ঈদুল আজহার পর লম্বা ছুটি থাকলেও আগে ছুটি সর্বোচ্চ দুই দিন। তাই তাঁরা বলতে চান, ঈদের পর ১১ ও ১২ জুনের সরকারি ছুটি পুনর্বিন্যাস করে ৩ ও ৪ জুন এগিয়ে আনা হোক।

ইতিমধ্যে সরকারের দায়িত্বশীল মহলে ছুটি পুনর্বিন্যাসের দাবি জানানো হলেও সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেন মোজাম্মেল হক চৌধুরী।

মানুষের এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অন্তর্বর্তী সরকারের কাছে ১১ দফা দাবি উত্থাপন করেছে যাত্রী কল্যাণ সমিতি। দাবিগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় বাস ও লঞ্চ চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া। অতিরিক্ত ভাড়া আদায় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া। সড়কে চাঁদাবাজি বন্ধ করা। সড়কে চলাচলকারী পশুবাহী ট্রাক থামিয়ে যানজট সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সড়কে ডাকাতি ও ছিনতাই বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো।

আরও পড়ুনঈদযাত্রায় পরিবহনে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত আদায় হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি২৬ মার্চ ২০২৫

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাশ, যাত্রী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকা আফরোজ।

আরও পড়ুনসড়ক দুর্ঘটনায় গত বছর নিহত ৮ হাজার ৫৪৩ জন: যাত্রী কল্যাণ সমিতি০৪ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঈদয ত র সরক র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ