গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ঢাকা মেট্রোপলিটন এলাকা, সিলেট পুলিশ লাইন, কুমিল্লা পুলিশ লাইন, ডেমরা পুলিশ লাইন এবং চট্টগ্রাম পুলিশ লাইনে আবাসিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্প ৫টিতে অতিরিক্ত ব্যয় হবে ১৯ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৯৩৯ টাকা।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.

সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সূত্রে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

আরো পড়ুন:

পদ্মায় ভাসছিল ভারতীয় নাগরিকের মরদেহ

খুলনায় ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নেতাসহ গুলিবিদ্ধ ৩

এই প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে ২ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৪৭ টাকা। প্রকল্পটির চুক্তি মূল্য ছিল ৭৮ কোটি ৯ লাখ ১০ হাজার ৩৭৩ টাকা। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৮০ কোটি ২০ লাখ ৪ হাজার ৪২০ টাকা। ডিইউএল-পিবিএল (জেভি) প্রকল্পটির কাজ করছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে সিলেট পুলিশ লাইন এলাকায় ১৭তলা ভিত্তিসহ ১৭ তলা আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

প্রকল্পটির কাজ সম্পন্ন করার জন্য বিবিএল এবং এলজেআই (জেভি)-এর সঙ্গে ৫৯ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩৮৭ টাকায় চুক্তি করা হয়। এখন ভেরিয়েশন বাবদ ব্যয় ৫ কোটি ৯ লাখ ২৮ হাজার ৩৬ টাকা বাড়ানো হলো। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়াচ্ছে ৬৪ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৪২৪ টাকা।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন কুমিল্লা পুলিশ লাইনে ১৭তলা ভিত্তিসহ ১৫তলা ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এই প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য দেশ উন্নয়ন লিমিটেড, মেসার্স হক এন্টারপ্রাইজের সঙ্গে ৬৪ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৮৫৯ টাকায় চুক্তি হয়। এখন এর ব্যয় ৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৮৯৮ টাকা বাড়ানো হলো। ফলে প্রকল্পটির সংশোধি চুক্তিমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৭৫৮ টাকা।

বৈঠকে ঢাকার ডেমরা পুলিশ লাইনে বাস্তবায়নাধীন ২০তলা ভিত্তিসহ ২০তল আবাসিক ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর একটি প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই প্রস্তাটিও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এই প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, দি অর্বিট বাংলাদেশের সঙ্গে ৮০ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ২৯৭ টাকার চুক্তি হয়। এখন প্রকল্পটির ব্যয় ২ কোটি ৯৫ লাখ টাকা বাড়ানো হলো। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৯৩৯ টাকা।

এছাড়া বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় পুলিশ লাইনে ২০তল ভিত্তিসহ ২০তল ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর প্রস্তাব নিয়ে আসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এই প্রকল্পটির ব্যয় ২ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ৩১৬ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের চুক্তিমূল্য ছিলো ৮১ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। ফলে এখন সংশোধিত চুক্তিমূল্য বেড়ে ৮৩ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ৫০৬ টাকা হয়েছে। বঙ্গ বিল্ডার্স লিমিটেড, ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড প্রকল্পটির কাজ করছে।

ঢাকা/হাসনাত/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই প রকল প র প রস ত ব প ল শ ল ইন প রকল প র ভ ত ত সহ র জন য সরক র

এছাড়াও পড়ুন:

সমন্বিত আট ব্যাংকের ৯৯৭ পদের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত আটটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’–এর ৯৯৭টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার (সাধারণ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

আরও পড়ুনগণযোগাযোগ অধিদপ্তরে ১৭৭ শূন্য পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে৩ ঘণ্টা আগে

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্ট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্র–সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনবেসরকারি ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসার নেবে ১৫০২৭ জুন ২০২৫

সম্পর্কিত নিবন্ধ