গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ঢাকা মেট্রোপলিটন এলাকা, সিলেট পুলিশ লাইন, কুমিল্লা পুলিশ লাইন, ডেমরা পুলিশ লাইন এবং চট্টগ্রাম পুলিশ লাইনে আবাসিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্প ৫টিতে অতিরিক্ত ব্যয় হবে ১৯ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৯৩৯ টাকা।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.
বৈঠকে সূত্রে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
আরো পড়ুন:
পদ্মায় ভাসছিল ভারতীয় নাগরিকের মরদেহ
খুলনায় ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নেতাসহ গুলিবিদ্ধ ৩
এই প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে ২ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৪৭ টাকা। প্রকল্পটির চুক্তি মূল্য ছিল ৭৮ কোটি ৯ লাখ ১০ হাজার ৩৭৩ টাকা। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৮০ কোটি ২০ লাখ ৪ হাজার ৪২০ টাকা। ডিইউএল-পিবিএল (জেভি) প্রকল্পটির কাজ করছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে সিলেট পুলিশ লাইন এলাকায় ১৭তলা ভিত্তিসহ ১৭ তলা আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
প্রকল্পটির কাজ সম্পন্ন করার জন্য বিবিএল এবং এলজেআই (জেভি)-এর সঙ্গে ৫৯ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩৮৭ টাকায় চুক্তি করা হয়। এখন ভেরিয়েশন বাবদ ব্যয় ৫ কোটি ৯ লাখ ২৮ হাজার ৩৬ টাকা বাড়ানো হলো। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়াচ্ছে ৬৪ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৪২৪ টাকা।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন কুমিল্লা পুলিশ লাইনে ১৭তলা ভিত্তিসহ ১৫তলা ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
এই প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য দেশ উন্নয়ন লিমিটেড, মেসার্স হক এন্টারপ্রাইজের সঙ্গে ৬৪ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৮৫৯ টাকায় চুক্তি হয়। এখন এর ব্যয় ৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৮৯৮ টাকা বাড়ানো হলো। ফলে প্রকল্পটির সংশোধি চুক্তিমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৭৫৮ টাকা।
বৈঠকে ঢাকার ডেমরা পুলিশ লাইনে বাস্তবায়নাধীন ২০তলা ভিত্তিসহ ২০তল আবাসিক ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর একটি প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই প্রস্তাটিও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
এই প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, দি অর্বিট বাংলাদেশের সঙ্গে ৮০ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ২৯৭ টাকার চুক্তি হয়। এখন প্রকল্পটির ব্যয় ২ কোটি ৯৫ লাখ টাকা বাড়ানো হলো। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৯৩৯ টাকা।
এছাড়া বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় পুলিশ লাইনে ২০তল ভিত্তিসহ ২০তল ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর প্রস্তাব নিয়ে আসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
এই প্রকল্পটির ব্যয় ২ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ৩১৬ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের চুক্তিমূল্য ছিলো ৮১ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। ফলে এখন সংশোধিত চুক্তিমূল্য বেড়ে ৮৩ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ৫০৬ টাকা হয়েছে। বঙ্গ বিল্ডার্স লিমিটেড, ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড প্রকল্পটির কাজ করছে।
ঢাকা/হাসনাত/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এই প রকল প র প রস ত ব প ল শ ল ইন প রকল প র ভ ত ত সহ র জন য সরক র
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল বন্ধ
চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় শহরের কুমিল্লা রোডের দ্য ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত।
এর আগে মঙ্গলবার রাতে ওই নবজাতককে কবরস্থানে নিয়ে যাওয়ার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে (৪৫) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে অবৈধ কার্যক্রম ছিল। নবজাতকের জন্মও হয়েছিল ওই হাসপাতালে। কবরস্থানে নবজাতক দাফনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের।
আরও পড়ুনচাঁদপুরে কবরস্থানে বাক্সবন্দী উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু১৫ সেপ্টেম্বর ২০২৫এ ঘটনায় গতকাল দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবরস্থানের তত্ত্বাবধায়ক শাহজাহান মিয়াজী।
হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাপ্পি দত্ত বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। চিকিৎসক নেই, প্যাথলজি ও অপারেশন থিয়েটারের পরিবেশ অনুপযুক্ত, পোস্ট অপারেটিভ রোগীদের জন্য কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্র নবায়নও করা হয়নি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়েছে। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে।
আরও পড়ুনকবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক১৬ সেপ্টেম্বর ২০২৫ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা।