জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং নতুন বাংলাদেশ গঠনের পথযাত্রায় রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে। এর আগে নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আলোচনা সভার বক্তারা।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দলটির সংস্কার সমন্বয় কমিটি। যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন এনসিপির মৌলিক সংস্কারের লিখিত রূপরেখা পাঠ করেন।

সভায় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়। নির্বাচন হলেও আগের অবস্থায় ফিরে যাব। মৌলিক জায়গাগুলোয় ঐকমত্যে পৌঁছাতেই হবে। যারা খুনের সঙ্গে জড়িত ছিল, যারা খুনের নির্দেশদাতা তাদের বিচার করতে হবে আগে। তারপর সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে হবে। 

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিচার ও সংস্কার করে নির্বাচনী প্যাকেজের মধ্য দিয়েই ১ হাজার ৪০০ শহীদের রক্তের হিস্যা আদায় করা সম্ভব। 

মৌলিক সংস্কারে সব রাজনৈতিক দলকে এক হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংবিধানে যদি গণতন্ত্র সুরক্ষিত থাকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে, জবাবদিহির কথা উল্লেখ থাকে তাহলে কোনো শাসকগোষ্ঠীর মনে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ উঁকি দিলেও সেখানে বাধাপ্রাপ্ত হবে।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কারের যে সুযোগ এসেছে, তা কাজে না লাগাতে না পারলে বাংলাদেশ আবার স্বৈরাচারের কবলে পড়বে। 

রাজনীতিতে সেনাবাহিনী নতুন বয়ান জন্ম দিচ্ছে বলে দাবি করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, তারা বলেছেন, ‘ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত।’ সেনাবাহিনীর এ কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনী সেনানিবাসে থাকুক। এনসিপির আহ্বান সেনাবাহিনীকে রাজনীতি থেকে আলাদা করতে হবে। সশস্ত্র বাহিনীকে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাদের আহ্বান জানাব, আপনারা জনগণের সৈনিক, জনগণের পক্ষে আপনাদের থাকতে হবে। জনগণের পক্ষে যদি লড়তে হয়, নতুন বিশ্বে যে কলাকৌশলগুলো এসেছে, সেগুলো রপ্ত করতে প্রশিক্ষিত হন। 

বিএনপির উদ্দেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যে সময়সীমার মধ্যে নির্বাচন চাচ্ছেন, তখনই করুন। কিন্তু সংস্কারটা আগেই হতে হবে। যারা মৌলিক সংস্কার চায়, তারাই সুষ্ঠু নির্বাচন চায়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ড.

শরীফ ভূঁইয়া, ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজের (বিআইজিডি) জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. মির্জা এম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, সুলতান মো. জাকারিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প এনস প র সদস য

এছাড়াও পড়ুন:

হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কোনো শক্তি বা হুংকার দিয়ে বাধাগ্রস্ত করা যাবে না। জনগণ যদি গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক সংস্কার কার্যকর হবে এবং লুণ্ঠিত রাষ্ট্রীয় সম্পদ ফেরত আসবে।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 

বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পক্ষে জেগে উঠলে কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া ঠেকাতে পারবে না। গণতন্ত্র থাকলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে, রাষ্ট্রের সম্পদ সুরক্ষিত থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করে তাদের পাশে দাঁড়াতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল প্রমুখ।

নেতাকর্মীরা এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রমকে আরো বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি গ্রাম থেকে শহর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করে জনগণের মাঝে বিএনপিকে শক্তিশালীভাবে উপস্থাপনের আহ্বান জানান।

ঢাকা/মোসলেম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • পটুয়াখালীতে সালিস বৈঠকে অংশ নিলে নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি
  • জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে: জামায়াত নেতা রফিকুল
  • বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি
  • রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে
  • হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • জামায়াত কীভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে: আনিসুল ইসলাম মাহমুদ
  • জুলাই সনদ নিয়ে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে
  • ফরিদপুরে সীমানা নিয়ে ডিসির চিঠি, এলাকাবাসীর ৫ দাবি
  • জামায়া‌তের তিন‌ দি‌নের কর্মসূচি ঘোষণা