‘জেড’ ক্যাটাগরিতে নামলো বাংলাদেশ ফাইন্যান্স
Published: 21st, April 2025 GMT
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডে ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, গত দুই হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। তাই সোমবার থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।
গত বছরের ২০ মে বিএসইসির জেড শ্রেণি নিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়- পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দিলে, আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মতামত জানতে অতালিকাভুক্ত সরকারি কোম্পানিগুলোকে ডেকেছে বিএসইসি
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য নতুন প্রাথমিক গণপ্রস্তাব রুলস বা আইপিও আইনের খসড়া সম্প্রতি অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইনের বিভিন্ন বিষয়ে মতামত জানতে ইতোমধ্যে বেশ কিছু অংশীজনের সঙ্গে আলোচনা করেছে সংস্থাটি।
এরই ধরাবাহিকতায় পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় বা অতালিকাভুক্ত সরকারি লাভজনক কিছু কোম্পানিকে আইপিও আইনের খসড়ার ওপর মতামত জানতে ডেকেছে বিএসইসি।
৮ ডিসেম্বর বিকাল তিনটায় বিএসইসির সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সম্প্রতি এ বিষয়ে কোম্পানিগুলোকে ডেকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সংস্থাটি।
বিএসইসি সূত্রে জানা গেছে, এ বিষয়ে এখন পর্যন্ত নয়টি কোম্পানিকে চিঠি দিয়েছে বিএসইসি। কোম্পানিগুলো হলো- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনোভিয়া ফার্মা পিএলসি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি বাংলাদেশে শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়ন্ত্রক কাঠামো আধুনিকীকরণ এবং শক্তিশালী করার লক্ষ্যে পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ বিধিমালা-২০২৫ এর খসড়া প্রস্তুত করেছে। বিস্তৃত অংশীদারদের সম্পৃক্ততা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কমিশনের প্রতিশ্রুতির অংশ হিসেবে, গুরুত্বপূর্ণ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনার আয়োজন করেছে।
এ বিষয়ে আগামীকাল সোমবার আগারগাঁও বিএসইসির কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকা/এনটি//