ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নেইমার, জেমস বন্ড থেকে তাসকিনের চিকিৎসক যিনি

তোতলামি সারানোর চিকিৎসকও কখনো কখনো তোতলা হতে পারেন। তখন তোতলামি সারাতে সেই চিকিৎসককে যেতে হয় অন্য চিকিৎসকের কাছে। প্রফেসর জেমস ক্যাল্ডারের অবস্থাও খুব একটা আলাদা নয়। পা ও গোড়ালির (অ্যাঙ্কেল) অস্ত্রোপচারে বিশেষজ্ঞ ক্যাল্ডার। দ্য টাইমসের প্রতিবেদক তাঁর সঙ্গে সাক্ষাৎ করার এক সপ্তাহ আগেই এক সতীর্থ চিকিৎসকের মাধ্যমে হাঁটুতে অস্ত্রোপচার করান ক্যাল্ডার।

সেই প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতের সময় ক্যাল্ডারের হাঁটাচলা স্বাভাবিকই ছিল। খোঁড়াতে দেখা যায়নি। ক্যাল্ডার নিজেই জানালেন তাঁর বর্তমান পরিস্থিতি, ‘অস্ত্রোপচার করানোর আগে এবং করানোর এক দিন পর যেমন ছিলাম, এখন তার চেয়ে ভালোভাবে হাঁটু ভাঁজ করতে পারছি।’

মজা করে কেউ কেউ বলতে পারেন, চিকিৎসকের নিজেরই যদি এ অবস্থা হয়, তাহলে তাঁর রোগীদের না জানি কী অবস্থা!

আরও পড়ুন‘পাসপোর্ট সময়মতো না আসায়’ ইউরো জেতা হয়নি রাফিনিয়ার১০ ঘণ্টা আগে

না। ক্রীড়াবিদদের কাছে ক্যাল্ডার খুব জনপ্রিয় অর্থোপেডিকস চিকিৎসক। বিশ্বসেরা সার্জন ও দ্রুত সেরে ওঠার প্রয়োজন হলে ক্রীড়াবিদেরা ভিড় জমান মধ্য লন্ডনে ক্যাল্ডারের প্রতিষ্ঠা করা ফোর্টিয়াস ক্লিনিকে। এই ক্লিনিকের তিনি সহপ্রতিষ্ঠাতা। ক্লিনিকে ঢোকার পথে হলরুমে নেইমার ও ভার্জিল ফন ডাইকের সই করা দুটি জার্সি ফ্রেমে বাঁধাই করে ঝুলিয়ে রাখা। চোটের কারণে কিছুদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও ক্যাল্ডারকে দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে অ্যাকিলিস টেনডিনোপ্যাথিতে ভোগা তাসকিন গত মাসের শেষ দিকে ইংল্যান্ডে যান। গত ২৯ এপ্রিল ক্যাল্ডারের সঙ্গে তাঁর দেখা করার দিন-তারিখ ঠিক করা হয়েছিল। ক্যাল্ডারকে নিয়ে তখন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘ওই চিকিৎসক একজন বিশেষজ্ঞ গোড়ালির সার্জন। আমরা নিজেরাও যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গেও যোগাযোগ করেছি। সব দিক বিবেচনায় আমরা সেরা বিকল্পটাই বেছে নিয়েছি।’

নেইমারও চোটের চিকিৎসা করিয়েছেন ক্যাল্ডারের কাছে

সম্পর্কিত নিবন্ধ