‘চীনের প্রাচীর’ টপকাতে পারবেন তো ইয়ামাল–রাফিনিয়ারা
Published: 6th, May 2025 GMT
সান সিরোর জিউসেপ্পে মিয়াৎসা স্টেডিয়ামের গ্যালারিতে আছড়ে পড়া নীল ঢেউয়ের শব্দে হয়তো মাঝেমধ্যেই কেঁপে উঠবে বার্সেলোনা। আবার বার্সেলোনার আক্রমণগুলো যখন আছড়ে পড়বে বহু বছর ধরে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা ইন্টার মিলান রক্ষণের নীল দেয়ালে, মুহূর্তেই হয়তো স্তিমিত হবে ৮০ হাজার দর্শকের হৃদ্কম্প। জিউসেপ্পে মিয়াৎসার গ্যালারিতে নেমে আসবে আশ্চর্য নীরবতা।
গত ৩০ এপ্রিল বার্সার মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ার পর থেকেই টগবগ করে ফুটছিল মিলানের ফুটবল স্বর্গ সান সিরো। ধীরে ধীরে স্টেডিয়ামটি প্রস্তুত হচ্ছিল আরেকটি আগুনে লড়াইয়ের জন্য। অবশেষে অপেক্ষা ফুরোচ্ছে আজ, ফাইনালে ওঠার জন্য দ্বিতীয় লেগের লড়াইয়ে মুখোমুখি হবে ইন্টার মিলান ও বার্সেলোনা।
বার্সার মাঠে প্রথম লেগের ম্যাচটি যেন ছিল দাবা খেলার মতো। যেখানে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়া বার্সা লেখে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প। সেই ম্যাচে বার্সা কোচ হান্সি ফ্লিক যেন হয়ে উঠেছিলেন কিংবদন্তি দাবাড়ু মিখাইল তাল। বার্সার প্রথম দুই গোল হজম করাকে কেউ চাইলে তালের ‘স্যাক্রিফাইস’ কৌশলের সঙ্গেও মেলাতে পারেন। যেখানে প্রতিপক্ষকে শুরুতে সুযোগ দিয়ে তারপর চেপে ধরা হয়। শেষ পর্যন্ত ফলটা পুরোপুরি বার্সার পক্ষে আসেনি। ঘরের মাঠে সমতাতেই শেষ হয়েছে ম্যাচ। তবে একদিক থেকে বার্সা নিজেদের ভাগ্যবানও ভাবতে পারে—এখন আর অ্যাওয়ে গোলের সুবিধা নেই! নয়তো ৩টি অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে এগিয়ে থাকা ইন্টারের বিপক্ষে ম্যাচটা আরও কঠিন হতে পারত বার্সার জন্য।
প্রথম লেগে ঘরের মাঠে ০–২ গোলে পিছিয়ে পড়েও বার্সেলোনা ইন্টার মিলানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করেছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ
বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার জন্য জাপানের রিভাইভাল নামক একটি প্রতিষ্ঠান ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এই উদ্যোগে রিভাইভালের সাথে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ইকোমিলি। সরকার এই যৌথ বিনিয়োগে সম্মতি দিয়েছে এবং ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরের অপেক্ষায় রয়েছে, যেখানে রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকো অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে ১৫টি কারখানা চালুর চেষ্টা চলছে। বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আরও ১০ কোটি ডলার ঋণের ব্যবস্থা করা হবে।