জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: মানবিক শাখা—মডেল টেস্ট-২ (অ্যাপ্রুভ)
Published: 4th, May 2025 GMT
বাংলা-২০
১. ‘টিকিয়া থাকাটাই চরম সার্থকতা নয়’—এ মন্তব্য কোন রচনা থেকে নেওয়া?
ক. মাসি-পিসি খ. বিলাসী গ. যৌবনের গান ঘ. বিদ্রোহী
২. ‘লালশালু’ উপন্যাসে ‘প্রদীপের আলো’র সঙ্গে কাকে তুলনা করা হয়েছে?
ক. পীর সাহেবকে খ. রহিমাকে গ. মজিদকে ঘ. জমিলাকে
৩. ‘আমি নিশ্চয় পারব।’—বাক্যটিতে ‘নিশ্চয়’ পদটি হলো?
ক. অনুসর্গ অধ্যায় খ.
৪. ‘মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।’—এটি কোন রচনার উদ্ধৃতি?
ক. নেকলেস খ. বায়ান্নর দিনগুলো গ. অপরাজিতা ঘ. রেইনকেট
৫. ‘খরপরশা’ শব্দের অর্থ কোনটি?
ক. কালস্রোত খ. বেশ বিপদ গ. ধারালো বর্শা ঘ. দেনা–পাওনা
৬. ‘ছেলেটি মাকে চিঠি লিখেছে।’—এই বাক্যে ‘লিখছে’ কোন ধরনের ক্রিয়া?
ক. অকর্মক খ. দ্বিকর্মক গ. অসমাপিকা ঘ. প্রযোজক
৭. ‘যত বড় মুখ নয়, তত বড় কথা’—সংলাপটি কার?
ক. রবার্ট ক্লাইভ খ. ক্লেটন গ. ওয়ালি খান ঘ. সিরাজউদ্দৌলা
৮. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
ক. ৭ খ. ৯ গ. ১৩ ঘ. ১৬
৯. ‘Key-Note’—এর পারিভাষিক শব্দ কোনটি?
ক. মূলভাব খ. টিকা-টিপ্পনি গ. চাবিকাঠি ঘ. গুরুত্বপূর্ণ নোট
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোটগল্প কোনটি?
ক. সোনার তরী খ. মানসী গ. মুসলমানীর গল্প ঘ. বিলাসী
১১. ‘মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম’—উক্তিটি কোন লেখকের?
ক. কাজী নজরুল ইসলাম খ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় গ. বুলবন ওসমান ঘ. প্রমথ চৌধুরী
১২. ‘সালতি’ কী?
ক. পাত্র বিশেষ খ. উত্সব বিশেষ গ. নৌকা বিশেষ ঘ. ফসল বিশেষ
১৩. ‘পর্যবেক্ষণ’—এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পর+বেক্ষণে খ. পরি+বেক্ষণ গ. পর+অপেক্ষা ঘ. পরি+অবেক্ষণ
১৪. ‘জলধি’ কোন প্রকার শব্দ?
ক. মৌলিক খ. যৌগিক গ. রূঢ় ঘ. যোগরূঢ়
১৫. একটি বাক্যে স্বাধীনভাবে বসতে পারে কোনটি?
ক. আবেগ খ. অনুসর্গ গ. মিশ্র বাক্য ঘ. ক্রিয়া
১৬. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে লেখা?
ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত গ. স্বরবৃত্ত ঘ. গদ্যছন্দ
১৭. ‘কুহেলি’ শব্দের অর্থ কী?
ক. কোকিল খ. কুহুধ্বনি গ. কুয়াশা ঘ. জ্যোত্স্না
১৮. ‘আঠারো বছর বয়সের’ কবিতার মূল সুর কোনটি?
ক. নৈতিকতা খ. সাহসিকতা গ. বিবেকবোধ ঘ. অদম্য তারুণ্য
১৯. ‘বর্ণ কিসের প্রতীক’?
ক. ধ্বনি খ. অক্ষরবৃত্ত গ. উষ্ণধ্বনি ঘ. কারক
২০. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলা হয়?
ক. অপগত খ. পরাগত গ. সমীভরা ঘ. বিষমীভবন
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: বিজ্ঞান শাখা—মডেল টেস্ট–১০৪ এপ্রিল ২০২৫ইংরেজি-২০
1. Choose the correct spelling—
a. Cameraderi b. Camaradry c. Camaraderie d. Cameraderie
2. ‘Cul-de-sac’ means—
a. impasse b. trumoil c. a dark street d. a curve
3. The synonym of ‘Belligerent’ is—
a. friendly b. flexible c. pugnacious d. repugnant
4. After-suspended for misbehaviour, the student requested reconsideration.
a. having been b. having c. have d. was
5. If Vertex: Pyramid then—
a. Strand: Hair b. Frame: Picture c. Summit: Mountain d. Rung: Ladder
6. ‘Take with a grain of salt’ means—
a. not to take something too seriously
b. not to harm anyone
c. not to injure someone
d. not to feel insulted by someone
7. The antonym of the word ‘Equanimity’ is—
a. agitation b. aplomb c. ataraxy d. assurance
8. The ‘odd one’ is—
a. Brilliant b. Luminescent c. Bright d. Brittle
9. The word ‘homogeneous’ means—
a. diverse b. homely c. correct d. uniform
10. ‘The British Isles’ are—
a. The United Kingdom b. The United States
c. England d. Scotland and Ireland
11. Where can we find ‘Spanish influence’?
a. in the southwest of the US b. in English c. in pronunciation d. elsewhere
12. The word ‘extensively’ is—
a. noun b. an adjective c. an adverb d. none of A, B and C
13. The word ‘tremendous’means—
a. terrible b. shocking c. great d. excellent
14. Choose the correct spelling.
a. pnemonia b. nemonia c. nemonea d. pneumonia
15. The word ‘niche’ means—
a. statue b. proper place c. humble d. confusion
16. It is difficult to get rid-all the—
a. of, refuse b. from, animals c. by, rubbish d. with, filth
17. Global warming may have a-effect on life.
a. pollutant b. industrious c. disastrous d. destruction
18. The phrase ‘by all means’ means—
a. meaningful b. uncertainty c. by hook or crook d. certainly
19. Choose the translation of the sentence.
a. He has been suffering from fever for the last four days.
b. He had fever for the last four days.
c. He has suffered from fever for the last four days.
d. He has fever for the last four days.
20. Which sentence is correct?
a. He casted his vote for you.
b. He offered his vote for you.
c. He cast his vote for you.
d. He dropped his vote for you.
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বরবণ্টন প্রকাশ০৮ মার্চ ২০২৫দরকারি নির্দেশাবলি-* ভর্তি পরীক্ষার তারিখ: ২৪ মে ২০২৫, শনিবার
* ভর্তি পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
* ভর্তি পরীক্ষার সময়: ১ ঘণ্টা
* MCQ-এর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে নাআরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য৫ ঘণ্টা আগে
সাধারণ জ্ঞান-২০
১. অমর্ত্য সেন নিচের কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
ক. Wealth of Nations খ. Poverty and Famines গ. Principal of Economics ঘ. Das Kapital
২. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. চীনে খ. জাপানে গ. যুক্তরাজ্যে ঘ. সুইডেনে
৩. ‘রাজু ভাস্কর্য’—এর ভাস্করের নাম কী?
ক. হামিদুর রহমান খ. নভেরা গ. শ্যামল চৌধুরী ঘ. এস এম সুলতান
৪. বাংলাদেশের বৃহত্তম রেলসেতু কোনটি?
ক. রূপসা রেলসেতু খ. পদ্মা রেলসেতু গ. যমুনা রেলসেতু ঘ. হার্ডিঞ্জ ব্রিজ রেলসেতু
৫. ‘মুক্তি ও গণতন্ত্র’ তোরণ কোথায় নির্মিত হয়?
ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬. ‘রিফিউজি’ সমস্যাটি কোন সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত?
ক. UNDP খ. UNFPA গ. UNHCR ঘ. IUCN
৭. ‘বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০’—কোনটির সঙ্গে যুক্ত?
ক. ভূরাজনীতি খ. সমুদ্র উন্নয়ন গ. পর্যটন রাজনীতি ঘ. জলবায়ু পরিবর্তন
৮. ‘টিকফা চুক্তি’ কোন দুই পক্ষের মধ্যে হয়েছে?
ক. বাংলাদেশ-যুক্তরাষ্ট্র খ. ইউক্রেন-যুক্তরাষ্ট্র গ. ভারত-নেপাল ঘ. ভারত-বাংলাদেশ
৯. কঙ্গোর কিনসাসা টাটা রাফায়েল স্টেডিয়ামে বক্সিং রিংয়ে মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যান কবে মুখোমুখি হয়েছিলেন?
ক. ৩০ অক্টোবর ১৯৭৪ খ. ৩০ নভেম্বর ১৯৭৪ গ. ১০ মে ১৯৭৫ ঘ. ২০ অক্টোবর ১৯৭৫
১০. বাংলাদেশ স্যাটেলাইট-১ কোন দেশের প্রতিষ্ঠান তৈরি করেছে?
ক. সুইডেন খ. যুক্তরাষ্ট্র গ. ফ্রান্স ঘ. জার্মানি
১১. ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় কোন আদালতকে?
ক. জজকোর্ট খ. হাইকোর্ট গ. সুপ্রিম কোর্ট ঘ. ম্যাজিস্ট্রেট কোর্ট
১২. রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলোসিয়াম’ কী?
ক. একটি উপাসনালয় খ. একটি নাট্যশালা গ. একটি বিশ্ববিদ্যালয় ঘ. একটি প্রাচীন মিনার
১৩. সামষ্টিক অর্থনীতির জনক বলা হয় কাকে?
ক. অ্যাডাম স্মিথ খ. জন মেনার্ড কেইনস গ. রবার্ট ম্যালথাস ঘ. জন স্টুয়ার্ড মিল
১৪. বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’—এর প্রবক্তা কোন দেশ?
ক. জাপান খ. ভারত গ. চীন ঘ. আফগানিস্তান
১৫. যুক্তরাষ্ট্রে নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা কত?
ক. ৫৩৮ খ. ৫৪২ গ. ৫৪৮ ঘ. ৫৬২
১৬. বাংলার প্রথম নবাব কে ছিলেন?
ক. আলিবর্দী খান খ. নবাব সিরাজউদ্দৌলা গ. মুর্শিদকুলি খান ঘ. ইলিয়াস শাহ
১৭. জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. জাপান খ. কোস্টারিকা গ. সুদান ঘ. সুইডেন
১৮. ন্যাটোর মুসলিম সদস্যদেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া খ. আলবেনিয়া গ. পাকিস্তান ঘ. সৌদি আরব
১৯. জাতিসংঘ ২০২৫ সাল কোন আন্তর্জাতিক বর্ষ ঘোষণা করছে?
ক. আন্তর্জাতিক উটবর্ষ খ. আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর
গ.আন্তর্জাতিক জোয়ার রাজস্ব বর্ষ ঘ. আন্তর্জাতিক মত্স্যচাষি বর্ষ
২০. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ২০০ নটিক্যাল মাইল খ. ২৪০ নটিক্যাল মাইল গ. ২৮০ নটিক্যাল মাইল ঘ. ৩০০ নটিক্যাল মাইল
আরও পড়ুনস্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে১৯ এপ্রিল ২০২৫ছবি: প্রথম আলোউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: মানবিক শাখা—মডেল টেস্ট-২ (অ্যাপ্রুভ)
বাংলা-২০
১. ‘টিকিয়া থাকাটাই চরম সার্থকতা নয়’—এ মন্তব্য কোন রচনা থেকে নেওয়া?
ক. মাসি-পিসি খ. বিলাসী গ. যৌবনের গান ঘ. বিদ্রোহী
২. ‘লালশালু’ উপন্যাসে ‘প্রদীপের আলো’র সঙ্গে কাকে তুলনা করা হয়েছে?
ক. পীর সাহেবকে খ. রহিমাকে গ. মজিদকে ঘ. জমিলাকে
৩. ‘আমি নিশ্চয় পারব।’—বাক্যটিতে ‘নিশ্চয়’ পদটি হলো?
ক. অনুসর্গ অধ্যায় খ. অনন্বয়ী অব্যয় গ. সমুচ্চয়ী অব্যয় ঘ. আবেগ
৪. ‘মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।’—এটি কোন রচনার উদ্ধৃতি?
ক. নেকলেস খ. বায়ান্নর দিনগুলো গ. অপরাজিতা ঘ. রেইনকেট
৫. ‘খরপরশা’ শব্দের অর্থ কোনটি?
ক. কালস্রোত খ. বেশ বিপদ গ. ধারালো বর্শা ঘ. দেনা–পাওনা
৬. ‘ছেলেটি মাকে চিঠি লিখেছে।’—এই বাক্যে ‘লিখছে’ কোন ধরনের ক্রিয়া?
ক. অকর্মক খ. দ্বিকর্মক গ. অসমাপিকা ঘ. প্রযোজক
৭. ‘যত বড় মুখ নয়, তত বড় কথা’—সংলাপটি কার?
ক. রবার্ট ক্লাইভ খ. ক্লেটন গ. ওয়ালি খান ঘ. সিরাজউদ্দৌলা
৮. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
ক. ৭ খ. ৯ গ. ১৩ ঘ. ১৬
৯. ‘Key-Note’—এর পারিভাষিক শব্দ কোনটি?
ক. মূলভাব খ. টিকা-টিপ্পনি গ. চাবিকাঠি ঘ. গুরুত্বপূর্ণ নোট
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোটগল্প কোনটি?
ক. সোনার তরী খ. মানসী গ. মুসলমানীর গল্প ঘ. বিলাসী
১১. ‘মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম’—উক্তিটি কোন লেখকের?
ক. কাজী নজরুল ইসলাম খ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় গ. বুলবন ওসমান ঘ. প্রমথ চৌধুরী
১২. ‘সালতি’ কী?
ক. পাত্র বিশেষ খ. উত্সব বিশেষ গ. নৌকা বিশেষ ঘ. ফসল বিশেষ
১৩. ‘পর্যবেক্ষণ’—এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পর+বেক্ষণে খ. পরি+বেক্ষণ গ. পর+অপেক্ষা ঘ. পরি+অবেক্ষণ
১৪. ‘জলধি’ কোন প্রকার শব্দ?
ক. মৌলিক খ. যৌগিক গ. রূঢ় ঘ. যোগরূঢ়
১৫. একটি বাক্যে স্বাধীনভাবে বসতে পারে কোনটি?
ক. আবেগ খ. অনুসর্গ গ. মিশ্র বাক্য ঘ. ক্রিয়া
১৬. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে লেখা?
ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত গ. স্বরবৃত্ত ঘ. গদ্যছন্দ
১৭. ‘কুহেলি’ শব্দের অর্থ কী?
ক. কোকিল খ. কুহুধ্বনি গ. কুয়াশা ঘ. জ্যোত্স্না
১৮. ‘আঠারো বছর বয়সের’ কবিতার মূল সুর কোনটি?
ক. নৈতিকতা খ. সাহসিকতা গ. বিবেকবোধ ঘ. অদম্য তারুণ্য
১৯. ‘বর্ণ কিসের প্রতীক’?
ক. ধ্বনি খ. অক্ষরবৃত্ত গ. উষ্ণধ্বনি ঘ. কারক
২০. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলা হয়?
ক. অপগত খ. পরাগত গ. সমীভরা ঘ. বিষমীভবন
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: বিজ্ঞান শাখা—মডেল টেস্ট–১০৪ এপ্রিল ২০২৫ইংরেজি-২০
1. Choose the correct spelling—
a. Cameraderi b. Camaradry c. Camaraderie d. Cameraderie
2. ‘Cul-de-sac’ means—
a. impasse b. trumoil c. a dark street d. a curve
3. The synonym of ‘Belligerent’ is—
a. friendly b. flexible c. pugnacious d. repugnant
4. After-suspended for misbehaviour, the student requested reconsideration.
a. having been b. having c. have d. was
5. If Vertex: Pyramid then—
a. Strand: Hair b. Frame: Picture c. Summit: Mountain d. Rung: Ladder
6. ‘Take with a grain of salt’ means—
a. not to take something too seriously
b. not to harm anyone
c. not to injure someone
d. not to feel insulted by someone
7. The antonym of the word ‘Equanimity’ is—
a. agitation b. aplomb c. ataraxy d. assurance
8. The ‘odd one’ is—
a. Brilliant b. Luminescent c. Bright d. Brittle
9. The word ‘homogeneous’ means—
a. diverse b. homely c. correct d. uniform
10. ‘The British Isles’ are—
a. The United Kingdom b. The United States
c. England d. Scotland and Ireland
11. Where can we find ‘Spanish influence’?
a. in the southwest of the US b. in English c. in pronunciation d. elsewhere
12. The word ‘extensively’ is—
a. noun b. an adjective c. an adverb d. none of A, B and C
13. The word ‘tremendous’means—
a. terrible b. shocking c. great d. excellent
14. Choose the correct spelling.
a. pnemonia b. nemonia c. nemonea d. pneumonia
15. The word ‘niche’ means—
a. statue b. proper place c. humble d. confusion
16. It is difficult to get rid-all the—
a. of, refuse b. from, animals c. by, rubbish d. with, filth
17. Global warming may have a-effect on life.
a. pollutant b. industrious c. disastrous d. destruction
18. The phrase ‘by all means’ means—
a. meaningful b. uncertainty c. by hook or crook d. certainly
19. Choose the translation of the sentence.
a. He has been suffering from fever for the last four days.
b. He had fever for the last four days.
c. He has suffered from fever for the last four days.
d. He has fever for the last four days.
20. Which sentence is correct?
a. He casted his vote for you.
b. He offered his vote for you.
c. He cast his vote for you.
d. He dropped his vote for you.
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বরবণ্টন প্রকাশ০৮ মার্চ ২০২৫দরকারি নির্দেশাবলি-* ভর্তি পরীক্ষার তারিখ: ২৪ মে ২০২৫, শনিবার
* ভর্তি পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
* ভর্তি পরীক্ষার সময়: ১ ঘণ্টা
* MCQ-এর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে নাআরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য৫ ঘণ্টা আগে
সাধারণ জ্ঞান-২০
১. অমর্ত্য সেন নিচের কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
ক. Wealth of Nations খ. Poverty and Famines গ. Principal of Economics ঘ. Das Kapital
২. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. চীনে খ. জাপানে গ. যুক্তরাজ্যে ঘ. সুইডেনে
৩. ‘রাজু ভাস্কর্য’—এর ভাস্করের নাম কী?
ক. হামিদুর রহমান খ. নভেরা গ. শ্যামল চৌধুরী ঘ. এস এম সুলতান
৪. বাংলাদেশের বৃহত্তম রেলসেতু কোনটি?
ক. রূপসা রেলসেতু খ. পদ্মা রেলসেতু গ. যমুনা রেলসেতু ঘ. হার্ডিঞ্জ ব্রিজ রেলসেতু
৫. ‘মুক্তি ও গণতন্ত্র’ তোরণ কোথায় নির্মিত হয়?
ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬. ‘রিফিউজি’ সমস্যাটি কোন সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত?
ক. UNDP খ. UNFPA গ. UNHCR ঘ. IUCN
৭. ‘বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০’—কোনটির সঙ্গে যুক্ত?
ক. ভূরাজনীতি খ. সমুদ্র উন্নয়ন গ. পর্যটন রাজনীতি ঘ. জলবায়ু পরিবর্তন
৮. ‘টিকফা চুক্তি’ কোন দুই পক্ষের মধ্যে হয়েছে?
ক. বাংলাদেশ-যুক্তরাষ্ট্র খ. ইউক্রেন-যুক্তরাষ্ট্র গ. ভারত-নেপাল ঘ. ভারত-বাংলাদেশ
৯. কঙ্গোর কিনসাসা টাটা রাফায়েল স্টেডিয়ামে বক্সিং রিংয়ে মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যান কবে মুখোমুখি হয়েছিলেন?
ক. ৩০ অক্টোবর ১৯৭৪ খ. ৩০ নভেম্বর ১৯৭৪ গ. ১০ মে ১৯৭৫ ঘ. ২০ অক্টোবর ১৯৭৫
১০. বাংলাদেশ স্যাটেলাইট-১ কোন দেশের প্রতিষ্ঠান তৈরি করেছে?
ক. সুইডেন খ. যুক্তরাষ্ট্র গ. ফ্রান্স ঘ. জার্মানি
১১. ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় কোন আদালতকে?
ক. জজকোর্ট খ. হাইকোর্ট গ. সুপ্রিম কোর্ট ঘ. ম্যাজিস্ট্রেট কোর্ট
১২. রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলোসিয়াম’ কী?
ক. একটি উপাসনালয় খ. একটি নাট্যশালা গ. একটি বিশ্ববিদ্যালয় ঘ. একটি প্রাচীন মিনার
১৩. সামষ্টিক অর্থনীতির জনক বলা হয় কাকে?
ক. অ্যাডাম স্মিথ খ. জন মেনার্ড কেইনস গ. রবার্ট ম্যালথাস ঘ. জন স্টুয়ার্ড মিল
১৪. বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’—এর প্রবক্তা কোন দেশ?
ক. জাপান খ. ভারত গ. চীন ঘ. আফগানিস্তান
১৫. যুক্তরাষ্ট্রে নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা কত?
ক. ৫৩৮ খ. ৫৪২ গ. ৫৪৮ ঘ. ৫৬২
১৬. বাংলার প্রথম নবাব কে ছিলেন?
ক. আলিবর্দী খান খ. নবাব সিরাজউদ্দৌলা গ. মুর্শিদকুলি খান ঘ. ইলিয়াস শাহ
১৭. জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. জাপান খ. কোস্টারিকা গ. সুদান ঘ. সুইডেন
১৮. ন্যাটোর মুসলিম সদস্যদেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া খ. আলবেনিয়া গ. পাকিস্তান ঘ. সৌদি আরব
১৯. জাতিসংঘ ২০২৫ সাল কোন আন্তর্জাতিক বর্ষ ঘোষণা করছে?
ক. আন্তর্জাতিক উটবর্ষ খ. আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর
গ.আন্তর্জাতিক জোয়ার রাজস্ব বর্ষ ঘ. আন্তর্জাতিক মত্স্যচাষি বর্ষ
২০. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ২০০ নটিক্যাল মাইল খ. ২৪০ নটিক্যাল মাইল গ. ২৮০ নটিক্যাল মাইল ঘ. ৩০০ নটিক্যাল মাইল
আরও পড়ুনস্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে১৯ এপ্রিল ২০২৫ছবি: প্রথম আলো