‘ট্রিপলেট’—স্প্যানিশ শব্দ। তিনটি বড় শিরোপা বোঝাতে শব্দটি ব্যবহার করেন স্প্যানিশরা। বার্সেলোনা শহরে এই ‘ট্রিপলেট’ লোকের মুখে মুখে ফুটছে।

কিন্তু ওই শহরেরই ক্লাব বার্সেলোনায় খেলোয়াড়দের মুখে এ নিয়ে টুঁ শব্দটি নেই। বাতাসে ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা নিয়ে ফিসফিসানি, গুঞ্জন বাড়ছে কিন্তু বার্সার খেলোয়াড়েরা কেউ কিছু বলছেন না, যেন বললেই অভিশাপ লাগবে!

অথচ বার্সার ছেলে ও মেয়েদের দলের সব পর্যায় মিলিয়ে সবাইকে এই ‘ট্রেবল’ জয়ের দীক্ষা দেওয়া হয়, সেটা একদম অল্প বয়স থেকে। বার্সা মিডফিল্ডার গাভি যেমন চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের আগে বলেছিলেন, ‘লা মাসিয়া (বার্সার একাডেমি) থেকেই সবাই ট্রেবল জয়ের স্বপ্ন দেখে।’

আরও পড়ুনমেসি-ইয়ামাল: প্রথম ১০০ ম্যাচে কে বেশি ভালো০৩ মে ২০২৫

চলতি মৌসুমে বার্সার আশপাশে ঘোরাফেরা করছে সেই স্বপ্ন। মৌসুম শুরুর আগে যে স্বপ্নটি দূরবর্তী ছিল, পারফরম্যান্স দিয়ে সেটাই এখন বার্সার হাতছোঁয়া দূরত্বে। নিশ্চয়ই ভাবছেন হান্সি ফ্লিকের দলের কথা বলা হচ্ছে? হ্যাঁ, সে তো বটেই। তবে শুধু ফ্লিকের দল নয়, পেরে রোমেউ ও হুলিয়ানো বেলেত্তির দলের কথাও বলা হচ্ছে। পেরে রোমেউ বার্সার নারী মূল দলের কোচ এবং বেলেত্তি ক্লাবটির ছেলেদের অনূর্ধ্ব–১৯ দলের কোচ।
ভ্রুকুটি জাগছে? বিষয়টি ভেঙে বলা যাক।

চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা রয়েছে বার্সার পুরুষ মূল দলের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র বল দল র ক

এছাড়াও পড়ুন:

মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দিতে এলো ‘এক্সট্রিম এরোসল’

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডে নতুন সংযোজন হয়েছে ‘বসুন্ধরা এক্সট্রিম এরোসল- ইনসেক্ট কিলার’। রবিবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের লেভেল-৫ এর ট্রেনিং হলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে পণ্যের উপাদান, কার্যকারিতা ও বাজারে সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘বসুন্ধরা এক্সট্রিম এরোসল আমাদের ঘরোয়া নিরাপত্তাকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকনগুনিয়াসহ সব ধরণের মশাবাহী রোগ প্রতিরোধ করতে বসুন্ধরা গ্রুপ পণ্যটি বাজারে নিয়ে এসেছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই পণ্যটি তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করলে মশাসহ ঘরের অন্যান্য পোকামাকড় থেকে পরিত্রাণ পাওয়া যাবে।’’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর-সি এর চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ। তিনি বলেন, ‘‘পণ্যটি দেশের সর্বত্র পৌঁছে দিতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। এই পণ্য বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।’’

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ