Samakal:
2025-05-04@15:52:15 GMT

বক্স অফিসে ঝড় তুলছে ‘হিট-৩’

Published: 4th, May 2025 GMT

বক্স অফিসে ঝড় তুলছে ‘হিট-৩’

‘হিট: দ্য থার্ড কেস’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। সেলেশ কোলানু পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমাটি মুক্তির তৃতীয় দিনেই ভারতে আয় করেছে ১০.২৫ কোটি রুপি। স্যাকনিলকের তথ্যমতে, তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪১.৭৫ কোটি রুপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ছবিটি তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি ও মালায়ালম ভাষায় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির প্রথম শনিবার তেলেগু ভাষায় ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল ৫২.

৮৫ শতাংশ।

‘হিট: দ্য থার্ড কেস’-এ মুখ্য ভূমিকায় এসপি অর্জুন সরকার চরিত্রে অভিনয় করেছেন নানি। তার বিপরীতে এএসপি মৃদুলা চরিত্রে দেখা গেছে শ্রীনিধি শেঠিকে, যিনি ছবিতে নানির প্রেমিকার ভূমিকায় আছেন। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সূর্য শ্রীনিবাস, আদিল পালা, রাও রমেশ, সমুদ্রকণি, কোমালি প্রসাদ, নেপোলিয়ন ও রবীন্দ্র বিজয়।

‘হিট’ সিরিজের যাত্রা শুরু হয় ২০২০ সালে ‘হিট: দ্য ফার্স্ট কেস’ দিয়ে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন বিশ্বক সেন ও রুহানি শর্মা। এরপর ২০২২ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘হিট: দ্য সেকেন্ড কেস’, যেখানে অভিনয় করেন আদিভি শেশ ও মীনাক্ষী চৌধুরী।

উৎস: Samakal

কীওয়ার্ড: চর ত র

এছাড়াও পড়ুন:

‘এ’ দলে ৩৬ উইকেট পাওয়া পেসার এনামুল

নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডের পর দুইটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। দুইটি চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পেয়েছেন পেসার এনামুল হক। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে ৩৬ উইকেট পেয়েছেন তিনি।

ঢাকা বিভাগের হয়ে ৭ ম্যাচে ১৪ ইনিংসে ১৫.৪১ গড় ও ৩.৩৪ ইকোনমিতে লিগের সর্বোচ্চ ৩৬ উইকেট পেয়েছিলেন। লিগে আর কোনো বোলার ৩০ উইকেটের বেশি পাননি। ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও গত আসরেই আলোচনায় আসেন ২৪ বছর বয়সী এই পেসার। এবার ‘এ’ দলের হয়ে বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ পেতে যাচ্ছেন।

এছাড়া নাঈম শেখ, এনামুল হক বিজয়, জাকির হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান, নাসুম আহমেদ, ইবাদত হোসেনদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’ দল।  

আরো পড়ুন:

শান্ত কেন দলে, বিপিএল সেরা হয়েও মিরাজ কেন নেই?

লিটনকে অধিনায়ক করে সাত টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

সিলেটে দুই দল তিনটি ওয়ানডে খেলবে ৫, ৭ ও ১০ মে। প্রথম চার দিনের ম্যাচ সিলেটেই অনুষ্ঠিত হবে। শুরু হবে ১৪ মে থেকে। দ্বিতীয় চার দিনের ম্যাচ হবে ঢাকায় মিরপুরে। শুরু হবে ২১ মে থেকে।

সীমিত পরিসরে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। এই দলের দায়িত্বে আছেন কোচ মিজানুর রহমান বাবুল।

রবিবার (৪ মে) গণমাধ্যমে কোচ বলেছেন, ‘‘জাতীয় দলের যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করা আমাদের লক্ষ্য। পাশাপাশি ভালো ক্রিকেট খেলে তো জিততেই চাইব। পাইপলাইন সমৃদ্ধ করাই আমাদের কাজ। কিছু খেলোয়াড় আমরা তৈরি রাখতে চাই জাতীয় দলের জন্য।’’

চার দিনের স্কোয়াড: নাঈম শেখ, এনামুল হক বিজয়, জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম, অমিত হাসান, কাজী নুরুল হাসান সোহান, হাসান মুরাদ, নাঈম হাসান, নাসুম আহমেদ, সাঈদ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, এনামুল হক ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

ওয়ানডের স্কোয়াড: নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান, অমিত হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ