পাকিস্তানে মুক্তি পাচ্ছে ঢাকার সিনেমা ‘জংলি’। ছবিটি উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম।

‘জংলি’ পাকিস্তানে মুক্তি দিচ্ছে সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী রোববার এক বিবৃতিতে জানান, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চুক্তি সেরেছেন। উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। ছবিটি শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে।

সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান জানান, ছবিটি শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে।

আরও পড়ুন‘জংলি’ শাকিবের ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙতে পারল কি২৯ এপ্রিল ২০২৫

‘জংলি’ সিনেমায় নাম ভূমিকায় আছেন অভিনেতা সিয়াম আহমেদ। পাখি চরিত্রে রয়েছেন শিশুশিল্পী নৈঋতা। আরও আছেন বুবলী, দীঘি। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

ছবিটি আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও মুক্তি পেয়েছে। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।

এর আগে শাকিব খান অভিনীত রায়হান রাফীর সিনেমা ‘তুফান’, শরীফুল রাজ অভিনীত মিশুক মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তি পেয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৫ মে ২০২৫)

বাংলাদেশ ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ সিরিজ শুরু আজ। আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।১ম বেসরকারি ওয়ানডে????

বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’
সকাল ৯-৩০ মি. ???? টি স্পোর্টস

আইপিএল????

সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা ???? স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস

পিএসএল????

মুলতান সুলতানস-পেশোয়ার জালমি
রাত ৯টা ???? নাগরিক টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ ⚽

ক্রিস্টাল প্যালেস-নটিংহাম ফরেস্ট
রাত ১টা ????স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা ⚽

জিরোনা-মায়োর্কা
রাত ১টা ???? স্পোর্টজেডএক্স অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ