ধলেশ্বরী নদীর পশ্চিম তীরেই ছনকা উচ্চ বিদ্যালয় রাখার দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণের কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা। 
অভিভাবক খুরশিদ আলমের সভাপতিত্বে সেখানে দেওয়া বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ২০১৫ সালে নদীর পূর্ব তীরে ৪৩ শতাংশ জমিতে স্থাপন করা হয় বিদ্যালয়টি। ভাঙনঝুঁকির কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে সেখানে কোনো ভবনের বরাদ্দ আসছে না। পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নদীর পশ্চিম তীরের ৮৩ শতাংশ জমিতে বিদ্যালয়টি স্থাপন করা হয়। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও চলছে। কিন্তু নদীর পূর্ব তীরের কিছু অভিভাবক সেখানে বিদ্যালয়টি পুনরায় স্থাপনের জন্য নানা ষড়যন্ত্র করছে।
সাটুরিয়ার ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেনের ভাষ্য, নদীভাঙনের কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে একই মৌজায় নদীর পশ্চিম তীরে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। কিন্তু সেটি আবারও পূর্ব তীরে স্থাপনের দাবি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন ওই এলাকার আব্দুল মজিদ। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী ৩ মে এক চিঠি দেন। এতে বলা হয়, বরাইদ ইউনিয়নের চরাঞ্চলের শিক্ষাবঞ্চিত মানুষের স্বার্থরক্ষায় ছনকা উচ্চ বিদ্যালয় ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে স্থানান্তরের আদেশ বাতিল করে পুনরায় তদন্তের পর প্রতিবেদন পাঠাতে হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব দ য লয়ট নদ র প

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ