মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাফ জানিয়ে দিলেন, ‘আমাদের দেশ কখনো বিক্রি হবে না।’ স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তাঁরা বৈঠক করেন।

বৈঠকে ট্রাম্প সদ্য নির্বাচিত কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে বলেন, ‘আপনারা যদি আমেরিকার ৫১তম রাজ্য হতে রাজি হন, তাহলে এটা হবে এক অসাধারণ বন্ধন (ম্যারেজ)।’

কিন্তু বৈঠক শেষে উভয় নেতাই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান। তবে কার্নি বলেছেন, তিনি ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন, তিনি যেন ‘কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো বন্ধ করেন’।

আবাসন ব্যবসায়ী ট্রাম্পকে বৈঠকে কার্নি বলেছেন, ‘আপনি জানেন, কিছু জায়গা কখনো বিক্রি হয় না—যেমন ওভাল অফিস কিংবা ব্রিটেনের বাকিংহাম প্যালেস। কানাডাও সে রকমই।’

কার্নি আরও বলেন, ‘গত কয়েক মাসে নির্বাচনী প্রচারণার সময় আমি কানাডার জনগণের সঙ্গে কথা বলেছি। তাঁরা স্পষ্ট করে বলেছেন, কানাডা বিক্রি হবে না। কখনো না।’

ট্রাম্প উত্তরে বলেন, ‘কখনো না—এটা কখনো বোলো না।’

আরও পড়ুনট্রাম্পের চাপ সামলাতে অর্থনীতি ঢেলে সাজানোর ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর০৪ মে ২০২৫

৬০ বছর বয়সী লিবারেল পার্টির নেতা কার্নি ২৮ এপ্রিলের নির্বাচনে জয়ী হন। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্পের সঙ্গে কড়া অবস্থানে যাবেন। তখন তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, উত্তর আমেরিকার দুই প্রতিবেশীর সম্পর্ক আর আগের মতো থাকবে না।

প্রসঙ্গত, ট্রাম্প কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপ করে বড়সড় বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন। একই সঙ্গে তিনি বারবার বলে আসছেন, ‘কানাডাকে আমেরিকার অংশ হওয়া উচিত।’ কানাডা ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র এবং যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র ক র

এছাড়াও পড়ুন:

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তিপরীক্ষা শুক্রবার, সব প্রস্তুতি সম্পন্ন

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’  ইউনিটের  ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং আর্কিটেকচার পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নেবে। এছাড়া বিকেলের আর্কিটেকচার পরীক্ষায় ৩ হাজার ১৩৯ জন অংশ নেবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২২ জন পরীক্ষা দেবে। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, ‘সি’ ও ‘বি’  ইউনিটের মতো ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নেওয়ার  লক্ষ্যে  পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তথ্যকেন্দ্র এবং পরীক্ষা চলাকালে অভিভাবকদের জন্যও নির্ধারিত স্থানে নিরাপদে বসার ব্যবস্থা করা হয়েছে।  

কমিটির আহ্বায়ক গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরদের সঙ্গে সভা করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সভায় উপস্থিত সদস্যরা পরীক্ষার সব প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন।

সম্পর্কিত নিবন্ধ