চট্টগ্রামের জামালখানে ডোমিনোজ পিৎজার ৪০তম রেস্টুরেন্ট
Published: 8th, May 2025 GMT
বন্দরনগরী চট্টগ্রামের জামালখান এলাকায় উদ্বোধন করা হয়েছে ডোমিনোজ পিৎজার ৪০তম রেস্টুরেন্ট। গত মঙ্গলবার (৬ মে) এক উৎসবমুখর পরিবেশে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে যেকোনো রেগুলার সাইজের ক্ল্যাসিক ও সিগনেচার রেঞ্জের পিৎজা পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯ টাকায়। সীমিত পরিসরে অফারটি চলবে ১৫ মে ২০২৫ পর্যন্ত। এছাড়াও উদ্বোধন উপলক্ষে দুটি এক্সক্লুসিভ কম্বো ডিল চালু করা হয়েছে, যা পাওয়া যাবে ২০ মে পর্যন্ত।
ডোমিনোজ পিৎজা সবার কাছে পরিচিত বিশেষভাবে পিৎজার মান, স্বাদ এবং দ্রুত সার্ভিসের জন্য। এখন থেকে জামাল খান ও আশপাশের এলাকার পিৎজাপ্রেশীরাও ডোমিনোজের জনপ্রিয় সব পিৎজাসহ ক্লাসিক গার্লিক ব্রেড, ক্রিমি অরিগ্যানো রাইস এবং নতুন ‘চিজভার্স’ রেঞ্জের চিজে ভরপুর ১৪টি পিৎজা উপভোগ করতে পারবেন। এছাড়াও ডেজার্ট হিসেবে রয়েছে দারুণ স্বাদের চকোলাভা ডিলাইট।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেশন্স অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, চট্টগ্রামের জামালখানে ডোমিনোজ পিৎজা’র নতুন আউটলেট নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের ৪০তম রেস্টুরেন্ট, যা আমাদের বিস্তৃতির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে। আমরা ৩৫টিরও বেশি নন-ভেজ আইটেম পরিবেশন করি, যার মধ্যে টেক্সাস বারবিকিউ চিকেন পিৎজা, চিকেন ডমিনেটর পিৎজা, চিকেন ও বিফ স্টাফড গার্লিক ব্রেড, চিকেন উইংস রয়েছে।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন বলেন, প্রতিটি নতুন রেস্টুরেন্টের মাধ্যমে আমরা ফুড এক্সপেরিয়েন্স আরও সমৃদ্ধ করতে চাই, ৩০ মিনিটের মধ্যে হট অ্যান্ড ফ্রেশ পিৎজা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বজায় রাখতে চাই।
তিনি আরও বলেন, জামালখান আউটলেট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ডাইন-ইন ও টেকওয়ে সার্ভিস দেবে এবং রাত ১টা পর্যন্ত হোম ডেলিভারি সেবা চালু রাখবে, যেন গ্রাহকের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত হয়।
নতুন এই ব্রাঞ্চে বসে খাওয়ার সুযোগ তো থাকছেই। সঙ্গে থাকছে ৩০ মিনিটে হোম ডেলিভারির সুবিধা। ডোমিনোজ পিৎজা পাওয়া যাবে জামাল খানের আশপাশের এলাকা— আন্দরকিল্লা, কাজীর দেউরি, মেহেদিবাগ, লালখান বাজার ও চন্দনপুরাতে।
গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ অ্যাপ ডাউনলোড করা যাবে। এছাড়াও m.
ডোমিনোজ পিৎজা এখন বাংলাদেশের ছয়টি প্রধান শহর—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কক্সবাজার ও নারায়ণগঞ্জের মোট ৪০টি রেস্টুরেন্ট পরিচালনা করছে। ডোমিনোজ পিৎজার যাত্রা শুরু হয় ১৯৬০ সালে আমেরিকার মিশিগান স্টেটের সিলান্টি শহরে। এটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যাত্রা শুরু করে। সংবাদ বিজ্ঞপ্তি
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করছি।
আমাদের দলে যে সিদ্ধান্ত সবাইকে মানবিক কর্মকান্ডে থাকতে হবে সেই সিদ্ধান্তর মোতাবেকি কিন্তু আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যুবদলের নেতাকর্মীরা সবসময় মানুষের সেবায় তাদের পাশে থাকতে চায়। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো মানুষের কল্যাণেই আগামী দিনে কাজ করবে।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোতে আগামীতে যে দেশ পরিচালনা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে আগামী দিনের যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথমেই ৫০ লাখ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।
যে পরিবারের প্রধান তার নামেই সে ফ্যামিলি কার্ড হবে এবং নারীরা রাষ্ট্রের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
সকল পণ্যের উপরে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দিয়ে সকলের জন্য খাদ্য নিশ্চিত করবে। ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এর সুফল আপনারা পাবেন। শুধু তাই না হেল্প কার্ডেরও ব্যবস্থা করা হবে। বিনামূল্যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে । যাতে করে এদেশের মানুষ হাসপাতালে গেলে তাদের সঠিক চিকিৎসাটি পায়।
এই হেল্প কার্ডের মাধ্যমে সকলের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। সুতরাং আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।