বন্দরনগরী চট্টগ্রামের জামালখান এলাকায় উদ্বোধন করা হয়েছে ডোমিনোজ পিৎজার ৪০তম রেস্টুরেন্ট। গত মঙ্গলবার (৬ মে) এক উৎসবমুখর পরিবেশে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে যেকোনো রেগুলার সাইজের ক্ল্যাসিক ও সিগনেচার রেঞ্জের পিৎজা পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯ টাকায়। সীমিত পরিসরে অফারটি চলবে ১৫ মে ২০২৫ পর্যন্ত। এছাড়াও উদ্বোধন উপলক্ষে দুটি এক্সক্লুসিভ কম্বো ডিল চালু করা হয়েছে, যা পাওয়া যাবে ২০ মে পর্যন্ত।

ডোমিনোজ পিৎজা সবার কাছে পরিচিত বিশেষভাবে পিৎজার মান, স্বাদ এবং দ্রুত সার্ভিসের জন্য। এখন থেকে জামাল খান ও আশপাশের এলাকার পিৎজাপ্রেশীরাও ডোমিনোজের জনপ্রিয় সব পিৎজাসহ ক্লাসিক গার্লিক ব্রেড, ক্রিমি অরিগ্যানো রাইস এবং নতুন ‘চিজভার্স’ রেঞ্জের চিজে ভরপুর ১৪টি পিৎজা উপভোগ করতে পারবেন। এছাড়াও ডেজার্ট হিসেবে রয়েছে দারুণ স্বাদের চকোলাভা ডিলাইট।

ডোমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেশন্স অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, চট্টগ্রামের জামালখানে ডোমিনোজ পিৎজা’র নতুন আউটলেট নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের ৪০তম রেস্টুরেন্ট, যা আমাদের বিস্তৃতির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে। আমরা ৩৫টিরও বেশি নন-ভেজ আইটেম পরিবেশন করি, যার মধ্যে টেক্সাস বারবিকিউ চিকেন পিৎজা, চিকেন ডমিনেটর পিৎজা, চিকেন ও বিফ স্টাফড গার্লিক ব্রেড, চিকেন উইংস রয়েছে।

ডোমিনোজ পিৎজা বাংলাদেশের হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন বলেন, প্রতিটি নতুন রেস্টুরেন্টের মাধ্যমে আমরা ফুড এক্সপেরিয়েন্স আরও সমৃদ্ধ করতে চাই, ৩০ মিনিটের মধ্যে হট অ্যান্ড ফ্রেশ পিৎজা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বজায় রাখতে চাই।

তিনি আরও বলেন, জামালখান আউটলেট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ডাইন-ইন ও টেকওয়ে সার্ভিস দেবে এবং রাত ১টা পর্যন্ত হোম ডেলিভারি সেবা চালু রাখবে, যেন গ্রাহকের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত হয়।

নতুন এই ব্রাঞ্চে বসে খাওয়ার সুযোগ তো থাকছেই। সঙ্গে থাকছে ৩০ মিনিটে হোম ডেলিভারির সুবিধা। ডোমিনোজ পিৎজা পাওয়া যাবে জামাল খানের আশপাশের এলাকা— আন্দরকিল্লা, কাজীর দেউরি, মেহেদিবাগ, লালখান বাজার ও চন্দনপুরাতে।

গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ অ্যাপ ডাউনলোড করা যাবে। এছাড়াও m.

dominos.com.bd ওয়েবসাইটে অথবা ১৬৬৫৬ নম্বরে কল করেও অর্ডার করা যাবে।

ডোমিনোজ পিৎজা এখন বাংলাদেশের ছয়টি প্রধান শহর—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কক্সবাজার ও নারায়ণগঞ্জের মোট ৪০টি রেস্টুরেন্ট পরিচালনা করছে। ডোমিনোজ পিৎজার যাত্রা শুরু হয় ১৯৬০ সালে আমেরিকার মিশিগান স্টেটের সিলান্টি শহরে। এটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যাত্রা শুরু করে। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চির নতুনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ

‘তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন, সূর্যের মতন। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। উদয়দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে। মোর চিত্তমাঝে, চির-নূতনেরে দিল ডাক/পঁচিশে বৈশাখ।’ 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে চির-নতুনের মধ্যে নিজের আবির্ভাবক্ষণকে অনুভব করেছেন। রবি’র কিরণে উজ্জ্বল এই পঁচিশে বৈশাখ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। 

উপলক্ষে জাতীয় পর্যায়ে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’। 

১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বাঙালির এই প্রিয় কবির জন্ম। নিজ কর্মের মাধ্যমে নতুন একটি কালের সূচনা করে গেছেন রবীন্দ্রনাথ। তিনি উপহার দিয়ে গেছেন ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসঙ্কলন। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বহু ভাষায় অনূদিত হয়েছে তাঁর সাহিত্য।  সাহিত্যের পাশাপাশি রবীন্দ্রনাথের গান বাংলা সংগীত ভাণ্ডারকে দারুণভাবে সমৃদ্ধ করেছে। এর আবেদন কোন দিনও ফুরোবার নয়। যত দিন যাচ্ছে ততই রবীন্দ্রসঙ্গীতের বাণী ও সুরের ইন্দ্রজালে নিজেকে জড়িয়ে নিচ্ছে বাঙালি। তাদের আবেগ-অনুভূতি কবিগুরুর গানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫, ২৬, ২৭ বৈশাখ (০৮, ০৯, ১০ মে) কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠানের। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। 

স্বাগত বক্তৃতা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক এবং স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য ‘আকাশ ভরা সূর্যতারা’ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। ‘আনন্দ ধারা বহিছে ভূবনে’ ও ‘ভালোবেসে সখী’ গান দুটি পরিবেশন করবেন সুমা রানী রায়। এরপর একক সংগীত ‘আমি কোথায় পাবো তারে’ পরিবেশন করবেন বুলবুল ইসলাম, ‘ঘরেতে ভ্রমর এলো গুণগুনিয়ে’ পরিবেশন করবেন সুমা রানী রায় এবং ‘তুমি কেমন করে গান’ পরিবেশন করবেন বুলবুল ইসলাম। দ্বৈত সংগীত ‘বিশ্ব সাথে যোগে যেথায়’ পরিবেশন করবেন সুমা রানী রায় ও বুলবুল ইসলাম।

সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করবেন সমবেত নৃত্য ‘ঐ মহা মানব আসে’।

আগামীকাল ৯ মে সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ শীর্ষক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন।

এছাড়াও একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৯ মে ৭টি বিভাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ঢাকা/টিপু

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
  • বুদ্ধুপূর্ণিমা উপলক্ষে রাজধানীতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
  • বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় বিশেষ নিরাপত্তা
  • চির নতুনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ
  • ইউক্রেনের ড্রোন হামলা, মস্কোর সব বিমানবন্দর বন্ধ
  • চাকরি পুনর্বহাল চেয়ে সংবাদ সম্মেলন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের
  • প্রয়োজনের বেশি হাটের অনুমোদন চাওয়া নিয়ে প্রশ্ন
  • ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব
  • মা দিবস উপলক্ষে ‘শ্রদ্ধা’ ও ‘বিশ্বরঙ’-এ মূল্যছাড়