গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয়েছে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘স্টার হান্ট’। তিন মাসের প্রতিযোগিতা শেষে গতকাল শুক্রবার রাতে ঘোষণা করা হয় সেরাদের নাম। এতে চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ ও বরিশালের সাকিব হোসাইন। বিজয়ীদের হাতে এদিন তুলে দেওয়া হয় ক্রেস্ট। এ ছাড়া দুই বছরের চুক্তিতে তাঁরা সুযোগ পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টেলিভিশন ধারাবাহিকে।

স্টার হান্টে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রেস্ট হাতে মিষ্টি ঘোষ । ছবি: দীপ্ত টিভির সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি বাহাদুর গ্রেপ্তার

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইভিপি রোডস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সোহেল আহমেদ বাহাদুর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কক্সবাজারে দায়েরকৃত প্রায় সবগুলো মামলার এজাহারভুক্ত আসামি। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি গা ঢাকা দেন। শনিবার সোহেল আহমদ বাহাদুর তার বাসায় অবস্থান করছে- এমন খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি টিম তার বাসায় অভিযান চালায়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

ওসি জানান, গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ