মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় মুস্তাফা জামান আব্বাসী
Published: 10th, May 2025 GMT
বাংলা সংগীতের আকাশের আরেক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী শনিবার সকালে ঢাকার বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে রাজধানীর আজিমপুরে বাবা, পল্লীগীতির অগ্রপথিক আব্বাসউদ্দীন আহমদ ও মা লুৎফুন্নেসা আব্বাসের কবরের পাশে শায়িত হন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। রেখে গেছেন দুই কন্যা ও অগণিত গুণগ্রাহী।
আব্বাসী জন্মেছিলেন ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর, ভারতের কোচবিহারের বলরামপুর গ্রামে। শৈশব কেটেছে কলকাতায়, যেখানে তার পরিবার ছিল জাতীয় কবি নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহচর। তার সুরের শিকড় পল্লী বাংলার মাটিতে, আর ডালপালা ছড়িয়েছে বিশ্বমঞ্চ পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ পাসের পর মুস্তাফা জামান আব্বাসী মার্কেটিংয়ে উচ্চশিক্ষা নেন। শিল্পগোষ্ঠীর মহাব্যবস্থাপক থেকে শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাঁর হৃদয় পড়ে ছিল সংগীতের মাধুর্যে।
পঁচিশটির বেশি দেশে তিনি ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুলগীতি আর বিচ্ছেদী গান পরিবেশন করেছেন। ইউনেস্কোর মিউজিক কমিটির সভাপতি হিসেবে এক দশকের বেশি সময় বিশ্বসভায় বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন।
পাঁচ দশকের শ্রমে সংগ্রহ করেছেন হাজারো লোকগান। তার গ্রন্থ লোকসংগীতের ইতিহাস, ভাওয়াইয়ার জন্মভূমি, ভাটির দ্যাশের ভাটিয়ালি আজও সংগীতপ্রেমীদের অমূল্য সম্পদ। কলমেও তিনি ছিলেন দক্ষ—পত্রিকায় নিয়মিত লিখে পাঠকের হৃদয় জিতেছিলেন।
একুশে পদকসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কারে সম্মানিত মুস্তাফা জামান আব্বাসী জীবনের শেষ দিন পর্যন্ত লোকসংস্কৃতি ও সুরের সাধনায় নিয়োজিত ছিলেন। বাংলা সংগীতের এই মহীরুহ বিদায় নিয়েছেন, রেখে গেছেন তাঁর সৃষ্টির অমর সংগীতনিধি।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যা করলে গতি পাবে ডিভাইস
স্মার্ট ডিভাইসের সবচেয়ে প্রয়োজনীয় দপ্তর হচ্ছে ব্যাটারির স্বাস্থ্য। কারণ, ব্যাটারির হেলথের ওপরে সবকিছু নির্ভর করে। ডিভাইসে সব সময় শতভাগ চার্জ থেকে বিরত থাকবেন। বিপরীতে চার্জ ১০ শতাংশের নিচে নেমে গেলে তবেই চার্জ সংযোগ দেওয়া শ্রেয়। বিরতিতে বা থেকে থেকে চার্জ করা ডিভাইসের জন্য ভালো নয়; বরং ক্ষতির কারণ। গবেষকরা বলেন, হ্যান্ডসেট অতিরিক্ত গরম হওয়ার পেছনে এটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। প্রয়োজনে ডিভাইস চার্জের নিয়মিত সময় নির্ধারণ করে নিতে পারেন।
অ্যাপ স্পেস কেন জরুরি
ডিভাইসে যত ধরনের অ্যাপ রয়েছে, তার মধ্যে নিয়মিত প্রয়োজন হয় এমন দরকারি সব অ্যাপ আপডেট রাখা জরুরি। এতে ফাস্ট ও স্মুথ অভিজ্ঞতা পাওয়া সম্ভব। অন্যদিকে ওই সব অ্যাপ থাকবে সুরক্ষিত। দুই থেকে তিন মাসের মধ্যেই অ্যাপে কিছু আপডেট সংযোজন করা হয়। তাই নোটিফিকেশনে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সব সময় দরকার নেই বা নিয়মিত প্রয়োজন হয় না এমন অ্যাপ মেমোরির গুরুত্বপূর্ণ স্পেস দখল করে নেয়। অন্যদিকে র্যামের গতি মন্থর করে ও অহেতুক জায়গা নষ্ট করে। উল্লিখিত কারণ দুটি হ্যান্ডসেটের নিশ্চিতভাবেই গতিহীন হওয়ার পেছনে কাজ করে। আবার কয়েকটা অচেনা অ্যাপ ভুলবশত ইনস্টল থাকলে তা হ্যাক হওয়ার ঝুঁকি বাড়ায়।
নিয়মিত রিস্টার্ট
অনেকেই ফোনকে মাসের পর মাস শুধু অন-অফ করে ব্যবহার করেন, যা মোটেও ভালো নয়। ফোনকে নিয়মিত রিস্টার্ট করার অভ্যাস করা প্রয়োজন।
ডিভাইস গবেষকরা বলছেন, প্রতিদিন না হলেও অন্তত দুই-তিন দিন পরপর ডিভাইস রিস্টার্ট করলে অনেক সমস্যায় চমৎকার ফল পাওয়া যায়।