মেহেরপুরের গাংনী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ‘স্টিয়ারিং’ গাড়ির ধাক্কায় তাসনিনা খাতুন (৩) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।

শনিবার (১০ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার কাজিপুর খন্দকারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিনা খাতুন কাজীপুর বর্ডার পাড়ার জয়নাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জুলহাস নামে একজন বাসিন্দা জানান, তাসনিনা খাতুন তার মায়ের সাথে মামার বাড়ি কাজীপুর খন্দকার পাড়ায় বেড়াতে আসে। পরে সে তার মামা আবু তাহেরের দোকানে যেতে রাস্তা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান,  দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/ফারুক/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শামীমা ও বিটু গ্রেপ্তার

কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১০ মে) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কৃষকলীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

আরো পড়ুন:

এসএসসি পরীক্ষার্থীকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেপ্তার 

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ