অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পাহাড় যেটুকু আছে, সেগুলোকে জাতীয় স্থান ঘোষণা দিয়ে সংরক্ষণের আওতায় আনতে হবে। যাকেই বলি পাহাড় কাটবেন না, বলে, আপা শুধু একটু কাটব। পাহাড় কাটা আর তা বন্ধ করার অভিযান টম অ্যান্ড জেরির খেলার মতো হয়ে গেছে।’

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারসের আয়োজনে আগামী তিন দিন এ সম্মেলন চলবে। বিশ্বজুড়ে নগর, অঞ্চল এবং গ্রামীণ পরিকল্পনার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত পরিকল্পনাবিদ, পেশাজীবী, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকেরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।

উদ্বোধনী বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান নদী, জলাশয়, বন ও পরিবেশকে প্রাধান্য দিয়ে নগর-পরিকল্পনা সাজানোর ওপর জোর দেন। এর কারণ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ আমাদের আসলে সেই অর্থে বনাঞ্চল নেই। পার্বত্য অঞ্চলে কিছু ও লাঠিটিলায় অল্প বনাঞ্চল আছে। সুন্দরবন বলেন আর অন্যান্য বন বলেন, সবগুলো কিন্তু ট্যুরিজমসহ নানা চাপে কাহিল অবস্থা।’

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘চট্টগ্রামে গিয়ে এবার বললাম, শ্রমিককে গ্রেপ্তার করে আনবেন না। মালিকের নামে মামলা দেবেন। মালিককে গ্রেপ্তার করে আনবেন। পাহাড় কাটা কিছুটা কমেছে। কিন্তু কোনো মালিককে গ্রেপ্তারের খবর পেলাম না। তবে আমরা কিছু দৃষ্টান্ত রেখে দিয়ে যেতে চাই’। নগর-পরিকল্পনায় পরিকল্পনাবিদদের ক্ষমতায়নের ওপর জোর দেন তিনি।

চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে অতিথিরা। ১০ মে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জওয় ন

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ