Prothomalo:
2025-05-14@14:36:10 GMT

বই পড়ে যা শিখেছে তাপস

Published: 14th, May 2025 GMT

আগের পর্বআরও পড়ুনআরেকটু বুট কিনে নিই২২ ঘণ্টা আগে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অক্সিজেনশূন্য হবে পৃথিবী

পৃথিবীতে প্রাণের বিকাশের জন্য অক্সিজেনের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। অক্সিজেন না থাকলে পৃথিবী প্রাণহীন হয়ে যাবে। আর তাই সুপারকম্পিউটারের সিমুলেশনের মাধ্যমে পৃথিবীর সম্ভাব্য প্রাণ ধ্বংসের সময় সম্পর্কে জানার চেষ্টা করেছেন জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সূর্যের ক্রমবর্ধমান তাপের প্রভাব ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ১০০ কোটি বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছে সুপারকম্পিউটার।

সুপারকম্পিউটার সিমুলেশন ভবিষ্যদ্বাণী করেছে, পৃথিবীর অক্সিজেন প্রায় ১০০ কোটি বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তখন পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। গবেষণায় চার লাখের বেশি সিমুলেশন ব্যবহারের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের সম্ভাব্য বিবর্তনের তথ্য জানানো হয়েছে। সুপারকম্পিউটারের তথ্য মতে, সূর্যের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠবে। এত মারাত্মক প্রভাব পড়বে পৃথিবীর জলবায়ুর ওপরে। পানি বেশি বাষ্পীভূত হবে, পৃষ্ঠের তাপমাত্রাও দ্রুত বৃদ্ধি পাবে। এর ফলে তখন কার্বনচক্র দুর্বল হয়ে পড়বে। উদ্ভিদ ধ্বংস হয়ে যাওয়ার কারণে অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে। বায়ুমণ্ডলে তখন উচ্চমাত্রার মিথেন দেখা যাবে। পৃথিবীর আদিম অবস্থায় ফিরে যেতে পারে তখন। সুপারকম্পিউটারের সিমুলেশনের এ তথ্য নেচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

তোহো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজুমি ওজাকি জানিয়েছেন, কার্বনেট-সিলিকেটনির্ভর ভূরাসায়নিক চক্রের ওপর ভিত্তি করে জীবমণ্ডলের আয়ুষ্কালের তথ্য জানিয়েছে সুপারকম্পিউটার। সেখানে তাত্ত্বিক কাঠামোর মাধ্যমে বায়ুমণ্ডলের কার্বন ডাই–অক্সাইডের স্তর ক্রমাগত হ্রাস পাচ্ছে। ভবিষ্যতে বিশ্বে উষ্ণায়ন আরও বাড়বে। ধারণা করা হচ্ছে, পৃথিবীতে অতিরিক্ত উত্তাপ ও সালোকসংশ্লেষণের ফলে কার্বন ডাই–অক্সাইডের ঘাটতি দেখা যাবে। এমন পরিস্থিতি কখন ও কীভাবে ঘটবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ