জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা চার দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কাকরাই মোড়সহ পুরো এলাকা।

বৃহস্পতিবার (১৫ মে) টানা দ্বিতীয় দিনের মতো চলা এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের পাশাপাশি উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে ব্যাঙ্গাত্মক স্লোগানও দেন। এ সময় তাদের ‘বোতল মাহফুজ, বোতল মাহফুজ’, ‘বোতল, বোতল’, ‘বোতল বোতল মাহফুজ’, ‘মাহফুজের মার্কা, বোতল মার্কা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, বুধবার (১৪ মে) রাতে জাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে কথা বলতে আসেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বক্তব্যে চলাকালে বিক্ষুব্ধ এক শিক্ষার্থী তার মাথায় বোতল নিক্ষেপ করেন।

আরো পড়ুন:

চেম্বারে ছাত্রীর সঙ্গে শিক্ষক: স্থায়ী বহিষ্কার দাবিতে রাবিতে বিক্

ঢাবিতে বহিরাগতদের নিয়ে ছাত্রদলের উপাচার্যবিরোধী আন্দোলন, ক্ষোভ

এ ঘটনার প্রতীকী ব্যঙ্গ হিসেবে বৃহস্পতিবার শিক্ষার্থীরা হাতে বোতল নিয়ে ব্যাঙ্গাত্মক স্লোগানে মিছিল করেন এবং একে অপরের মাথায় ছুঁড়ে মারেন। 

শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছি। অথচ আমাদের আন্দোলনে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু নেতা বোতল নিক্ষেপের ঘটনাকে বড় করে দেখাচ্ছেন। তারা আমাদের শিক্ষকদের ওপর হামলাকেও তুচ্ছ করে দিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

বোতল কাণ্ডের পর উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠী, যাদের আমি আন্দোলনে অনুপ্রবেশকারী ও স্যাবোট্যুর মনে করি। তারাই এ ঘটনা ঘটিয়েছে এবং আন্দোলনকে স্যাবোটাইজ করার চেষ্টা করছে।”

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫–২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে; জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ