চট্টগ্রামের পটিয়ায় আমগাছ থেকে পড়ে প্রণব ভট্টাচার্য (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ‘আর্য্য সঙ্গীত সমিতি’, পটিয়ার নিবেদন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংগীত ও তবলার শিক্ষক ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রণব ভট্টাচার্য পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের বাসিন্দা। তাঁর ভাই প্রদীপ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, বিকেলে বাড়ির উঠানে আম পাড়তে গাছে ওঠেন প্রণব ভট্টাচার্য। এ সময় গাছের ডাল ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে আহত হন। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, গাছ থেকে পড়ার পর হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।

প্রণব ভট্টাচার্য চট্টগ্রাম বেতার এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত সংগীতশিল্পী জানিয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, এক সপ্তাহ আগে তাঁদের আরেক ভাই কল্যাণ কুমার ভট্টাচার্যের মৃত্যু হয়েছে। ভাইয়ের মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যে নগরের বাসা থেকে গ্রামে অবস্থান করছিলেন প্রণব ভট্টাচার্য। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো.

নাজমুন নুর বলেন, আমগাছ থেকে পড়ে প্রণব ভট্টাচার্যের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও বৈষম্য করা হচ্ছে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের দু-চারজন ছাড়া বর্তমান কমিটির অধিকাংশই আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বলেন, শেখ হাসিনা যেমন মুক্তিযোদ্ধা সংসদকে কুক্ষিগত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়া বানিয়েছিলেন, তেমনি অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কতিপয় বিতর্কিত মানুষের কারণে দেশের অন্য মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও বৈষম্য করা হচ্ছে।

জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে ইসতিয়াক আজিজ আরও বলেন, বিএনপি করে এমন কেউ এই সংসদের সদস্য হতে পারবে না, এমন তো কোনো আইন নেই। কিন্তু বর্তমান সময়ে যেভাবে নতুন সদস্য ও কমিটিগুলো করা হয়েছে, তাতে মনে হচ্ছে মুক্তিযোদ্ধা হলেও বিএনপি করে এমন কেউ সদস্য হতে পারবে না।

তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে জাতিকে নানা বৈষম্য থেকে মুক্তি দিয়েছিলেন। স্বনির্ভর করেছিলেন এই জাতিকে। তার দলের সদস্যরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্য হতে বাধার সম্মুখীন হবেন, তা কি কখনও জাতি আশা করেছিল? এর চেয়ে বৈষম্য আর কী হতে পারে।’

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার শহীদ বাবলু, মো. মোবারক, শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ